বুধবার ০৮ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৭ জানুয়ারী ২০২৫ ১৮ : ১৪Rajat Bose
বিভাস ভট্টাচার্য: ঘন ঘন সূর্যর দিকে তাকাচ্ছিলেন বনকর্মীরা। অপেক্ষায় ছিলেন সন্ধে নামার। তারপরেই শুরু হবে কাজ। কারণ, সারাদিন বাঘ গা এলিয়ে বসে থাকলেও সন্ধের পর গা ঝাড়া দিয়ে শুরু করে চলাফেরা। সেই সুযোগ কাজে লাগানোর জন্য কুলতলির মৈপীঠেও বনকর্মীরা শুরু করেছেন প্রস্তুতি। সুন্দরবনের ‘রাজা’কে তার এলাকায় ফেরানোর।
সুন্দরবনের কুলতলির মৈপীঠে গত দু’দিন ধরে বাঘের আতঙ্ক তাড়া করছে এলাকাবাসীকে। খবর পেয়ে বন দপ্তরের কর্মী ও আধিকারিকরা এসে সুন্দরবনের একেবারে লাগোয়া ওই এলাকায় বাঘের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হন। এরপরেই জঙ্গলের ধার ঘেঁষে গ্রামের চারপাশে জাল লাগিয়ে দেওয়ার কাজ শুরু করা হয়। সেইসঙ্গে মাইকিং করে গ্রামের বাসিন্দাদের সতর্ক করার কাজ করে স্থানীয় পুলিশ।
এর পাশাপাশি শুরু হয় বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠানোর। প্রথমে মৈপীঠের জঙ্গলে ঠিক কোন জায়গায় বাঘটি রয়েছে সেই জায়গাটির অবস্থান চিহ্নিত করার কাজ শুরু হয়। চিহ্নিত করা হয় জঙ্গলে ৫০০ মিটার একটি এলাকা। এরপরেই মঙ্গলবার দুপুরে ওই জায়গায় পটকা ফাটানোর সঙ্গে ব্যাপক হৈ হট্টগোল করা হয়। উদ্দেশ্য, বাঘটিকে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠানো।
রাজ্য বন বিভাগের এক আধিকারিক বলেন, এদিন চেঁচামেচি এবং পটকার আওয়াজে বাঘটি জায়গা পরিবর্তন করে। এলাকাটা যেহেতু একেবারেই নদীর ধার ঘেঁষে এবং দুপুরে জোয়ারের জন্য নদীতে জল বেশি থাকায় বাঘ কিছুটা গিয়েও নদী পর্যন্ত আর যায়নি।
ওই আধিকারিক জানান, বাঘের সবথেকে বেশি চলাফেরা শুরু হয় সন্ধে নামার পর। আর এই সময়টাতে নদীতে ভাঁটাও আছে। সেজন্য মঙ্গলবার সন্ধে থেকেই চেষ্টা করা হবে হৈ হট্টগোল করে আর পটকা ফাটিয়ে যাতে তাকে জঙ্গলের দিকে ফেরত পাঠানো যায়। সেই প্রস্তুতিই নিয়ে রেখেছেন বনকর্মীরা। অন্ধকার একটু ঘন হলেই শুরু হবে এই প্রক্রিয়া।
এর পাশাপাশি জঙ্গলে ছাগলের টোপ দিয়ে একটি খাঁচাও পেতে রাখা হয়েছে বলে তিনি জানান। তাঁর কথায়, বাঘটি যদি ক্ষুধার্ত থাকে তবে ছাগলের টানে সে খাঁচার দিকে যেতে পারে। সেজন্যই খাঁচা পাতা। ফলে একদিকে যেমন চেষ্টা করা হবে তাকে জঙ্গলে ফেরত পাঠানো তেমনি চেষ্টা হবে খাঁচাবন্দি করা।
#Aajkaalonline#maipithtiger#forestdepartment
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বাম নেতৃত্বের ‘গুন্ডামি’, অশিক্ষক কর্মীকে স্কুলের সামনে কান ধরতে বাধ্য করানোর অভিযোগ ...
সধবা পাচ্ছেন 'বিধবা' ভাতা, পুলিশে অভিযোগ দায়ের বিডিওর ...
এলাকায় একের পর এক কুকুরের মৃত্যু, নেপথ্যে কী রহস্য?...
মালদহে উদ্ধার ২০ লক্ষ টাকার জাল নোট, কোথা থেকে এল তদন্তে পুলিশ...
দুলাল সরকার খুনে গ্রেপ্তার তৃণমূল শহর সভাপতি, ধৃতের সংখ্যা বেড়ে সাত, ঘটনাস্থলে ফরেন্সিক দল...
আচমকাই গ্যাস বেলুন সিলিন্ডার ফাটল মেলায়, মৃত্যু এক মহিলার, পা উড়ে গেল বেলুন বিক্রেতার...
সততার অনন্য নজির, লক্ষাধিক টাকার গয়েনা ভর্তি ব্যাগ ফেরালেন গরিব টোটো চালক...
সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে ভারতকে বাধার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে ...
শীতের আমেজে দিঘায় শুরু মিষ্টি উৎসব, স্টলে স্টলে উপচে পড়া ভিড়, কী দাবি তুললেন ব্য়বসায়ীরা? ...
মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর চালু নলগোড়া ও ধোসাহাট সেতু, স্বস্তিতে স্থানীয়রা ...
পুরুলিয়ায় পুলিশ কন্যা হত্যার কিনারা, গ্রেপ্তার ১...
কী অবস্থায় রাজ্যের পরিবহন? দেখতে পথে পরিবহনমন্ত্রী ...
বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া মৎস্যজীবীদের আর্থিক সহায়তা, 'দিদি'র প্রতি কৃতজ্ঞ মৎস্যজীবীরা...
জলা বুজিয়ে পাঁচিল! বন্ধ নিকাশি, জলযন্ত্রণায় ক্ষিপ্ত প্রায় আড়াইশো পরিবার...
শুভেন্দুর জেলায় বিজেপির বিরাট অস্বস্তি, তৃণমূলের দখলে মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত...