মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রেস্তোরাঁ-পাব নয়, বাড়িতেই বর্ষবরণের আয়োজন করতে চান? রইল ‘হাউস পার্টি’র খুঁটিনাটির হদিশ

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ ডিসেম্বর ২০২৪ ২২ : ২২Soma Majumder


আজকাল ওয়েবডেস্ক: বর্ষশেষে চারিদিকে পার্টি ডেস্টিনেশনে হরেক আয়োজন। বছরের এই সময়ে দেদার খানাপিনা, হইহুল্লোড়ে শামিল হন সকলে।  কিন্তু রেস্তোরাঁ, ক্যাফের কোলাহল কিংবা ক্লাব, পাবের 'লাউড' মিউজিক, হইচই অনেকেরই পছ্ন্দ নয়। বদলে হালকা মেজাজে বাড়িতে কাছের মানুষদের নিয়ে আনন্দ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাঁরা। তাই তো ইদানীং ‘হাউস পার্টি’ বেশ ট্রেন্ডিং। তবে নিজের বাড়িতে পার্টির আয়োজন করলেই তো হল না, ঘর সাজানো থেকে খাবারের মেনু, অতিথিদের তালিকা, সবকিছুরই দরকার সঠিক প্ল্যান। তবেই হাউস পার্টিতে জমে যাবে আপনার ‘হোস্টিং’। 

অতিথিদের তালিকা-ঘরোয়া পার্টি মানেই একান্ত আপন মানুষদের সঙ্গে আনন্দের আয়োজন। তাই বছরের শেষ দিনের পার্টিতে অতিথিদের তালিকায় থাকুক প্রিয়জনরা। খুব কাছের আত্মীয়, বন্ধু বা অফিসের প্রিয় সহকর্মীদের লিস্টে রাখতে পারেন। যারা শুধু পার্টিতে অংশই নেবেন না, প্রয়োজনে আয়োজনের সাহায্যেও এগিয়ে আসবে। তবে খেয়াল রাখবেন, কোনও অতিথির কারণে যেন বাড়িতে শান্তিতে আনন্দ করা মাটি না হয়ে যায়। অর্থাৎ এমন কাউকে অতিথির তালিকায় রাখবেন না যাদের সঙ্গে খোশমেজাজে আড্ডা মারতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাই বুঝেশুনে তালিকা করে ফেলুন। কারণ কতজনকে নিমন্ত্রণ করবেন সেই অনুযায়ী বসার জায়গা ও খাওয়াদাওয়ার আয়োজন করতে হবে। 

ঘর সাজান- বছর শেষের রাতে পার্টির আয়োজনের আগে বদলে ফেলুন ঘরের সাজ। বিজলী আলো নিভিয়ে সুগন্ধি মোমবাতি জ্বালাতে পারেন। বেশ রোম্যান্টিক ক্যাফের মতো মৃদু আলোয় বাড়িতেই তৈরি হবে মায়াময় পরিবেশ। খানিকটা ভিন্ন ধরনের আলোতে ড্রয়িংরুম বা ব্যালকনি সাজালে প্রশংসায় পঞ্চমুখ হবেন অতিথিরাও। যে কোনও সুন্দর কাচের বোতলে টুনি লাইট ভরে কিংবা বাইরে জড়িয়েও অপূর্ব আলোর রোশনাই তৈরি করতে পারেন। বাড়ির বাগান, ছাদ কিংবা বারান্দায় গাছের ডালে টুনি লাইট সুন্দর করে পেঁচিয়ে জ্বালাতে পারেন। কম খরচে ঘর সাজাতে ফুলের বিকল্প নেই। একগুচ্ছ তাজা ফুল ঘরের এক কোণায় রাখলে ভাল থাকবে মন, উজ্জ্বল দেখাবে ঘরও। চাইলে অনেক ধরনের সুন্দর কৃত্রিম ফুলও কিনে আনতে পারেন। বসার ঘরের আড্ডার জায়গায় মোটা তোষক থাকলে তার উপর গাঢ় রঙের চাদর বিছিয়ে দিন। তাতে রকমারি ডিজাইনের কুশন রাখলেই দারুণ লাগবে। সঙ্গে কার্পেটও বদলে নিতে পারেন। ঘরকে প্রাণবন্ত করতে এয়ারফ্রেশনার ব্যবহার করুন। জ্বালাতে পারেন সুগন্ধি ধূপও। 

গান বাছুন - ঘরে হোক বা বাইরে মিউজিক ছাড়া পার্টি অসম্পূর্ণ। তবে পাবের মতো লাউড মিউজিক নয়, হাউস পার্টিতে ঘরোয়া আরামদায়ক পরিবেশের কথা মাথায় রেখে বাজাতে হবে গান। চাই খানিক শান্ত মিউজিক। এমন কোনও গান বাজাবেন না, যাতে অন্যজন বিরক্ত হন। সবার পছন্দের গান প্লেলিস্টে রাখার চেষ্টা করুন। হিন্দি, বাংলা মিশিয়ে রিল্যাক্সিং মিউজিকের সঙ্গে থাকুক নাচের গানও। 

নিজে সাজুন- বাইরে হোক কিংবা বাড়িতে, পার্টিতে সাজগোজ না করলে কি আর চলে! পোশাক আর গয়নার সঙ্গে চাই মানানসই মেকআপ। সঙ্গে নজরে রাখতে হবে হেয়ারস্টাইলও। ঘরোয়া পার্টিতে আরামদায়ক পোশাক পরার চেষ্টা করুন। বিশেষ করে যদি আপনার বাড়িতেই অনুষ্ঠানের আয়োজন হয়, তাহলে যতই আড্ডাতে অংশ নিন, সঞ্চালকের ভূমিকাও কিন্তু পালন করতে হবে। এখন আর পার্টি মানেই পশ্চিমী পোশাক, এমনটা নয়। বরং ইন্দো-ওয়েস্টার্নের সাজেই নজর কাড়তে পারেন। মেকআপ শুরুর আগে ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না যেন। হালকা প্রাইমার লাগিয়ে ফাউন্ডেশন ব্যবহার করুন। চোখের নীচে, নাকের উপর, কপালের মাঝখানে এবং থুতনিতে কিংবা  মুখের যে অংশগুলোতে খুঁত রয়েছে সেখানে কনসিলার লাগিয়ে নিন। নিঁখুতভাবে করুন চোখের মেকআপ। ঠোঁটে লিপলাইনার লাগিয়ে ফুশিয়া পিঙ্ক, ব্রাউন রঙের ন্যুড লিপস্টিক লাগাতে পারেন। চুলের জেল্লা কম থাকলে বেঁধে রাখাই ভাল।

খাবার পাতে কী- পার্টি মানেই আড্ডার সঙ্গে জমিয়ে ভূরিভোজ। তাই সঠিক মেনু বাছাই করা জরুরি। অতিথিদের কেমন খাবার পছন্দ তা আগে জেনে নিন। তবে বাইরে থেকে অর্ডার করে নয়, হাউস পার্টির মজা অনেকগুণ বাড়িয়ে দিতে পারে বাড়ির রান্না করা খাবারের স্বাদ। নিরামিষাশী অতিথিদের জন্য আলাদা ব্যবস্থা রাখতে ভুলবেন না। স্টার্টার থেকে মেইন কোর্স, সবই খুব বেশি আহামরি রান্নায় যাবেন না। আজকাল বেশিরভাগ মানুষেরই স্বাস্থ্যকর খাবারের দিকে ঝোঁক নজরে আসে। তাই ডিপ ফ্রায়েড স্টার্টারের বদলে স্যঁতে, গ্রিলড এবং বিভিন্ন স্যালাডের ব্যবস্থা রাখতে পারেন। সহজে রান্না করা যায় অথচ বেশ মুখোরোচক হবে এরকম মেনুই রাখুন। সঙ্গে শেষ পাতের ডেসার্ট এবং মকটেলের ব্যবস্থা করলে তো আর কথাই নেই। 

পোষ্যদের দিকে নজর দিন- বাড়িতে পোষ্য থাকলে হাউস পার্টিতে তার দিকে খেয়াল রাখুন। যেমন কোনও অতিথি স্বাচ্ছন্দ্য বোধ না করলে তার থেকে পোষ্যকে দূরে রাখুন, তেমনই পোষ্যর জন্য মশলাযুক্ত খাবার খাওয়া ঠিক নয়। তাই পার্টির কোনও খাবার যেন আদরের পোষ্য খেয়ে না ফেলে সেদিকে নজর দিন।


#HouseParty#HowtoArrangenewyearhouseparty #PartyArrange



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

গ্যাস-অম্বলে ভোগেন? ব্রেকফাস্টে ভুলেও খাবেন না এই সব খাবার, সারাদিন পিছু নেবে বদহজমের সমস্যা...

এক ফোনেই অ্যাকাউন্ট ফাঁকা! ডিজিটাল প্রতারণা থেকে বাঁচতে অবশ্যই মানতে হবে কোন কোন নিয়ম?...

শীঘ্রই মঙ্গলের মার্গী চালে ৪ রাশির সোনায় সোহাগা! গাড়ি-বাড়ির স্বপ্নপূরণ, টাকায় ভাসবে কাদের জীবন? ...

নতুন রঙেই কাটুক না বসন্তপঞ্চমী! সরস্বতী পুজোর থিমে হোক রংবদল, হদিশ দিলেন রূপসা, গীতশ্রী, অনামিকা, পায়েল...

শরীরে বাসা বেঁধেছে কোন রোগ? বলে দেবে জিভের রং! বিপদ আসার আগে বুঝুন ৫ লক্ষণ...

কিছুতেই আত্মীয়ের নাম মনে করতে পারছেন না? অ্যালঝাইমার্সের লক্ষণ নয়তো? কী দেখে সতর্ক হবেন?...

হাজার যত্নেও অকালে উঁকি দিচ্ছে টাক? রোজের এই সব অভ্যাসই চুল পড়ার জন্য দায়ী নয় তো!...

কথায় কথায় মিথ্যে বলেন কোন রাশির মানুষেরা? উত্তর জানলে আর ঠকবেন না ...

আচমকা পায়ে ব্যথা? কোলেস্টেরল বাড়েনি তো? পায়ের কোথায় যন্ত্রণা হলে অবিলম্বে সতর্ক হবেন?...

বয়সের ছাপ নেই মুখে, কোন মন্ত্রে যৌবন ধরে রেখেছেন করিনা, মালাইকারা? ...

সরস্বতী পুজোর আগে কুল খেলে কি সত্যিই দেবী রুষ্ট হন? নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?...

অবিবাহিতদের দীর্ঘদিনের আশা পূর্ণ হবে সরস্বতী পুজোর দিন! প্রেম জীবন কেমন কাটবে? কী বলছে রাশিফল?...

সরস্বতী পুজোয় ভোগের খিচুড়ির হবে সেরা স্বাদ, ঝটপট জেনে নিন 'সিক্রেট' টিপস...

সরস্বতী পুজোয় কেন হলুদ পোশাক পরার রীতি? এই রঙের সঙ্গে বাগদেবীর কী সম্পর্ক? জানুন আসল কারণ ...

সরস্বতী পুজোর আগে বাড়িতেই করুন কেরাটিন ট্রিটমেন্ট, এই মাস্কের জাদুতে ৩০ মিনিটে ফিরবে চুলের হাল...

নিমেষে গায়েব হবে জেদি ট্যান থেকে কালচে দাগ-ছোপ! পার্লারে নয়, ঘরোয়া এই ব্লিচেই ফিরবে জেল্লা ...

মুহূর্তেই বদলে যাবে মণির রঙ! কীভাবে! জানুন খরচ, চাইলে করতে পারবেন আপনিও ...



সোশ্যাল মিডিয়া



12 24