সোমবার ০৬ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৯ ডিসেম্বর ২০২৪ ১৯ : ০২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের বিভিন্ন জেলা থেকে জঙ্গি সন্দেহে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। আর তা নিয়ে পুলিশ মহলে বাড়ছে উদ্বেগ। ছদ্মবেশে জঙ্গিরা রাজ্যে ঢুকে পড়তে পারে বলে পুলিশ আশঙ্কা করছে। শাল ব্যবসার নামে সম্প্রতি উত্তর ২৪ পরগনার সীমান্ত শহর বনগাঁয় বেশ কিছু যুবক ঘাঁটি গেড়েছেন। তাঁদের ব্যাপারে খোঁজখবর নিতে বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ পুলিশকে চিঠি দিয়েছেন।
সম্প্রতি মুর্শিদাবাদের হরিহরপাড়া ও দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে কয়েকজনকে জঙ্গি সন্দেহে পুলিশ গ্রেফতার করেছে। উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া হেমনগর উপকূল থানার পুলিশও সন্দেহভাজন কয়েকজন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। যদিও তাঁরা পুলিশের কাছে ফেরিওয়ালা বলে নিজেদের পরিচয় দিয়েছেন। ফেরিওয়ালার ছদ্মবেশে জঙ্গিরা ঢুকে পড়তে পারে বলে পুলিশ আশঙ্কা প্রকাশ করছে। সেই একই আশঙ্কা প্রকাশ করেছেন বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠও। তিনি বনগাঁ থানায় বিষয়টি নিয়ে একটি চিঠি দিয়েছেন। তিনি তাতে লিখেছেন, 'ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ শহরে কাশ্মীর থেকে আসা ফেরিওয়ালাদের সংখ্যা বাড়ছে। কাশ্মীর থেকে আশা ওই যুবকরা শাল ও শীতের পোশাকের দোকান খুলেছেন। যত দোকান তাঁরা করছেন, শীতের পোশাকের তত ক্রেতা বনগাঁয় নেই। শীতের পোশাক বিক্রি করতে কারা আসছেন, তাঁদের কোনও তথ্য পুরসভার কাছে নেই। সাধারণ মানুষের সুরক্ষার জন্য তাঁদের বিষয়ে খোঁজখবর নেওয়া প্রয়োজন। বনগাঁ শহরে আসা ফেরিওয়ালা ওই যুবকদের সম্পর্কে তদন্ত করা হোক।'
সংবাদমাধ্যমকে গোপালবাবু বলেছেন, 'বাংলাদেশে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশ এখন মৌলবাদী জঙ্গিদের আঁতুড়ঘর হয়ে রয়েছে। আমাদের বনগাঁ শহর বাংলাদেশ সীমান্তে অবস্থিত। তাই, বাইরে থেকে শাল ব্যবসার নাম করে কারা আসছেন, তা তদন্ত করে দেখা দরকার। সেটা দেখার জন্য পুলিশকে অনুরোধ করেছি।'
প্রসঙ্গত, প্রতিবছর কাশ্মীর থেকে বহু শাল ব্যবসায়ী রাজ্যের বিভিন্ন জেলায় আসেন। বছরের পর বছর ধরে তাঁরা বাংলায় আসেন। গ্রামে গ্রামে ঘুরে তাঁরা শাল ও শীতবস্ত্র বিক্রি করেন। গরম পড়লে তাঁরা আবার ফিরেও যান। পরের বছর শীতের আগে আবার তাঁরা আসেন। বর্তমানে তাঁদের অনেকে শীতবস্ত্রের দোকানও করেছেন।
কিন্তু হরিহরপাড়া ও ক্যানিং থেকে জঙ্গি সন্দেহে কয়েকজন গ্রেফতার হওয়ার পরেই ভিনরাজ্য থেকে আসা শাল ব্যবসায়ীদের ব্যাপারে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। শহরবাসীর নিরাপত্তার কথা ভেবে বনগাঁর পুরপ্রধান কাশ্মীর থেকে আসা শাল ব্যবসায়ীদের ব্যাপারে খোঁজখবর নিতে পুলিশের কাছে আবেদন করেছেন।
#Bongaon Municipality#Bongaon#Police
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
গঙ্গাসাগরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী, কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে খতিয়ে দেখবেন মেলার প্রস্তুতি ...
মণিপুর থেকে কম্বলে লুকিয়ে ব্রাউন সুগার পাচারের চেষ্টা, মালদহে গ্রেপ্তার যুবক ...
মিলল পায়ের ছাপ, পুরুলিয়া সীমান্তে আবার বাঘের আতঙ্ক, নজরদারি বনদপ্তরের...
সাড়ম্বরে শুরু হল চন্দননগর বইমেলা, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট ...
ঘন কুয়াশার চাদরে ঢাকল বাংলা, কনকনে ঠান্ডার মাঝে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস? ...
বাড়ি ফিরলেন রবি, সোনার ছেলেকে বরণ করে নিলেন গ্রামবাসীরা, ভালবাসায় আপ্লুত ফুটবলার...
অবশেষে মুক্তি! বাংলাদেশে আটক ৯৫ জন মৎস্যজীবী ফিরলেন দেশে, ভারত থেকে ফেরানো হল ৯০ জনকে...
ভাবাদিঘি বাঁচিয়ে অবিলম্বে হোক রেলপথ, গণ কনভেনশনে মত আন্দোলনকারীদের...
শ্রমিকদের সামাজিক সুরক্ষায় নবজাগরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, শ্রীরামপুরের সভায় বললেন সাংসদ ঋতব্রত...
এবিটি জঙ্গিদের সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণের মাস্টার-মাইন্ডের যোগ! এসটিএফ-এর হাতে চাঞ্চল্যকর তথ্য ...
'অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন ক্ষমতালোভী সাংসদ, অশ্লীল ভাষায় কথা বলতে অভ্যস্ত', চড়া সুরে আক্রমণ কল্যাণের ...
ইসরোর ভ্রাম্যমাণ গাড়ি পৌঁছল কোচবিহারের স্কুলে, মহাকাশ সম্পর্কিত প্রদর্শনী দেখে উচ্ছ্বসিত পড়ুয়ারা...
নওদায় প্রকাশ্যে শুটআউট, গুলিবিদ্ধ যুবক, মালদহের পর চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে ...
'খুনের নেপথ্যে বড় মাথা', বিষ্ফোরক দাবি মালদার নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীর ...
আটক বাংলাদেশি মৎস্যজীবীদের ফেরাচ্ছে ভারত, বাংলাদেশ থেকেও ফিরছেন ভারতীয় মৎস্যজীবীরা...