শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৬ জানুয়ারী ২০২৫ ১৬ : ৪৭Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: “তিতাস একটি নদীর নাম। তার কূলজোড়া জল, বুকভরা ঢেউ, প্রাণভরা উচ্ছ্বাস।স্বপ্নের ছন্দে সে বহিয়া যায়।” এই বিখ্যাত সংলাপ শোনা গিয়েছিল ঋত্বিক ঘটক পরিচালিত বিখ্যাত ছবি তিতাস একটি নদীর নাম -এ। সেই ছবির-ই অন্যতম নায়ক প্রবীর মিত্র প্রয়াত হলেন। বয়স হয়েছিল ৮১। গত রবিবার রাতে ঢাকার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বর্ষীয়ান বাংলাদেশি অভিনেতা । প্রয়াত এই বাংলাদেশি অভিনেতার আরও একটি বড় পরিচয় রয়েছে। কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তাঁর অভিনীত চরিত্রটির নাম ছিল কিশোর।
গত ২২শে ডিসেম্বর থেকে ঢাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ঋত্বিক ঘটকের ছবির নায়ক। গত ৪ জানুয়ারি প্রবীর মিত্রের ছেলে মিথুন বাংলাদেশের সংবাদমাধ্যমকে বলেছিলেন, "বাবার অবস্থা বেশি ভালো না। ওঁর ফুসফুসে সংক্রমণ হয়েছে, রক্ত ক্ষরণ হচ্ছে।' আরও জানা গিয়েছিল, প্রবীর মিত্রের শারীরিক অবস্থা খারাপ দিকেই যাচ্ছিল ক্রমশ। রক্তক্ষরণ তো হচ্ছিল-ই, প্লেটলেটের সংখ্যাও কমে যাচ্ছিল । নতুন বছরের শুরুতেই না ফেরার দেশে পাড়ি দিলেন প্রবীর মিত্র।
প্রসঙ্গত, ১৯৪৩ সালের ১৮ অগস্ট কুমিল্লার চান্দিনায় জন্ম হয় প্রবীর মিত্রর। অভিনেতা পুরো নাম প্রবীর কুমার মিত্র। তাঁর বড় হওয়া পুরনো ঢাকায়, তিনি স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। সিনেমার দুনিয়ার তাঁর পথচলা শুরু প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ ছবির হাত ধরে। ১৯৭১ সালের ১ জানুয়ারি মুক্তি পেয়েছিল এই ছবি। তবে ৫৫ বছরের দীর্ঘ কেরিয়ারে প্রবীর মিত্র ‘নায়ক’ হিসেবে হাতেগোনা সিনেমাতেই অভিনয় করেছেন, তবে তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছিল যখন তিনি পরিচালক ঋত্বিক ঘটকের 'তিতাস একটি নদীর নাম'-এ অভিনয় করেন।
অদ্বৈত মল্লবর্মণ রচিত উপন্যাস অবলম্বনেই 'তিতাস একটি নদীর নাম' ছবিটি বানিয়েছিলেন ঋত্বিক। সেখানে কিশোর-এর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন প্রবীর মিত্র।
পর্দায় সর্বশেষ প্রধান চরিত্রে প্রবীর মিত্রকে দেখা গিয়েছিল নবাব সিরাজউদ্দৌলা ছবিতে। পরবর্তী সময় তিনি চরিত্রাভিনেতার দিকে মনোযোগী হয়ে ওঠেন। ১৯৮২ সালে তিনি বড় ভাল লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
নানান খবর

নানান খবর

পেট ভরে মাংস খাওয়ানোর পর প্রযোজককে দিয়ে থালা মাজিয়েছিলেন নানা পাটেকর! জানেন সেই ঘটনা?

ঘোর বিপত্তি 'রাজা শিবাজী'র শুটিং ফ্লোরে! রিতেশের চোখের সামনে নদীতে তলিয়ে গেলেন কোরিওগ্রাফার

এআর রহমানকে সাধারণ বিদ্যুৎকর্মী ভেবে নিয়েছিলেন কাশ্মীরি মেয়েরা! কিন্তু কেন?

ছাত্র, শিল্পী, ব্যবসায়ী না খুনি: ‘দ্য একেন’-এ একেকজন একেক রঙে রাঙানো, কিন্তু কেউই সাদা নয়!

অজয় দেবগণের হাতে মার খাবেন, ভেবেছিলেন হানি সিং! কিন্তু ‘সিংহম’ যা করলেন যেটা কেউ ভাবেনি…

কোনও ছবির প্রিমিয়ারে আর যাবেন না স্বস্তিকা মুখোপাধ্যায়! কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

‘ও আমাকে ডুবিয়ে দিতে চেয়েছিল’, বরুণের জন্মদিনে বিরাট অভিযোগ পুজা হেগড়ের, দেখালেন হাতেগরম প্রমাণও!

জুয়ার রাজপথে বিজয় বর্মা! শেষ হল ‘মটকা কিং’-এর শুটিং, অভিনব কায়দায় ঘোষণা অভিনেতার

‘সীতা’ হতে চেয়েছিলেন ‘কেজিএফ’ নায়িকা! দিয়েছিলেন অডিশনও, তবু কীভাবে সেই চরিত্রে সুযোগ পেলেন সাই পল্লবী?

অভিনয়ে ফিরলেন মুনমুন সেন, সুস্মিতার সঙ্গে জুটিতে কোন গল্পে দেখা যাবে অভিনেত্রীকে?

নরক হয়ে উঠছে কাশ্মীর, আর সহ্য করা যায় না: সলমন খান

পহেলগাঁও কাণ্ডের রেশে বিপাকে ফাওয়াদ খান, আটকে যাচ্ছে পাকিস্তানি অভিনেতার ‘আবির গুলাল’-এর মুক্তি?

স্বামীর নিথর দেহের পাশে বসে স্ত্রী, পহেলগাঁও-এর ঘটনায় ঘিবলি ছবি পোস্ট দর্শনার, ট্রোলিংয়ের শিকার হতেই কী বললেন অভিনেত্রী?

‘ম্যায়নে প্যায়ার কিয়া ২’-এ নেই সলমন! বরজাতিয়ার ছবিতে কে হচ্ছেন নতুন ‘প্রেম’?

যেখানে ভালবাসা পেয়েছিলাম, সেখানেই আজ মৃত্যু নাচছে…! জঙ্গি হানায় ক্ষতবিক্ষত কাশ্মীর, কেঁদে উঠলেন বিজয়