আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রেদেশের ঝাঁসি থানার এক পুলিশ ইনস্পেক্টর মোহিত যাদব। কিন্তু নিজের কর্মকাণ্ডের জন্য সংবাদ শিরোনামে উঠে এলেন তিনি। জানা গিয়েছে, সম্প্রতি বরখাস্ত হওয়ার পর থানার সামনেই চায়ের দোকান খুলে বসেছেন ইনস্পেক্টর। উত্তরপ্রদেশের ঝাঁসিতে এই নতুন চায়ের দোকান ইতিমধ্যেই বেশ চর্চায় উঠে এসেছে। চায়ের স্বাদ নয়, দোকানের মালিক স্বয়ং এক বরখাস্ত পুলিশ ইনস্পেক্টর হওয়ায় চা-প্রেমীদের ভিড় লেগেই আছে এই দোকানে। কিন্তু ব্যাপারটা কী? জানা গিয়েছে, গত ১৫ জানুয়ারি ইনস্পেক্টর যাদব ও থানার রিজার্ভ ইনস্পেক্টরের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়।
যাদবের অভিযোগ, তিনি ছুটির জন্য আবেদন করলে রিজার্ভ ইনস্পেক্টর তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং এমনকি তাঁকে লাথিও মারেন। এই ঘটনার পর যাদব পুলিশের সাহায্য চান এবং তাঁকে নবাবাদ থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মাটিতে বসে পড়ে কান্নায় ভেঙে পড়েন ও অভিযোগ দায়েরের দাবি তোলেন। কিন্তু এই ঘটনার পর উল্টে মোহিত যাদবকেই রিজার্ভ ইনস্পেক্টরের সঙ্গে বিবাদের জেরে বরখাস্ত করা হয় এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়। বরখাস্ত হওয়ার পর সংসার চালাতে ঝাঁসির এসএসপি অফিসের সামনে চায়ের দোকান খুলে বসেছেন ইনস্পেক্টর নিজেই।
জানিয়েছেন, বরখাস্ত থাকাকালীন সংসার চালাতেই এই ব্যবস্থা নেওয়া। তাঁর অভিযোগ, তদন্তকারী আধিকারিকের কাছে একাধিকবার আবেদন করা সত্ত্বেও কোনও উত্তর পাননি তিনি। ইনস্পেক্টরের দাবি, স্ত্রী এবং তাঁর মোবাইল ফোনের ওপর নজরদারি চালানো হচ্ছে। ডিজি অফিসে একটি আবেদন জমা দিয়ে যাদব জানিয়েছেন, বরখাস্ত থাকার সময় সরকার থেকে যে অর্ধেক বেতন দেওয়া হয়, তিনি সেটাও নিতে চান না। চা বিক্রি করেই সংসার চালাবেন তিনি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর জেরে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষে তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না সেটাই এখন দেখার।
