সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

KM | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৩৪Krishanu Mazumder
কৃশানু মজুমদার: সাত বছর আগে তাঁর কোচিংয়ে সন্তোষ ফিরেছিল বাংলায়। বাংলার রিমোট কন্ট্রোল ছিল তাঁর হাতেই। তিনি মৃদুল বন্দ্যোপাধ্যায়।
সেবারের ফাইনালে পাঞ্জাবতনয়ের গোলে গোয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। তিনি মনবীর সিং। তার পরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। মনবীর সিং এখন মোহনবাগানের সম্পদ।
আর যাঁর হাত ধরে বাংলায় সন্তোষ ফিরল, সেই মৃদুল বন্দ্যোপাধ্যায় এখন কোথায়? ২০১৭ সালের পরে বাংলা আর সন্তোষ ট্রফি জিততে পারেনি। ফাইনালে উঠলেও শেষ হাসি তোলা ছিল না বঙ্গব্রিগেডের জন্য। এবার আবার আশা জাগিয়েছেন সঞ্জয় সেনের ছেলেরা। ট্রফির থেকে আর এক কদম দূরে।
মঙ্গলবার সন্ধ্যায় হায়দরাবাদে সন্তোষ ট্রফির ফাইনাল খেলতে নামছেন নরহরি-রবিরা। সেই ফাইনালের দিকে তাকিয়ে বহু যুদ্ধের সৈনিক মৃদুল বন্দ্যোপাধ্যায়। আজকাল ডিজিটাল-কে তিনি বললেন, '' ২০১৭ সালে আমি একটা উদ্দেশ্য নিয়ে সন্তোষ ট্রফিতে গিয়েছিলাম। আমি সাফল্য নিয়ে এসেছিলাম। এবার সঞ্জয় সেন একটা উদ্দেশ্য নিয়ে গিয়েছেন। ও সফল হবেই। বাংলা জিতে ট্রফি আনবে। গোটা দেশে বিজয়েকতন ওড়াবে বাংলা।''
নিজামের শহরে ফাইনালের বল গড়ানোর আগে মৃদুল নস্ট্যালজিক। আবার একই সঙ্গে তিনি অভিমানীও বটে। বাংলাকে সাফল্য এনে দেওয়ার পরেও তাঁকে কি ভুলে যাওয়া হল? অভিজ্ঞ কোচ বলছেন, ''কেন ভুলে যাবে আমাকে?''
সন্তোষ ট্রফি দিয়েছেন,বড় দুঃসময়ে তিনি সবুজ-মেরুনকে উতরে দিয়েছিলেন। আইএসএলে দিল্লি ডায়নামোজের সহকারী কোচ ছিলেন। বছর দুয়েক আগেও ইস্টবেঙ্গলের ম্যানেজার কাম সহকারী কোচ ছিলেন তিনি।
তবুও তাঁকে দেখা যায় না কোনও ক্লাবের কোচ হিসেবে? সন্তোষ ট্রফি জিতিয়েও বাংলার কোচ হিসেবে ডাকা হল না?
গর্জে ওঠেন মৃদুল। বলেন, ''আমাকে ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছিল। আইএফএ থেকে বলা হয়েছিল আমার সঙ্গে নাকি যোগাযোগ করা সম্ভব হয়নি ওদের পক্ষে। দেড় মিনিট লাগে একজনের সঙ্গে যোগাযোগ করতে। আমার বাড়ি তো পাইকপাড়ায়। ইচ্ছা থাকলে আমার বাড়িতে এসে যোগাযোগ করা যেত। আমাকে ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়া হয়েছিল। সন্তোষ ট্রফি জেতানোর পরেও আমার সঙ্গে এরকম করা হল। এতে খারাপ লাগবে না? তার পর থেকে আমার আর কোনও উৎসাহ নেই। আসল ঘটনা হল মৃদুল বন্দ্যোপাধ্যায় কোচ থাকলে ওরা নিজেদের পছন্দের প্লেয়ার ঢোকাতে পারবে না।''
ক্ষোভ উগরে দেন অভিজ্ঞ কোচ। কোনও ক্লাবের সঙ্গে তিনি এখন আর জড়িত নন। সকালে উঠে প্র্যাকটিস। তার পর সারা দিন টেলিভিশনের পর্দায় ফুটবল দেখেন। বিদেশি ফুটবল দেখে নিজেকে আপডেট করেন। মৃদুল বলছেন, ''কোনও ক্লাবে কোচিং না করালে কীভাবে বলব সক্রিয় ভাবে ফুটবলের সঙ্গে রয়েছি। একটা কথা আমি বলতে চাই, বাংলা চ্যাম্পিয়ন হবে। তিনটে ক্লাবের কর্তাদের কাছে হতাজোড় করে অনুরোধ করছি, বাঙালি প্লেয়ারগুলোকে দেখবেন। ওরা যেন সুযোগ পায়। ওদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়।''
কিংবদন্তি কোচ অমল দত্তকে অনুসরণ করেন। কোচিং করানোর ক্ষেত্রে নেই কোনও বাছবিচার। দ্রুত কোচিংয়ে ফিরতে চান মৃদুল। বলছেন, ''কলকাতার তিন ক্লাব তো আমাদের নিয়ে চিন্তিত নয়। ভিনরাজ্যের কোচেদের নিয়েই ওদের বেশি চিন্তা। সে যাই হোক, ওদের ব্যাপার ওরা বুঝুক। তবে বাঙালি ছেলেগুলোকে যেন ওরা দেখে।''
অভিমান ঝরে পড়ে মৃদুলের কথায়। টাইমমেশিনের সাহায্য না নিয়ে সাত বছর আগের এক ফাইনালে ফিরে যান তিনি। স্মৃতিরোমন্থন করে বলছিলেন, ''মনবীর-বসন্তরা মহমেডানে ছিল। আমিই ওদের বাংলা দলে নিয়ে এসেছিলাম। আমার পরিকল্পনার সফল রূপায়ণ ওরা করেছিল মাঠে নেমে।''
আজ সন্ধ্যায় তাঁর চোখ থাকবে টেলিভিশনের স্ক্রিনে। নরহরি শ্রেষ্ঠা-রবি হাঁসদার জন্য একবুক শুভেচ্ছা জানাচ্ছেন। না থেকেও তাঁর মনপ্রাণ যে পড়ে থাকবে নিজামের শহরে, তা বলে দেওয়াই যায়। প্রিয় বাংলার খেলা দেখতে দেখতে মৃদুলের চোখে ভেসে উঠবে সাত বছর আগের সোনালী সেই সন্ধ্যার স্মৃতি।
নানান খবর
নানান খবর

আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ালেন ধোনি? চেন্নাই-মুম্বই ম্যাচ শেষে চর্চায় কেবল মাহি

ট্রোলের পরেই পিএসএলে আমূল পরিবর্তন? শাহিন আফ্রিদি যা পুরস্কার পেলেন জানলে চোখ কপালে উঠবে...

বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ফেরানো হল দুই বিতর্কিত ক্রিকেটারকে, অন্তর্ভুক্ত হয়েছে একাধিক নতুন মুখ

ইডেনে নাইটদের ম্যাচে নিষিদ্ধ দুই তারকা ধারাভাষ্যকার! বোর্ডের কাছে কড়া আবেদন সিএবির

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও