বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | একই দিনে জোড়া নোটিশ অর্জুন-পবনকে, বুধবারই বাবা-ছেলে গোয়েন্দাদের মুখোমুখি

Pallabi Ghosh | ০৭ জানুয়ারী ২০২৫ ১৪ : ২৭Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: দুই পৃথক মামলায় একই দিনে জোড়া নোটিশ অর্জুন সিং ও তাঁর পুত্র পবন সিংকে। বুধবারে বাবা-ছেলেকে ব্যারাকপুর কমিশনারেট ও ভবানী ভবনে হাজিরা দিতে হবে। তাঁদের দু'জনের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে। যদিও অর্জুন ও পবন দু'জনেই রাজ্য পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন। 

একজন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। অপরজন  বর্তমান ভাটপাড়ার বিধায়ক। অর্জুন সিং ও পবন সিং। একই দিনে রাজ্য পুলিশ বাবা ও ছেলেকে আলাদা আলাদা নোটিশ ধরাল। ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অর্জুন ভাটপাড়া পুরসভার প্রধান ছিলেন। অভিযোগ, তাঁর কার্যকালে ভাটপাড়া পুরসভায় একাধিক আর্থিক দুর্নীতি হয়েছে। পুরনো একটি মামলায় ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুনকে বুধবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনই আবার ভাটপাড়ার বিধায়ক অর্জুনপুত্র পবনকে অপর একটি মামলায় ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা বিষয়টিকে অর্জুন রাজনৈতিক ষড়যন্ত্র বলে ব্যাখ্যা দিয়েছেন।

প্রসঙ্গত, আগেও বিজেপি নেতা অর্জুন সিংকে ভবানী ভবন ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের তরফে দু'বার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ভবানী ভবনে হাজিরা দিলেও আইনি রক্ষাকবচের বলে অর্জুনকে ব্যারাকপুর কমিশনারেটের তদন্তকারীদের মুখোমুখি হতে হয়নি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি সাফ বললেন, 'মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যাঁরা সরাসরি লড়াই করছেন, রাজ্যের পুলিশ তাঁদের হেনস্থা করছে। বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আমাকেও আইনি জালে জড়িয়ে দেওয়া হয়েছে।' অর্জুন বুধবার ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দেবেন বলে জানিয়েছেন। 

অন্যদিকে বিধায়ক পবন সিং বলেন, 'আমি অর্জুন সিংয়ের ছেলে বলেই রাজনৈতিক ষড়যন্ত্র করে আমাকে নিয়ে পুলিশ টানাটানি করছে। মিথ্যা অভিযোগে হয়তো আমাকে জেলে যেতে হবে। তাতে আমি ভয় পাই না।' তবে অর্জুন -পবনের  বক্তব্যকে শাসক দল বিশেষ আমল দিচ্ছে না। ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, 'ভাটপাড়া পুরসভার পুরপ্রধান থাকাকালীন অর্জুন বহু দুর্নীতি করেছেন। সে সব দুর্নীতি এখন সামনে আসছে। অর্জুন নিজেকে আড়াল করার জন্য নানা মিথ্যা ব্যাখ্যা দিচ্ছেন। তবে তিনি পার পাবেন না। পুলিশ নিশ্চয়ই যথাযথ তদন্ত করবে।'


#arjunsingh#westbengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

এ যেন শীতের আমেজে শহর ঘুরতে বেড়ানো, সারাদিন ফালাকাটায় দাপিয়ে বিকেলে জঙ্গলে ফিরল দু'টি হাতি...

দূরের নয়, কাছের দমকলই ছুটে যাবে আগুন নেভাতে, নতুন বছরে মুখ্যমন্ত্রীর উপহার ...

ধাতব কয়েন গিলে ফেলল খুদে, প্রাণ বাঁচল 'সেবাশ্রয়' শিবিরের তৎপরতায় ...

তীর্থযাত্রীদের সুবিধার্থে কী কী ব্যবস্থা থাকছে গঙ্গাসাগর মেলায়? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী...

অভাব অভিযোগ শুনতে প্রত্যন্ত গ্রামে মানুষের দুয়ারে পৌঁছলেন হুগলির জেলাশাসক...

গঙ্গাসাগর মেলার জন্য বড় উদ্যোগ পরিবহন দপ্তরের, চলবে অতিরিক্ত বাস, লঞ্চ...

চা বাগানে হাতির তাণ্ডব,কাজ বন্ধ করে পালালেন শ্রমিকরা...

অবৈধভাবে টোটো তৈরি বন্ধ করা হবে, জানালেন পরিবহন মন্ত্রী  ...

কোচবিহারের খুদেদের কোচিং দিতে আসবেন, আশ্বাস প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলের...

বাম নেতৃত্বের ‘‌গুন্ডামি’‌, অশিক্ষক কর্মীকে স্কুলের সামনে কান ধরতে বাধ্য করানোর অভিযোগ ...

আচমকাই গ্যাস বেলুন সিলিন্ডার ফাটল মেলায়, মৃত্যু এক মহিলার, পা উড়ে গেল বেলুন বিক্রেতার...

সততার অনন্য নজির, লক্ষাধিক টাকার গয়েনা ভর্তি ব্যাগ ফেরালেন গরিব টোটো চালক...

সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে ভারতকে বাধার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে ...

শীতের আমেজে দিঘায় শুরু মিষ্টি উৎসব, স্টলে স্টলে উপচে পড়া ভিড়, কী দাবি তুললেন ব্য়বসায়ীরা? ...

মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর চালু নলগোড়া ও ধোসাহাট সেতু, স্বস্তিতে স্থানীয়রা ...



সোশ্যাল মিডিয়া



01 25