মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

East Bengal likes to earn point in ISL

খেলা | ইস্টবেঙ্গলের সামনে মুম্বই, জয় দিয়ে নতুন বছর শুরুর সুযোগ লাল-হলুদের

KM | ০৫ জানুয়ারী ২০২৫ ২২ : ৩৫Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট জিতে বছরটা শেষ করার পরিকল্পনা ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু পয়েন্ট টেবলের নীচের দিকে থাকা দলটি যে তাদের আটকে দেবে, তা হয়তো অনেকেই ভাবতে পারেনি। নতুন বছরের শুরুতেই ইস্টবেঙ্গলের সামনে কঠিন চ্যালেঞ্জ গতবারের কাপ চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি, যারা অবশ্য ধারাবাহিকতার অভাবে প্রবল ভাবে ভুগছে।

গত ম্যাচেই নর্থইস্ট ইউনাইটেড এফসি-র কাছে তিন গোলে হেরেছে মুম্বই। অথচ তার আগের চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই জেতে তারা, টানা চারটি ম্যাচে গোল অক্ষত রাখে। সেই দলকে হারিয়ে বছরটা শুরু করতে পারলে গত ম্যাচে তাদের আকাশে জমা হতাশার কালো মেঘ অনেকটাই কাটাতে পারবে লাল-হলুদ ব্রিগেড। এই ম্যাচে জিততে পারলে সেরা ছয়ে প্রবেশ করতে পারবে মুম্বই। সেই সুযোগ নেওয়ার জন্য মরিয়া হয়েই মাঠে নামবে তারা। মরিয়া মুম্বইকে রোখা সহজ হবে না।

কয়েক দিন আগেই লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ মনে করিয়ে দিয়েছিলেন, জানুয়ারিতে তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। পরপর কয়েকটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের। তার প্রথমটিই হল ঘরের মাঠে এই মুম্বই-ম্যাচ এবং তার পরেই আগামী শনিবারের কলকাতা ডার্বি। তবে ডার্বি-ভাবনা এখন শিকেয় উঠেছে তাদের। মুম্বইয়ের বিরুদ্ধে সোমবারের ম্যাচ নিয়েই লাল-হলুদ শিবিরকে যে পরিমান প্রস্তুতি-পরিকল্পনা করতে হচ্ছে, তাতে বড় ম্যাচ নিয়ে ভাবার সময়ই বোধহয় পাচ্ছে না কেউ।

এর মধ্যে চোট-আঘাতের সমস্যা রয়েই গিয়েছে। ফরাসি মিডফিল্ডার মাদি তালাল পুরো মরশুম থেকেই ছিটকে গিয়েছেন। স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোর আগামী সপ্তাহের আগে ভারতে আসছেন না। চোট-আঘাতের তালিকায় আগেই ছিলেন ডিফেন্ডার মহম্মদ রকিপ। এবার অনিশ্চিত হয়ে পড়লেন মিডফিল্ডার শৌভিক চক্রবর্তীও, যিনি মাঝমাঠকে যথেষ্ট সচল ও বেঁধে রাখতে পারেন। গত ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ায় এই ম্যাচে তিনি অনিশ্চিত।

শৌভিকের না থাকাটা বড় ধাক্কা হয়ে উঠতে পারে ইস্টবেঙ্গলের পক্ষে। তাঁর জায়গায় হয়তো আনোয়ার আলিকে দেখা যাবে। ইদানীং মাঝমাঠে খেলানো হচ্ছে তাঁকে। খেলছেনও স্বচ্ছন্দে। কিন্তু সম্প্রতি চোট পেয়েছিলেন তিনি। যা গুরুতর নয় বলেই জানিয়েছে ইস্টবেঙ্গল শিবির। রক্ষণে হয়তো নিশু কুমার যোগ দেবেন লালচুঙনুঙ্গার সঙ্গে।

দুই বিদেশি সেন্টার ব্যাক হিজাজি মাহের ও হেক্টর ইউস্তে থাকছেন। আক্রমণে গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকস ও ব্রাজিলীয় ক্লেটন সিলভা—এই চার জন ছাড়া কোচ অস্কারের হাতে আর কোনও বিদেশি নেই। হায়দরাবাদকে হারাতে ব্যর্থ হওয়ার পর মুম্বইয়ের বিরুদ্ধে কতটা কী করতে পারবে তারা, সেই প্রশ্ন তো থাকছেই।

আনোয়ার, পিভি বিষ্ণু, নন্দকুমার শেকর, ডেভিড লালনসাঙ্গা, জিকসন সিং, গোলকিপার প্রভসুখন সিং গিলরা ভাল ফর্মে থাকলেও ধারাবাহিক নন। এটাই সমস্যা। টানা সাতটি ম্যাচে জয়হীন থাকার পর গত ছ’টির ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে লাল-হলুদ ব্রিগেড। সেই ধারাবাহিকতায় হোঁচট লেগেছে গত ম্যাচের ড্রয়ে। এই জায়গা থেকে দলকে টেনে তুলে আনা মোটেই সহজ হবে না ইস্টবেঙ্গলের পক্ষে।

তবে তাদের কোচ অস্কার ব্রুজোঁ আশাবাদী। তিনি বলছেন, “মুম্বই যে রকম নির্দিষ্ট স্টাইলের ফুটবল খেলে, তাতে কাল আমাদের জেতার সম্ভাবনা রয়েছে। আমরা আত্মবিশ্বাসী ঠিকই। কিন্তু দলের মধ্যে অনেক সমস্যা রয়েছে। প্রথম সাতটা ম্যাচে পয়েন্টহীন থাকার মাশুল এখন দিতে হচ্ছে আমাদের। তাই সেরা ছয়ের থেকে ছয় পয়েন্ট দূরে আছি আমরা। অন্য দলগুলো পয়েন্ট খোয়ালে ওরা তা পরে সামলে নিতে পারবে। আমাদের সেই সুযোগ নেই। আমাদের প্রতি ম্যাচে পয়েন্ট পেতেই হবে”।


গতবারের কাপজয়ী মুম্বই সিটি এফসি এ বার লিগের শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগছে। প্রথম তিন ম্যাচে জয়হীন থাকার পর চতুর্থ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে প্রথম জয় পায় তারা। পরের চারটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জেতে তারা এবং শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জয়, একটিতে ড্র ও একটিতে হারে তারা। শেষ ম্যাচে তারা হারে নর্থইস্ট ইউনাইটেডের কাছে, যে নর্থইস্ট তার পরেই মহমেডানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে। টানা চারটি ম্যাচে ক্লিন শিট রাখার পর শেষ ম্যাচে তিন গোল হজম করতে হয় তাদের। ধারাবাহিকতার এই অভাব নিয়ে চিন্তায় রয়েছেন ছাঙতেদের কোচ।

নর্থইস্টের বিরুদ্ধে তারা প্রথম মিনিটে যেমন গোল খায়, তেমনই ম্যাচের শেষ দিকে চার মিনিটের মধ্যে পরপর দু’টি গোল খেয়ে হারে। সেই ম্যাচে ৬৫ শতাংশ বল পজেশন থাকা সত্ত্বেও ১৩টির মধ্যে তিনটির বেশি শট গোলে রাখতে পারেনি মুম্বই। অথচ নর্থইস্ট মাত্র ৩৫ শতাংশ বল দখলে রাখে। অথচ দশটির মধ্যে মাত্র তিনটি শট লক্ষ্যভ্রষ্ট হয় তাদের। মুম্বই ন’টি কর্নার পেয়েও তা কাজে লাগাতে পারেনি। আসলে আলাদিন আজারেইকে আটকে রাখতে না পারার মাশুল দিতে হয় পিটার ক্রাতকির দলকে।

সেই জন্যই দলের কৌশলে ও ফুটবলারদের মানসিকতায় পরিবর্তন চান মুম্বইয়ের কোচ। তিনি বলেন, “নিজেদের উন্নত করে তোলার জন্য এই ম্যাচে আমাদের কিছু পরিবর্তন করতে হবে। কারণ, ইস্টবেঙ্গল ভাল দল। প্রতি ম্যাচে ওরা উন্নতি করছে। অবশ্য বিশাল কিছু পরিবর্তন নয়। ট্রানজিশনে আরও উন্নতি করতে হবে। ম্যাচের শুরুটা ভাল করা দরকার। ফুটবলারদের মানসিকতায় আরও উন্নতি ও দৃঢ়তা দরকার। শেষ পর্যন্ত লড়াই করতে হবে”।

টানা চার ম্যাচে অপরাজিত থাকার পর গত ম্যাচেই নর্থইসস্টের কাছে হারে মুম্বই সিটি এফসি। ২০২৩-এর ফেব্রুয়ারিতে শেষবার টানা তিন ম্যাচে হেরেছিল মুম্বইয়ের দল। দ্বিতীয়টি ছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, সেটিই মুম্বইয়ের বিরুদ্ধে লাল-হলুদ ব্রিগেডের একমাত্র আইএসএল জয়। সেটপিস থেকে সবচেয়ে কম গোল খেয়েছে ইস্টবেঙ্গল। প্রথমার্ধেও তারা ও মহমেডান এসসি সবচেয়ে কম, তিনটি গোল খেয়েছে এ বারের লিগে।

এ বারের লিগে প্রথম সাতটি ম্যাচের মধ্যে চারটিতেই গোল করতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। কিন্তু তার পরের ছ’টি ম্যাচেই গোল পেয়েছে তারা। সোমবারও গোল পেলে টানা সাত ম্যাচে গোল করার পুরনো নজির ছোঁবে তারা। ২০২০-র ডিসেম্বর থেকে ২০২১-এর জানুয়ারি পর্যন্ত টানা সাত ম্যাচে গোল করেছিল তারা। শেষ দু’টি অ্যাওয়ে ম্যাচেই গোল খায়নি তারা। এই ম্যাচেও গোল হজম না করলে টানা তিন ম্যাচে ক্লিন শিটের পুরনো নজির ছোঁবে তারা। ২০১৯-এও টানা তিনটি আইএসএল ম্যাচে গোল খায়নি তারা।

আইএসএলে ইস্টবেঙ্গল ও মুম্বই সিটি এফসি-র মধ্যে যে আটবার দেখা হয়েছে, তার মধ্যে পাঁচবার জিতেছে সাগরপাড়ের দল। একটি জিতেছে ইস্টবেঙ্গল এফসি। বাকি দু’টি ম্যাচ ড্র হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল দুই দলের আট বারের মুখোমুখিতে মাত্র দশটি গোল হয়েছে এবং ন’টিই দিয়েছে মুম্বই, একটি ইস্টবেঙ্গল। কলকাতার দল মুম্বইয়ের বিরুদ্ধে একমাত্র জয়টি পায় ২০২২-২৩ মরশুমে। দুরন্ত গোল করেন নাওরেম মহেশ। তার আগে প্রথম সাক্ষাতে ৩-০-য় জেতে মুম্বই। ২০২১-২২-এ প্রথম দেখায় গোলশূন্য থাকার পরে দ্বিতীয় লেগে ১-০-য় জেতে মুম্বই সিটি এফসি। তার আগের মরশুমে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলকে ৩-০-য় এবং দ্বিতীয় বারে ১-০-য় হারায় মুম্বই। গত মরশুমের প্রথম সাক্ষাৎ গোলশূন্য ভাবে শেষ হয় এবং দ্বিতীয় ম্যাচে ১-০-য় জেতে মুম্বই।


#EastBengal#MumbaiCityFC#ISL



বিশেষ খবর

নানান খবর

কী কী উপসর্গ দেখলে সতর্ক হবেন? #hmpvindia #HMPV #aajkaalonline #symptoms

নানান খবর

গৌতম গম্ভীরের সতর্কবার্তাতেও কাজ হল না, বিজয় হাজারে ট্রফিতে পাওয়া যাবে না এই তারকা ক্রিকেটারকে...

'অনেক সুযোগ দেওয়া হয়েছে, বড্ড মাতামাতি ওকে নিয়ে', এবার অন্যদের দিকে তাকানোর অনুরোধ বিশ্বজয়ী দলের সদস্যের...

সামির চোট নিয়ে কেন এত ধোঁয়াশা!‌ বুঝতে পারছেন না প্রাক্তনরা...

রপকথার জয়ের রেশ উধাও, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রশিদ খানদের ম্যাচ বয়কটের জন্য চাপ ব্রিটিশ রাজনীতিবিদদের...

বিজিটিতে হারের পর এবার রোহিতদের কড়া বার্তা দিল মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএলে খেলতে হলে মানতে হবে এই নিয়মগুলি...

বর্ডার-গাভাসকর ট্রফিতে দর্শক সংখ্যা দেখে চক্ষু চড়কগাছ দুই প্রাক্তন তারকার...

দল নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে, মুম্বইয়ের কাছে হারের পর বার্তা অস্কারের...

গাছে উঠে আত্মহত্যার চেষ্টা, সুয়ারেজের বুদ্ধিমত্তায় বাঁচল একটা জীবন ...

বছর শুরুতেই হোঁচট, ডার্বির আগে ঘরের মাঠে লড়াই করে হার ইস্টবেঙ্গলের...

বছর শুরুতেই হোঁচট, ডার্বির আগে ঘরের মাঠে লড়াই করে হার ইস্টবেঙ্গলের...

'১৭০-১৮০ রান করে ম্যাচ জেতা যায় না', সিডনিতে ভারতের হতশ্রী হার দেখে বলছেন সৌরভ...

'মানছি ভুল হয়েছে', বিজিটির পুরস্কার বিতরণে গাভাসকারকে না ডাকায় এবার ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া...

ভারতও বিজিটি হারল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক করা এই ভারতীয় ক্রিকেটার অবসর নিলেন একই দিনে...

'জাতীয় দলে জায়গা তো এমনিই হবে', বিজিটিতে হারের পর নির্বাচকদের একহাত নিলেন গাভাসকার...

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ভাঙল একশো বছরের পুরনো রেকর্ড, জেনে নিন ...



সোশ্যাল মিডিয়া



01 25