আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলের মেগা নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরিকল্পনা নিয়ে রীতিমতো সমালোচনা হয়েছিল। ঋষভ পন্থ কিংবা লোকেশ রাহুলের পিছনে ছুটকে দেখা যায়নি আরসিবিকে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন বিরাট কোহলিকেই হয়ত ফের অধিনায়ক করা হবে। কিন্তু আরসিবির সিওও রাজেশ মেনন জানিয়েছেন, আরসিবিতে লিডারশিপ কোয়ালিটির একাধিক ক্রিকেটার রয়েছে। আর তাই অধিনায়কত্ব নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।


এক সাক্ষাৎকারে মেনন বলেছেন, ‘‌এখনও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের দলে নেতৃত্ব দেওয়ার মতো গুণ একাধিক ক্রিকেটারের রয়েছে। অন্তত ৪ থেকে ৫ জন রয়েছে। আলোচনা চলছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।’‌ 


এটা ঘটনা ১৪৩ ম্যাচে আরসিবিকে নেতৃত্ব দেওয়া হয়ে গেছে কোহলির। ২০১৬ আইপিএলে তাঁর নেতৃত্বে আরসিবি ফাইনালে উঠেছিল। কিন্তু জিততে পারেনি। এবারের মেগা নিলামে সবচেয়ে বেশি দাম ১২.‌৫০ কোটি টাকায় জস হ্যাজলেউডকে নিয়েছে আরসিবি। ইংরেজ ওপেনার ফিল সল্টও রয়েছেন দলে। এছাড়া ইংরেজ অলরাউন্ডার জেকব বেথেলও দলে আছেন।


মেননের কথায়, ‘‌যে জায়গাগুলি ফাঁকা ছিল সেখানেই ক্রিকেটার নেওয়া হয়েছে। আর চিন্নাস্বামীতে যেরকম বোলিং আক্রমণ দরকার, সেরকমই দল করা হয়েছে।’‌ তাঁর আরও সংযোজন, ‘‌নিলামের প্রথমদিন আমরা সেভাবে কোনও ক্রিকেটারকে কিনিনি। কিন্তু দ্বিতীয়দিন নিলাম শেষের পর সবাই বলেছে, অন্যতম সেরা দল গড়েছি আমরা।’‌