সোমবার ০৭ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ০৬ জানুয়ারী ২০২৫ ১৭ : ৩৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সরগরম দিল্লির নির্বাচনী প্রচার। চড়ছে বিতর্কে পারদও। রবিবারই মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে বিজেপি প্রার্থী রমেশ বিধুরি দাবি করেছিলেন, নিজের বাবা বদলে ফেলেছেন অতিশী। মারলেনা থেকে সিং হয়েছেন তিনি। সোমবার এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী অতিশী। পাল্টা জবাব দিতে গিয়ে কোনও মতে চোখের জল নিয়ন্ত্রণ করতে দেখা যায় তাঁকে।
অতিশীর জবাব-
এ দিন মুখ্যমন্ত্রী বলেছেন, "আমার বাবা সারা জীবন একজন শিক্ষক ছিলেন...তিনি করুক সহায়তা ছাড়া হাঁটতে পারেন না। নির্বাচনের জন্য, কেউ এত নীচে নেমে গিয়েছেন... তিনি একজন বৃদ্ধকে কটূক্তি করছেন। এই দেশের রাজনীতি এত নীচে নেমে যেতে পারে... আমি বিশ্বাস করতে পারছি না। আমার বৃদ্ধ বাবাকে কটূক্তি করে তিনি (রমেশ বিধুরি) ভোট চাইছেন।"
দিল্লির কালকাজি আসনে এবার অতিশীর বিরুদ্ধে লড়ছেন বিজেপি প্রার্থী রমেশ বিধুরী।
কী বলেছিলেন বিধুরী?
রবিবার দিল্লির রোহিণীতে এক নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী অতিশীকে নিশানা করে কালকাজির বিজেপি প্রার্তী বলেন, "কেজরিওয়াল নিজের সন্তানদের শপথ নিয়ে বলেছিলেন তিনি কংগ্রেসের সঙ্গে জোট করবেন না। এদিকে মারলেনা তো নিজের বাবা বদলে ফেলেছেন। আগে উনি মারলেনা ছিলেন, এখন উনি সিং হয়েছেন। এটাই এদের চরিত্র।" এখানেই থামেননি বিধুরি। তার আরও দাবি, "এই মারলেনার বাবা ও মা সংসদ হামলায় মূল অপরাধী আফজল গুরুকে ক্ষমা করার দাবি জানিয়ে আদালতে মামলা দায়ের করেছিলেন।"
এ প্রসঙ্গে আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেন, "বিজেপি নেতারা নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করেছে।ওরা অতীশির বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রীর অপমান দিল্লির মানুষ সহ্য করবে না। দিল্লির সমস্ত মহিলারা এর প্রতিশোধ নেবেন।"
আপ মুখপাত্র প্রিয়াঙ্কা কক্করের প্রশ্ন, "যদি তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রীর জন্য অবমাননাকর ভাষা ব্যবহার করতে পারেন, তাহলে ভাবুন, ভুলবশত রমেশ বিধুরী বিধায়ক হয়ে গেলে একজন সাধারণ মহিলার সঙ্গে কেমন আচরণ করবেন?"
প্রিয়াঙ্কাকে বিধুরীর নিশানা-
এর আগে ওয়ানড়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছিল বিজেপি প্রার্থী রমেশ বিধুরীকে। প্রচারে বেরিয়ে তিনি বলেছিলেন, বিধানসভা নির্বাচনে জিতলে প্রিয়াঙ্কার গালের মতো চকচকে রাস্তা বানিয়ে দেবেন। সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিধুরিকে 'নারীবিদ্বেষী' বলে আক্রমণ শানায় কংগ্রেস-আপ।
নানান খবর
নানান খবর

৩০ সেকেন্ডে ২৯৩ কোটি হাওয়া! টাটা মোটরসের শেয়ারে কী এমন হল যে কোটিপতি ঝুনঝুনওয়ালাও কাঁপলেন?

ভারতীয় শেয়ারবাজারে ভয়াবহ বিপর্যয়, কয়েক মিনিটেই কর্পূরের মতো 'উধাও' ১৯ লক্ষ কোটি টাকা!

মণিপুরে ওয়াকফ আইন নিয়ে বিবাদের জেরে মণিপুরে বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতির বাড়ি আগুন

রাম নবমীতে দর্গার গেটে গেরুয়া পতাকা উত্তোলন, প্রয়াগরাজে উত্তেজনা, পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

বিয়ের আসরে জুতো লুকানো রীতি নিয়েই দ্বন্দ্ব, বরকে মারধর, বিজনোরে দুই পরিবারের সংঘর্ষ

ক্যাব চালকের কেরামতিতেই সন্তানের জন্ম দিলেন মহিলা

আরএসএস সংক্রান্ত প্রশ্নে বিতর্ক, মীরাটের অধ্যাপিকা আজীবনের জন্য বরখাস্ত

গাড়িচালককে কুর্নিশ! জল খাওয়াচ্ছেন মা চিতা ও তাঁর সন্তানদের, ভিডিও ভাইরাল হতেই চরম পরিণতি

ভারতে পড়তে এসে নেটমাধ্যমে হাসির পাত্র পড়ুয়া এনআরআই পড়ুয়া, কারণ জানলে অবাক হবেন

'চিঠি লিখলেও কেউ তামিলে সই করেন না', তামিলনাড়ুতে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে তোপ মোদির

কেন্দ্রের নজিরবিহীন ছাড়পত্র, একই বিমানবন্দর থেকে উড়বে সামরিক ও অসামরিক বিমান

কা-কা ডাক নয়, অবিকল মানুষের মতো কথা বলে কাক, কীর্তি দেখে চমকে উঠলেন স্থানীয়রা

ক্রিকেট খেলতে খেলতে লুটিয়ে পড়লেন মাটিতে, ২১ বছরের তরুণের মর্মান্তিক পরিণতি, আঁতকে উঠলেন সকলে

মায়ের চুলের মুঠি ধরে মারধর, স্ত্রীর কীর্তি ফাঁস করে স্বামী বললেন, 'মুসকানের মতো মেরে ফেলবে আমাদের'

আগামিকাল শেষ সিপিএম-এর পার্টি কংগ্রেস, নতুন সাধারণ সম্পাদক নির্বাচন ঘিরে জল্পনা তুঙ্গে