শনিবার ০৪ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ৩০ ডিসেম্বর ২০২৪ ০৯ : ১৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কাজাখস্তানের রেশ কাটতে না কাটতেই দুর্ঘটনার কবলে পড়েছে দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্সের বোয়িং বিমান। ১৮১ জনের মধ্যে ১৭৯ জন যাত্রীরই মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। আশ্চর্যজনভাবে বেঁচে গিয়েছেন দুই বিমানকর্মী। সাক্ষাৎ যমের দুয়ার থেকে ফিরে এসেছেন ৩২ বছর বয়সী লি এবং ২৫ বছর বয়সী ক্বোন। সামান্য আহত হয়েছেন দু'জনেই। দুর্ঘটনার পর দু'জনকে উদ্ধার করে মকপো হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
লি-র হুঁশ ফেরার পর তাঁকে চিকিৎসকরা প্রশ্ন করেন তাঁর কোথাও আঘাত লেগেছে। উত্তরে লি শুধু বলেন, ''কী হয়েছে, আমি এখানে কেন?'' লি আরও জানান, বিমান অবতরণের পর তাঁর কিছুই মনে নেই। শুধু মনে আছে অবতরণের আগে সিটবেল্ট বেঁধে আসনে বসে রয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বিমানের যাত্রীদের সুরক্ষা নিয়ে এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি। লি বিমানের লেজের দিকে যাত্রী পরিষেবার দায়িত্বে ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বাঁ কাঁধে চিড় ধরেছে এবং মাথায় চোট লেগেছে। লি-র পরিবারের অনুরোধে তাঁকে সিওলের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপর বিমানকর্মী ক্বোন-এর বিমান দুর্ঘটনার ব্যাপারে কিছুই মনে নেই। হাসপাতাল সূত্রে খবর, ওই তরুণীর মাথায় চোট লেগেছে এবং গোড়ালিতে ভেঙে গিয়েছে।
১৯৯৭ সালের পর ফের এরকম প্রাণঘাতী বিমান দুর্ঘটনা দেখল দক্ষিণ কোরিয়া। ১৭৫ জন যাত্রী এবং ছ'জন বিমানকর্মী-সহ মোট ১৮১ জন যাত্রী নিয়ে ব্যাঙ্কক থেকে ফিরছিল বিমানটি। মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় গণ্ডগোল দেখা দেয় বিমানটির ল্যান্ডিং গিয়ারে। সময়মতো খোলেনি বিমানটির চাকা। এর ফলে বেলি ল্যান্ডিং করাতে বাধ্য হন চালক। কিন্তু বিমানটির গত বেশি থাকায় সেটিকে নিয়ন্ত্রণ করা যায়নি। বিমানবন্দরের রানওয়ের পাঁচিলে গিয়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। এর পরেই বিমানটি ভেঙে যায়। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, অনেক যাত্রী বিমান থেকে ছিটকে নীচে পড়ে যান। এ ছাড়া, বিমানে আগুন ধরে যাওয়ায় ঝলসে মৃত্যু হয়েছে অনেকের। বিমান দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। বিমানটির অবতরণের আগের মুহূর্তের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, অবতরণের আগে বিমানটির ডান দিকের ইঞ্জিন থেকে ধোঁয়া বার হতে দেখা যাচ্ছে। পাখির সঙ্গে ধাক্কার ফলে দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি এই তত্ত্বই জোরালো হচ্ছে ক্রমশ।
প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর আজ়ারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান কাজ়াখস্তানের আকতু শহরে ভেঙে পড়ে। দুর্ঘটনায় বিমানে থাকা ৬৭ জনের মধ্যে ৩৮ জনেরই মৃত্যু হয়। সেই বিমান দুর্ঘটনায় দু'টি তত্ত্ব উঠে এসেছে। এক, পাখির ঝাঁকের সঙ্গে বিমানের ধাক্কা। দ্বিতীয় তত্ত্বে বলা হচ্ছে, ভুলবশত ইউক্রেনের বিমান ভেবে রাশিয়া ওই যাত্রিবাহী বিমানটিকে গুলি করে নামিয়েছে। আজ়ারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েব যদিও এই দুর্ঘটনার জন্য দায়ী করেছেন রাশিয়াকেই।
#SouthKorea#PlaneCrash#JejuAir#Kazakhstan#Russia
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
পর্ন তারকাকে ঘুষকাণ্ডে ১০ জানুয়ারি ট্রাম্পের সাজা ঘোষণা, কী শাস্তি হবে হবু প্রেসিডেন্টের? ...
নতুন ভাইরাসের বাড়বাড়ন্ত নিয়ে আজব দাবি চিনের, এটা কী সত্য এড়ানোর কৌশল ?...
ভ্যাম্পায়ার নাকি, আজীবন যৌবন ধরে রাখতে ছেলের রক্ত নিজের শরীরে নেবেন 'বার্বি'!...
বরফের মাঝে ফুটছে গরম জল, কোন নতুন বিপদের সঙ্কেত দিলেন বিজ্ঞানীরা...
পথপ্রদর্শক ষাঁড়! মদ্যপ মালিককে ঠেলে পৌঁছে দিচ্ছে বাড়়ি! ভাইরাল ভিডিও-তে তুমুল হইচই...
ভারতীয় পড়ুয়াদের ওপর নামছে খাঁড়া, ট্রাম্প আসতেই আমেরিকায় ওয়ার্ক পারমিট বাতিলের ইঙ্গিত...
জ্যাকপট পেল ভারতের প্রতিবেশী! আর্থিক ভাবে জর্জরিত দেশে খোঁজ মিলল বিপুল খনিজ সম্পদের...
টানা ১২ দিন ধরে ট্র্যাফিক জ্যাম চলেছিল এই রাস্তায়, সেই দুর্দিনের কথা ভেবে আজও শিউরে ওঠেন এখানকার মানুষ...
ভাড়া নেওয়া যায় ইউরোপের এই গোটা দেশ! কীভাবে সম্ভব? জানুন বিস্তারিত...
ধনকুবের হলেও এঁরা চড়েন পুরনো গাড়ি, পরেন অতি সাধারণ পোশাক-খান ফ্রোজেন খাবার! কেন?...
মুজিব নন, জিয়াউর রহমানই স্বাধীন বাংলাদেশের ঘোষক, বদলে গেল পড়শি দেশের স্কুলপাঠ্য...
নিজের মেয়েকেই চতুর্থ স্ত্রী বানালেন বাবা! কী এমন ঘটে গেল? জানা গেল চমকে যাওয়া সত্যি ...
বর্ষবরণের উৎসবের মাঝেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ল ট্রাক, পিষে দিল বহু মানুষকে, নেপথ্যে জঙ্গি হামলা?...
বদলে গেল ইলন মাস্কের নাম, কেন এই পদক্ষেপ নিলেন তিনি...
মাঝরাতে দেওয়াল থেকে অদ্ভুতুড়ে শব্দ, খোঁজ নিতেই চক্ষু চড়কগাছ তরুণীর...
একাকীত্ব গ্রাস করছে! মায়ের দ্বিতীয়বার বিয়ে দিলেন ছেলে, পালন করলেন সব দায়িত্বও...
নতুন বছরে ১৬টি সূর্যোদয় দেখলেন সুনীতা উইলিয়ামস, কবে ফিরবেন তিনি...