সংবাদ সংস্থা মুম্বই: টিনসেল টাউনেও বন্ধুত্ব হয় এবংহ কিছুক্ষেত্রে সেই বন্ধুত্ব পৌঁছয় জমাটি পর্যায়ে। উদাহরণ হিসাবে বলা যায় শাহরুখ খান এবং রিতেশ দেশমুখের নাম। শুধুই ছবির প্রিমিয়ারে কিংবা সম্যমাধ্যমে হাসিমুখে ছবি তোলা পর্যন্ত সীমাবদ্ধ নয় তাঁদের বন্ধুত্বের সম্পর্ক। তবে জানেন কি, রিতেশকেই একবার বিয়ে করতে চেয়েছিলেন শাহরুখ? না, না গুঞ্জন নয়। একথা ফাঁস করলেন খোদ রিতেশ! 

 

রিতেশ এবং তাঁর স্ত্রী জেনেলিয়া একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন যৌথভাবে। কথায় কথায় ওঠে শাহরুখের প্রসঙ্গ। তখনই একটি ঘটনার কথা ফাঁস করেন রিতেশ। তাঁর থেকেই জানা যায় বহু বছর আগের এই ঘটনার কথা। তখন আই-ফোন সহজলভ্য ছিল না এ দেশে। সেই সময়ে রিতেশ একবার দু'তো আই ফোন কিনেছিলেন বিদেশ থেকে। তিনি জানতেন, প্রযুক্তির প্রতি, নতুন ধরনের ফোন নিয়ে শাহরুখের আগ্রহের কথা। তাই একটি ফোন নিজের জন্য রেখে অন্যটি শাহরুখকে উপহার হিসাবে পাঠিয়েছিলেন তিনি। সেই উপহার পেয়ে 'বাদশা' এতটাই খুশি হয়েছিলেন যে রাত ১১টা নাগাদ রিতেশকে ফোন করেছিলেন তিনি। রিতেশের কথায়, " এই রিতেশ, কি জিনিস দিয়েছিস ভাই। পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে।" তারপর আনন্দের চোটে হাসতে হাসতে বলে ওঠেন, " তোকে একটা কথা বলি, ভাই। আমি তোকে বিয়ে করার জন্য রাজি!"

 

এখানেই না থেমে একগাল হেসে রিতেশ জানান 'মন্নত'-এ যদি কোনও পার্টি থাকে তাহলে অতিথিদের সবথেকে আগে খেতে দেওয়ার সময় হল রাত তিনটে! এতক্ষণ পার্টি চলে সেখানে। "তবে হ্যাঁ, শাহরুখ নিজে প্রতিটি থকে বাড়ির বাইরে পর্যন্ত ছাড়তে আসেন। তাঁদের গাড়ির দরজা নিজের হাতে খুলে দেন। এই হল শাহরুখ খান!" মন্তব্য বলি-অভিনেতার।