আজকাল ওয়েবডেস্ক: পুষ্টিকর, কিন্তু স্বাদ নেই। অঙ্গনওয়াড়িতে নিত্যদিন অতি সাধারণ খাবার খেয়ে মুখে অরুচি। ইচ্ছে করে, ঝালঝাল খাবার খেতে। এক দু'দিন বিরিয়ানি, চিকেন ফ্রাই পেলে মন্দ হয় না। সম্প্রতি একটি ভিডিওবার্তায় তেমন ইচ্ছেই প্রকাশ করেছিল এক খুদে। এবার তার আবদারেই গোটা রাজ্যে অঙ্গনওয়াড়ির খাবারের তালিকায় বিপুল পরিবর্তন আনার চেষ্টা চালাচ্ছে কেরল সরকার।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কেরলে। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক খুদের ভিডিও। শঙ্কু নামের ওই খুদে আবদার করে, 'অঙ্গনওয়াড়িতে বিরিয়ানি, ফ্রায়েড চিকেন নেই কেন! উপমা খেতে আর ভাল লাগে না।' ভিডিওটি ছড়িয়ে পড়তেই অনেকেই খুদেকে বিরিয়ানি খাওয়ানোর জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এমনকী ভিডিওটি নজরে পড়ে কেরলের স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জের।
এরপরই কেরলের স্বাস্থ্য দপ্তরের তরফে ঘোষণা করা হয়, রাজ্যের অঙ্গনওয়াড়িতে খাবারের তালিকা পরিবর্তন করার বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে। বিষয়টি বিবেচনা করে, আলোচনা করে সিদ্ধান্ত ঘোষণা করা হবে শীঘ্রই। স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, 'অঙ্গনওয়াড়িতে শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে পুষ্টিকর খাবার রাখা হয়। দুধ, ডিমের মতো খাবার রাখা হয় তাদের স্বাস্থ্যের কথা ভেবেই। কিন্তু খুদের আবদারটিও বিবেচনা করা হবে। এবার খাবারের তালিকায় কী কী পরিবর্তন করা যায়, তা নিয়ে আলোচনা হবে। আশা করি, সকল শিশুদের ভাল লাগবে।'
