শুক্রবার ০৩ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Mridul Bannerjee gets emotional

খেলা | বাংলায় সন্তোষ ফিরিয়েও ব্রাত্য, নরহরি-রবিদের নিয়ে আশাবাদী মৃদুল বিস্ফোরক, 'আমাকে ইচ্ছা করে ওরা বাদ দিয়েছিল'

KM | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৩৪Krishanu Mazumder


কৃশানু মজুমদার: সাত বছর আগে তাঁর কোচিংয়ে সন্তোষ ফিরেছিল বাংলায়। বাংলার রিমোট কন্ট্রোল ছিল তাঁর হাতেই। তিনি মৃদুল বন্দ্যোপাধ্যায়। 

সেবারের ফাইনালে পাঞ্জাবতনয়ের গোলে গোয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। তিনি মনবীর সিং। তার পরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। মনবীর সিং এখন মোহনবাগানের সম্পদ। 

আর যাঁর হাত ধরে বাংলায় সন্তোষ ফিরল, সেই মৃদুল বন্দ্যোপাধ্যায় এখন কোথায়? ২০১৭ সালের পরে বাংলা আর সন্তোষ ট্রফি জিততে পারেনি। ফাইনালে উঠলেও শেষ হাসি তোলা ছিল না বঙ্গব্রিগেডের জন্য। এবার আবার আশা জাগিয়েছেন সঞ্জয় সেনের ছেলেরা। ট্রফির থেকে আর এক কদম দূরে। 

মঙ্গলবার সন্ধ্যায় হায়দরাবাদে সন্তোষ ট্রফির ফাইনাল খেলতে নামছেন নরহরি-রবিরা। সেই ফাইনালের দিকে তাকিয়ে বহু যুদ্ধের সৈনিক মৃদুল বন্দ্যোপাধ্যায়। আজকাল ডিজিটাল-কে তিনি বললেন, '' ২০১৭ সালে আমি একটা উদ্দেশ্য নিয়ে সন্তোষ ট্রফিতে গিয়েছিলাম। আমি সাফল্য নিয়ে এসেছিলাম। এবার সঞ্জয়  সেন একটা উদ্দেশ্য নিয়ে গিয়েছেন। ও সফল হবেই। বাংলা জিতে ট্রফি আনবে। গোটা দেশে বিজয়েকতন ওড়াবে বাংলা।'' 

নিজামের শহরে ফাইনালের বল গড়ানোর আগে মৃদুল নস্ট্যালজিক। আবার একই সঙ্গে তিনি অভিমানীও বটে। বাংলাকে সাফল্য এনে দেওয়ার পরেও তাঁকে কি ভুলে যাওয়া হল? অভিজ্ঞ কোচ বলছেন, ''কেন ভুলে যাবে আমাকে?'' 

সন্তোষ ট্রফি দিয়েছেন,বড় দুঃসময়ে তিনি সবুজ-মেরুনকে উতরে দিয়েছিলেন। আইএসএলে দিল্লি ডায়নামোজের সহকারী কোচ ছিলেন। বছর দুয়েক আগেও ইস্টবেঙ্গলের ম্যানেজার কাম সহকারী কোচ  ছিলেন তিনি। 

তবুও তাঁকে দেখা যায় না কোনও ক্লাবের কোচ হিসেবে? সন্তোষ ট্রফি জিতিয়েও বাংলার কোচ হিসেবে ডাকা হল না? 

গর্জে ওঠেন মৃদুল। বলেন, ''আমাকে ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছিল। আইএফএ থেকে বলা হয়েছিল আমার সঙ্গে নাকি যোগাযোগ করা সম্ভব হয়নি ওদের পক্ষে। দেড় মিনিট লাগে একজনের সঙ্গে যোগাযোগ করতে। আমার বাড়ি তো পাইকপাড়ায়। ইচ্ছা থাকলে আমার বাড়িতে এসে যোগাযোগ করা যেত। আমাকে ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়া হয়েছিল। সন্তোষ ট্রফি জেতানোর পরেও আমার সঙ্গে এরকম করা হল। এতে খারাপ লাগবে না? তার পর থেকে আমার আর কোনও উৎসাহ নেই। আসল ঘটনা হল মৃদুল বন্দ্যোপাধ্যায় কোচ থাকলে ওরা নিজেদের পছন্দের প্লেয়ার ঢোকাতে পারবে না।'' 

ক্ষোভ উগরে দেন অভিজ্ঞ কোচ। কোনও ক্লাবের সঙ্গে তিনি এখন আর জড়িত নন। সকালে উঠে প্র্যাকটিস। তার পর সারা দিন টেলিভিশনের পর্দায় ফুটবল দেখেন। বিদেশি ফুটবল দেখে নিজেকে আপডেট করেন। মৃদুল বলছেন, ''কোনও ক্লাবে কোচিং না করালে কীভাবে বলব সক্রিয় ভাবে ফুটবলের সঙ্গে রয়েছি। একটা কথা আমি বলতে চাই, বাংলা চ্যাম্পিয়ন হবে। তিনটে ক্লাবের কর্তাদের কাছে হতাজোড় করে অনুরোধ করছি, বাঙালি প্লেয়ারগুলোকে দেখবেন। ওরা যেন সুযোগ পায়। ওদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়।'' 

কিংবদন্তি কোচ অমল দত্তকে অনুসরণ করেন। কোচিং করানোর ক্ষেত্রে নেই কোনও বাছবিচার। দ্রুত কোচিংয়ে ফিরতে চান মৃদুল। বলছেন, ''কলকাতার তিন ক্লাব তো আমাদের নিয়ে চিন্তিত নয়। ভিনরাজ্যের কোচেদের নিয়েই ওদের বেশি চিন্তা। সে যাই হোক, ওদের ব্যাপার ওরা বুঝুক। তবে বাঙালি ছেলেগুলোকে যেন ওরা দেখে।'' 

অভিমান ঝরে পড়ে মৃদুলের কথায়। টাইমমেশিনের সাহায্য না নিয়ে সাত বছর আগের এক ফাইনালে ফিরে যান তিনি। স্মৃতিরোমন্থন করে বলছিলেন, ''মনবীর-বসন্তরা মহমেডানে ছিল। আমিই ওদের বাংলা দলে নিয়ে এসেছিলাম। আমার পরিকল্পনার সফল রূপায়ণ ওরা করেছিল মাঠে নেমে।'' 

আজ সন্ধ্যায় তাঁর চোখ থাকবে টেলিভিশনের স্ক্রিনে। নরহরি শ্রেষ্ঠা-রবি হাঁসদার জন্য একবুক শুভেচ্ছা জানাচ্ছেন। না থেকেও তাঁর মনপ্রাণ যে পড়ে থাকবে নিজামের শহরে, তা বলে দেওয়াই যায়। প্রিয় বাংলার খেলা দেখতে দেখতে মৃদুলের চোখে  ভেসে উঠবে সাত বছর আগের সোনালী সেই সন্ধ্যার স্মৃতি। 

 

 


#MridulBannerjee#SantoshTrophy#FormerBengalCoach



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

টপ অর্ডার ফের ব্যর্থ, সিডনিতে বিরাটদের ব্যাটিং ব্যর্থতায় ভারত থেমে গেল ১৮৫ রানে...

অশ্বিনের আচমকা অবসরে রীতিমতো হতাশ, কাদের উপর বিরক্তি প্রকাশ করলেন কুম্বলে জানুন ...

রোহিতকে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট, জানালেন ১৯৮৩–র বিশ্বকাপজয়ী ক্রিকেটার ...

মেলবোর্নই হয়ত রোহিতের শেষ টেস্ট হয়ে থাকল!‌ একসুরে বলছেন প্রাক্তনরা...

সিডনিতে ‘‌বিশ্রামে’‌ রোহিত!‌ মানতে চাইছেন না প্রাক্তনরা, বলছেন বাদ দেওয়া হল অধিনায়ককে...

'এত নোংরা?' ক্রিস গেইলের ফেসবুক স্টোরিতে এ কিসের ভিডিও, দেখে লজ্জায় লাল নেটজনতা...

কলকাতাতেই ডার্বি খেলতে চান মোলিনা, বড় ম্যাচের আগে গোল দরকার ছিল, বললেন কামিন্স...

কলকাতাতেই ডার্বি খেলতে চান মোলিনা, বড় ম্যাচের আগে গোল দরকার ছিল, বললেন কামিন্স...

বছর শুরুতে সহজ জয়, হায়দরাবাদকে হারিয়ে ডার্বির মহড়া সেরে রাখল মোহনবাগান...

‘হাসপাতালেই থেকে যাও’, ভিডিও কলে বিনোদ কাম্বলিকে কেন এমন বললেন কপিল দেব? ...

এই ভারতীয় তারকা না খেললে বর্ডার-গাভাসকর ট্রফি আরও একপেশে হত, কার কথা বললেন ম্যাকগ্রা? ...

শহরে ফিরল সন্তোষজয়ী বাংলা দল, জনসমুদ্রে ভাসল বিমানবন্দর, রবি-সহ বাকিদের চাকরি নিয়ে উদ্যোগী আইএফএ...

বাঁ হাতে বল করতে হবে বুমরাকে! হেডদের বাঁচাতে নতুন আইন আনতে চান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ...

১৫ হাজার টাকার জন্য আটকে রাখা হয়েছে কাম্বলির ফোন, ১৮ লক্ষ বকেয়া থাকায় হাতছাড়া হতে পারে বাড়িও ...

নীতীশ রেড্ডির ব্যাটিং পজিশন ঠিক করে দিলেন ক্লার্ক, সিডনিতে এই পজিশনে নামলেই সাফল্য ...



সোশ্যাল মিডিয়া



12 24