আজকাল ওয়েবডেস্ক: এক ঐতিহাসিক রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন ভারতীয় ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলি। আসন্ন ৬ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হচ্ছে। সেখানে কোহলির কাছে সুযোগ রয়েছে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৪,০০০ রানের মাইলফলক স্পর্শ করার। বর্তমানে কোহলি মোট ২৮৩ ইনিংসে ১৩,৯০৬ রান করেছেন, গড় ৫৮.১৮ এবং স্ট্রাইক রেট ৯৩.৫৪। তাঁর ঝুলিতে রয়েছে ৫০টি শতরান ও ৭২টি অর্ধশতরান। যদি কোহলি এই সিরিজে ১৪,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেন তবে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙবেন তিনি। প্রসঙ্গত, সচিন ২০০৬ সালে ৩৫০তম ওডিআই ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন।
তবে সম্প্রতি কোহলির ফর্ম খুব একটা ভাল যাচ্ছে না। গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে মাত্র ৫৮ রান করেছিলেন তিনি। শেষ আন্তর্জাতিক সিরিজ বর্ডার গাভাসকার ট্রফি চলাকালীন পারথ টেস্টে শতরান করলেও অন্য ম্যাচে বড় রান আসেনি কোহলির ব্যাট থেকে। রঞ্জি ট্রফিতে ১২ বছর পর প্রত্যাবর্তন করেও তিনি দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। উল্লেখ্য, আগামী ৬ ফেব্রুয়ারি নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের প্রথম ওয়ান ডে। এরপর ৯ ফেব্রুয়ারি কটকের বারাবাটি স্টেডিয়ামে এবং ১২ ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইংল্যান্ড সিরিজের পরেই ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই উড়ে যাবে। তার আগে এই সিরিজ কোহলির ফর্মে ফেরার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
