শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

KM | ০৪ জানুয়ারী ২০২৫ ১৬ : ৪৫Krishanu Mazumder
কৃশানু মজুমদার: ভরা সিডনিতে খুল্লমখুল্লা রোহিত শর্মা জানিয়ে দিলেন, ''আমি কোথাও যাচ্ছি না। অবসরও নিইনি। ব্যাটে রান নেই। তাই এই টেস্টে সরে দাঁড়ালাম।''
সিডনি থেকে মুম্বইয়ের দূরত্ব কত? গুগল সার্চ ইঞ্জিন দেখিয়ে দেবে কয়েক হাজার কিলোমিটার। দেশের বাণিজ্য নগরীতে বসে শিষ্যের এমন নিঃস্বার্থ সিদ্ধান্ত দেখার পরে উচ্ছ্বসিত গুরু দীনেশ লাড। আজকাল ডিজিটাল-কে দ্রোণাচার্য কোচ বলছেন, ''রোহিতের এমন সিদ্ধান্তে আমি অন্তত অবাক নই। খুব খুশি হয়েছি ওর সততা দেখে। দেশের আর কোনও ক্রিকেটার অতীতে এরকম সিদ্ধান্ত নেয়নি।''
ব্যাট বিদ্রোহ করছে। ঠিকঠাক হচ্ছে না কিছু। পরিস্থিতিও বদলাচ্ছে না। নিজেকে সরিয়ে নেওয়াই সঠিক সিদ্ধান্ত। তাই অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে মিস্টার ইন্ডিয়া সরে গেলেন সিডনি টেস্ট থেকে।
গুরু দীনেশ লাড বলছেন, ''রোহিত নিজের ক্রিকেট নিয়ে চিরকালই সৎ। ও জানে ও ঠিক ফিরে আসবে। আর রান যখন নেই, তখন শুধু শুধু নিজের জায়গা ধরে রাখবে কেন? ও সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর সবার সামনে জানিয়ে দিয়েছে কেন ও সরে দাঁড়াল সিডনি টেস্ট থেকে।''
সিডনিতে ট্রাপিজের দড়িতে হাঁটছে ভারত। রোহিতের কেরিয়ার নিয়েও কি অশনি সংকেত ভেসে আসছে না? শিষ্যকে নিয়ে দুর্ভাবনা নেই গুরুর। বরং বুক ঠুকে বলছেন, ''২০২৭ বিশ্বকাপ জিতে রোহিত অবসর নেবে। মিলিয়ে নেবেন আমার কথা। ও নিজের ক্রিকেট নিয়ে খুব ফোকাসড, খুব সৎ ছেলে। ওর জায়গায় অন্য কেউ হলে খেলতে নেমে পড়ত।''
রোহিতের ছেলেবেলার কোচ দীনেশ লাড। তিনি না থাকলে আজকের এই রোহিত শর্মাকে হয়তো দেখত না ভারতীয় ক্রিকেট। দীনেশ লাড বলছিলেন, ''ওর কাকার সঙ্গে কথা হয়েছিল। সেই মতো রোহিতকে নিয়ে স্কুলে এসেছিলেন ওর বাবা। ফর্ম ফিল আপ করার পরে যখন জানতে পারেন স্কুলের ফি মাসে ২৭৫ টাকা, তখন ভর্তি করাবেন না বলেই স্থির করেন। এত টাকা মাইনে দেওয়ার মতো সামর্থ্য এদের ছিল না। আমিই তখন স্কুলের ডিরেক্টরের সঙ্গে কথা বলি। রোহিতকে নিখরচায় ভর্তির অনুরোধ জানাই। ডিরেক্টর আমার কাছে জানতে চান, এই ছেলেটার মধ্যে এমন কী বিশেষত্ব আছে? ওঁকে বলি, এই ছেলেই একদিন বড় ক্রিকেটার হবে। ডিরেক্টর রাজি হন। ফি মকুব করা হয়। স্কলারশিপও দেওয়া হয়। তা না হলে হয়তো রোহিত শর্মার ক্রিকেটার হওয়াই হতো না।''
রোহিত শর্মা রেকর্ড গড়বেন, রেকর্ড ভাঙবেন, ম্যাচ জিতবেন, ম্যাচ জেতাবেন, সেঞ্চুরি করবেন, ছক্কা মারবেন, ফর্ম দেখাবেন...কিন্তু ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল গলে গেলেই গোটা ভারতবর্ষ চিৎকার করে বলবে, ''রোহিত শর্মা, আপনার থেকে যে আরও অনেককিছু আশা করেছিলাম।'
রোহিত শর্মা কি ভারতীয় ক্রিকেটের কর্ণ? হয়তো তাই। হয়তো নয়। তাঁর প্রতিভা প্রশ্নাতীত। অথচ বীরপুজো তো আপনাকে নিয়ে হয় না!বরং সমালোচনার কাঁটাপথ পেরোতে হয় তাঁকে। দীনেশ বলছেন, ''রোহিত খুব সাহসী। নইলে এভাবে কেউ কথা বলতে পারে না। ও মনের দিক থেকেও খুব সোজা সাপটা। লুকোছাপা নেই।''
গুরুকে সামানে থেকে দেখেই হয়তো জীবনদর্শন বদলেছে হিটম্যানের। দীনেশ লাডের হোয়াটসঅ্যাপের ডিসপ্লে পিকচারে কিংবদন্তি কোচ রমাকান্ত আচরেকর ও তাঁর ছবি। দীনেশ বলছেন, ''আমি আগে টেনিস বলে ক্রিকেট খেলতাম। আমার এক সিনিয়র দাদা স্যরের কাছে আমাকে নিয়ে গিয়েছিল। আমার ক্রিকেট শ্যু ছিল না। ছেঁড়া প্যান্ট পরেছিলাম। আমার ব্যাটিং দেখে ভাল লাগে স্যরের। আসতে বলেন ওঁর কাছে। আমাকে ক্রিকেট শ্যু কেনার জন্য চারশো টাকা দেন। আমিও স্যরের দেখানো পথ ধরেই এগোনর চেষ্টা করছি। ১৯৯০ সালে স্যর দ্রোণাচার্য সম্মানে ভূষিত হয়েছিলেন। আমি তার ৩২ বছর পরে দ্রোণাচার্য সম্মান পাই। এই ৩২ বছরে মহরাষ্ট্রে অনেক কোচই কাজ করেছেন। কিন্তু কেউই এই সম্মান পাননি। স্যরের পরে মহারাষ্ট্রের দ্বিতীয় ব্যক্তি হিসেবে আমি দ্রোণাচার্য সম্মান পাই।''
রোহিতের ছেলেবেলার কোচ নিখরচায় ক্রিকেট শেখান। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার মাখায়া এনতিনির ছেলে এসে খেলা শিখেছেন দীনেশ লাডের কাছে। নিজের বাড়িতে রেখে ক্রিকেট শিখিয়েছেন অনেককে।
শচীন তেণ্ডুলকরের গুরু রমাকান্ত আচরেকরের কাছ থেকে জীবনের শিক্ষা পেয়েছেন দীনেশ লাড। যে শিক্ষা তিনি পেয়েছেন, তা ছড়িয়ে দিয়েছেন ছাত্রদের মধ্যে। সেই পরম্পরা এখনও চলছে। তাই তো বিদেশের মাঠে দৃপ্ত ভঙ্গিতে রোহিত শর্মা বলে দিতে পারেন, ''আমি কোথাও যাইনি। অবসরও নিইনি। ব্যাট চলছে না। তাই জায়গা আঁকড়ে থাকিনি। সরে দাঁড়িয়েছি।''
রোহিত গুরুনাথ শর্মা আমার অধিনায়ক, তোমার অধিনায়ক, জনগণমনের অধিনায়ক।
নানান খবর
নানান খবর

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

অলিম্পিকে নামতে হবে ব্রিটেন নামেই! স্কটল্যান্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

নায়ারের অপসারণে নাকি গম্ভীরের ভূমিকা রয়েছে! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

আইপিএলে বিরল নজির পতিদারের, এই কৃতিত্ব শচীন বা বিরাটেরও নেই

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম?

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই

এবারের আইপিএলে প্রথম সুপার ওভার, রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি

টেস্টে রোহিতের ভবিষ্যৎ কী? আইপিএলের মধ্যেই তাঁকে নিয়ে জল্পনা দূর করলেন হিটম্যান

রহস্য মৃত্যু ফুটবলারের, এগারো তলা থেকে পড়ে প্রাণ হারালেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার

কেকেআর-পাঞ্জাব ম্যাচে অদ্ভুত ঘটনা, ভেঙ্কটেশ আইয়ার নিলেন এক রান, স্কোরবোর্ডে যোগ হল পাঁচ রান, কিন্তু কেন?

একই দলের হয়ে এবার খেলবেন মেসি ও রোনাল্ডো, কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?