মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Hollywood

Hollywood: তারকাখচিত কান চলচ্চিত্র উৎসব শুরু

পড়াশোনা | Hollywood: তারকাখচিত কান চলচ্চিত্র উৎসব শুরু

AA | ১৫ মে ২০২৩ ২১ : ১১Rishi Sahu


সংবাদসংস্থা, মুম্বই: তারকাখচিত কান চলচ্চিত্র উৎসব শুরু। আজ (১৬ মে) ৭৬তম পুরস্কার মঞ্চের পর্দা উঠছে। ২৭ মে পর্যন্ত চলবে উৎসব। স্থানীয় সময় সন্ধে ৭টায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে। রুবেন অস্টল্যান্ড জুরি প্রেসিডেন্ট। শেষমুহূর্তের প্রস্তুতি জোরকদমে। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে অনুষ্ঠান চত্বরে। উৎসব উপলক্ষে কান সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে বিশ্বের দামি সব প্রমোদতরী। এতে চেপে অনুষ্ঠান চত্বরে পা রেখেছেন বিশ্বের নামি-দামি শিল্পী-নির্মাতা-প্রযোজকেরা। ভবনের দু’পাশে তৈরি হয়েছে অসংখ্য প্যাভিলিয়ন। যা উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্ম। কান কর্তৃপক্ষ জানিয়েছে উৎসবের উদ্বোধনী আসরের সূচী। সেই অনুযায়ী, উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে হলিউড সুপারস্টার জনি ডেপ অভিনীত ‘জান দ্যু
আরও পড়ুন: Bollywood: অবৈধ লেনদেনের অভিযোগ! 'পোনিয়িন সেলভান'-এর প্রযোজনা সংস্থায় ইডি হানা? উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন অভিনেত্রী চিয়ারা মাস্ত্রোইয়ান্নি। পালে দে ফেস্টিভ্যালের গ্র্যান্ড থিয়েটারের মঞ্চে স্বাগত জানাবেন জুরি সভাপতি রুবেন অস্টালান্ডসহ অন্য সদস্যদের। তারা হলেন ‘ক্যাপ্টেন মারভেল’ তারকা ব্রি লারসন, আমেরিকান অভিনেতা পল ড্যানো, মরোক্কান পরিচালক মরিয়ম টুজানি, ফরাসি অভিনেতা দঁনি মিনোশেঁ, জাম্বিয়ান-ওয়েলশ পরিচালক-চিত্রনাট্যকার রুঙ্গানো নিয়োনি, আফগান কথাসাহিত্যিক-নাট্যকার আতিক রহিমি, আর্জেন্টাইন পরিচালক দামিয়ান সিফ্রন এবং স্বর্ণপামজয়ী ফরাসি পরিচালক জুলিয়া দুকুরনো।
এছাড়া এবার উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় লড়বে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি প্রামাণ্যচিত্র। আঁ সেঁর্তা রিগা শাখায় ২০টি, প্রতিযোগিতার বাইরে ৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি টিভি সিরিজ, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ৭টি এবং স্পেশাল সেশনস শাখায় রাখা হয়েছে ৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৩টি প্রামাণ্যচিত্র। এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মূল প্রতিযোগিতায় ১১টি এবং শিক্ষার্থী পরিচালকদের বিভাগ লা সিনেফে রয়েছে ১৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কানের আরও দুই বিভাগ সিনেমা দ্যু লা প্লাজ এবং কান ক্ল্যাসিকসের অফিসিয়াল সিলেকশনেও থাকছে কয়েকটি ছবি। ১২ দিনব্যাপী কান উৎসবের পর্দা নামবে আগামী ২৭ মে। শেষ ছবি হিসেবে দেখানো হবে পিক্সার অ্যানিমেশন স্টুডিয়োর ২৭তম সিনেমা ‘এলেমেন্টাল’।




বিশেষ খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 23