মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৯ ডিসেম্বর ২০২৪ ১৯ : ০২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের বিভিন্ন জেলা থেকে জঙ্গি সন্দেহে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। আর তা নিয়ে পুলিশ মহলে বাড়ছে উদ্বেগ। ছদ্মবেশে জঙ্গিরা রাজ্যে ঢুকে পড়তে পারে বলে পুলিশ আশঙ্কা করছে। শাল ব্যবসার নামে সম্প্রতি উত্তর ২৪ পরগনার সীমান্ত শহর বনগাঁয় বেশ কিছু যুবক ঘাঁটি গেড়েছেন। তাঁদের ব্যাপারে খোঁজখবর নিতে বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ পুলিশকে চিঠি দিয়েছেন।
সম্প্রতি মুর্শিদাবাদের হরিহরপাড়া ও দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে কয়েকজনকে জঙ্গি সন্দেহে পুলিশ গ্রেফতার করেছে। উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া হেমনগর উপকূল থানার পুলিশও সন্দেহভাজন কয়েকজন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। যদিও তাঁরা পুলিশের কাছে ফেরিওয়ালা বলে নিজেদের পরিচয় দিয়েছেন। ফেরিওয়ালার ছদ্মবেশে জঙ্গিরা ঢুকে পড়তে পারে বলে পুলিশ আশঙ্কা প্রকাশ করছে। সেই একই আশঙ্কা প্রকাশ করেছেন বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠও। তিনি বনগাঁ থানায় বিষয়টি নিয়ে একটি চিঠি দিয়েছেন। তিনি তাতে লিখেছেন, 'ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ শহরে কাশ্মীর থেকে আসা ফেরিওয়ালাদের সংখ্যা বাড়ছে। কাশ্মীর থেকে আশা ওই যুবকরা শাল ও শীতের পোশাকের দোকান খুলেছেন। যত দোকান তাঁরা করছেন, শীতের পোশাকের তত ক্রেতা বনগাঁয় নেই। শীতের পোশাক বিক্রি করতে কারা আসছেন, তাঁদের কোনও তথ্য পুরসভার কাছে নেই। সাধারণ মানুষের সুরক্ষার জন্য তাঁদের বিষয়ে খোঁজখবর নেওয়া প্রয়োজন। বনগাঁ শহরে আসা ফেরিওয়ালা ওই যুবকদের সম্পর্কে তদন্ত করা হোক।'
সংবাদমাধ্যমকে গোপালবাবু বলেছেন, 'বাংলাদেশে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশ এখন মৌলবাদী জঙ্গিদের আঁতুড়ঘর হয়ে রয়েছে। আমাদের বনগাঁ শহর বাংলাদেশ সীমান্তে অবস্থিত। তাই, বাইরে থেকে শাল ব্যবসার নাম করে কারা আসছেন, তা তদন্ত করে দেখা দরকার। সেটা দেখার জন্য পুলিশকে অনুরোধ করেছি।'
প্রসঙ্গত, প্রতিবছর কাশ্মীর থেকে বহু শাল ব্যবসায়ী রাজ্যের বিভিন্ন জেলায় আসেন। বছরের পর বছর ধরে তাঁরা বাংলায় আসেন। গ্রামে গ্রামে ঘুরে তাঁরা শাল ও শীতবস্ত্র বিক্রি করেন। গরম পড়লে তাঁরা আবার ফিরেও যান। পরের বছর শীতের আগে আবার তাঁরা আসেন। বর্তমানে তাঁদের অনেকে শীতবস্ত্রের দোকানও করেছেন।
কিন্তু হরিহরপাড়া ও ক্যানিং থেকে জঙ্গি সন্দেহে কয়েকজন গ্রেফতার হওয়ার পরেই ভিনরাজ্য থেকে আসা শাল ব্যবসায়ীদের ব্যাপারে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। শহরবাসীর নিরাপত্তার কথা ভেবে বনগাঁর পুরপ্রধান কাশ্মীর থেকে আসা শাল ব্যবসায়ীদের ব্যাপারে খোঁজখবর নিতে পুলিশের কাছে আবেদন করেছেন।
নানান খবর
নানান খবর

বাড়ির দরজা থেকে অপহরণ, নাবালিকাকে চা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

হাঁসফাঁস করা গরমের মধ্যেই সামনে এল স্বস্তির বার্তা, জেনে নিন আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট

শুকনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির খুনের রহস্যের কিনারা, খোঁজ মিলল খোয়া যাওয়া গয়নারও

থানার আধিকারিকের সই জাল করে ভুয়ো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

ভুটান সীমান্তের শহর চামুর্চীর হাট সংস্কারের উদ্যোগ নিল রাজ্য সরকার

মুর্শিদাবাদ হিংসার তদন্তে বড় সাফল্য রাজ্য পুলিশের, ওড়িশা থেকে গ্রেপ্তার ছয় জন

দলের মিছিল থেকে বেরিয়ে গিয়েই বিধায়ক মিহির গোস্বামীর উপর ক্ষোভ উগরে তৃণমূলে যোগ বিজেপির মহিলা মোর্চার নেত্রীর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০