বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: ভেবেচিন্তে গুজব ছড়ান, বুম্বাদা চুক্তিবদ্ধ, ‘দেবী চৌধুরাণী’র পিছনে ৩ দেশ, হুঁশিয়ারি শুভ্রজিতের

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ডিসেম্বর ২০২৩ ০৭ : ৪০


প্রচণ্ড খেপেছেন শুভ্রজিৎ মিত্র। ‘দেবী চৌধুরাণী’ ঘোষণার পর থেকেই নানা সমস্যায় ভুগছেন। সে সব পেরিয়ে যখন শুটিং দোরগোড়ায় তখনই জোর গুঞ্জন, পরিচালক নাকি ছবি তৈরির নামে ভুয়ো খবর ছড়িয়েছেন। প্রযোজক সরে গিয়েছেন। বিষয়টি জানাজানি হতেই নাকি ক্ষুব্ধ ছবির নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি তড়িঘড়ি উইন্ডোজ প্রযোজনা সংস্থার আগামী ছবি ‘আমার বস’ ছবিতে সই করেছেন। এবং এই কারণের জন্যই নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখনও ‘লুক’ সেট করেননি! 




খবরের সত্যতা জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল শুভ্রজিতের সঙ্গে। ইতিমধ্যেই তিনি সামাজিক পাতায় ছবি তৈরি সংক্রান্ত একটি খবর ভাগ করে নিয়েছেন। কথা তুলেই পরিচালকের পাল্টা প্রশ্ন, ‘‘দেবী চৌধুরাণী’র প্রযোজক অ্যাডিটেড মোশন পিকচার্স। তারা সরে গেলে তাদের লেটার হেডে নতুন খবর ভাগ করে নিতে পারা যায়?’’ তিনি আরও জানিয়েছেন, এবার আর শুধু ভারত নয়, দেশের সঙ্গে যৌথ ভাবে ছবিটি প্রযোজনা করবে মার্কিন যুক্তরাষ্ট্র আর ব্রিটিশ যুক্তরাজ্যের প্রযোজনা সংস্থা। অর্থাৎ, ছবিটি আন্তর্জাতিক মাপের। তার জন্যই সময় লাগছে। যদিও বাকি প্রযোজকদের নাম এক্ষুণি প্রকাশ্যে আসবে না। নির্দিষ্ট সময়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রকাশ্যে আনা হবে তাদের নাম। তারপরেই তাঁর কটাক্ষ, ‘‘তিন তিনটি প্রথম সারির দেশের প্রযোজনা সংস্থা একটি ছবির পিছনে। এবার গুজব ছড়াতে গেলে একটু ভাবতে হবে।’’ 

পিরিয়ড ড্রামা তৈরি যথেষ্ট ব্যয়সাপেক্ষ। তাই কি তিন দেশের প্রযোজকদের নিয়ে এই পদক্ষেপ? নাকি গুজব এড়াতে? শুভ্রজিতের যুক্তি, অনেক আগে থেকেই ঠিক বিষয়টি নির্ধারিত। তিনি ঘোষণা করেননি। যে হারে ছবিটিকে নষ্ট করার পরিকল্পনা করা হচ্ছে তার জন্য বাধ্য হয়েই খবরটি ফাঁস করলেন। শুটিং আরও গুছিয়ে নেওয়ার জন্যই নতুন সময় ঠিক করা হয়েছে। সেই অনুযায়ী, চলতি বছরে নয়, আগামী বছরে শুট শুরু হবে। তিন দেশের প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এই পদক্ষেপ আরও একটি রাস্তা খুলে দিয়েছে। তৈরির পর ছবিটি সরাসরি বাফটা এবং অ্যাকাডেমি সম্মানের জন্য বিবেচিত হবে। 



রইল বাকি শ্রাবন্তী এবং প্রসেনজিতকে নিয়ে গুঞ্জন। সে প্রসঙ্গে কী বলবেন পরিচালক? শুভ্রজিতের সাফ জবাব, ‘‘বুম্বাদা চুক্তিবদ্ধ। দাদা দম ফেলার ফুরসত পাচ্ছেন না। ওঁর লুকে কাঁচাপাকা লম্বা দাড়ির প্রয়োজন। সেটা না হলে কী করে লুক সেট করবেন? তার জন্য যেটুকু সময় দরকার সেটাই নিচ্ছেন।’’ সংবাদমাধ্যমে এও ছড়িয়েছে, এই ছবিকে কেন্দ্র করেই নাকি পরিচালক-নায়িকার মনোমালিন্য চলছে। শুভ্রজিতের বক্তব্য, ‘‘টলিউড এবং সংবাদমাধ্যমের নোংরামিতে প্রযোজকদের পাশাপাশি শ্রাবন্তীও বিরক্ত। আমাদের মধ্যে রোজ ছবি নিয়ে, চরিত্র নিয়ে, অভিনয় নিয়ে আলোচনা চলছে। আর শ্রাবন্তী আমার সঙ্গে কথা বলেই উইন্ডোজ প্রযোজনা সংস্থাকে নতুন ছবির তারিখ দিয়েছে।’’




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

প্রকাশ্যে 'সিকন্দর'-এর পোস্টার, এরপরেই জন্মদিনে ভক্তদের জন্য কোন বড় ঘোষণা করলেন সলমন?...

জুটি বেঁধে বড়পর্দায় আসছেন জুনেইদ-খুশি, ছবির নাম শুনলে চমকে উঠবেন!...

পুলিশ অফিসারের চরিত্রে পর্দা কাঁপাবেন জন আব্রাহাম! টিনসেল টাউনের কোন গোপন সত্যি ফুটে উঠবে গল্পে?...

'আমার যথেষ্ট রুচিবোধ রয়েছে'-দুবাইয়ে বিকিনি পরে কটাক্ষের মুখে দেবচন্দ্রিমা! জবাবে আর কী বললেন অভিনেত্রী?...

নতুন বছরেই সিদ্ধার্থ-কিয়ারার ঘরে আসছে নতুন সদস্য? জুটির ছবি সামনে আসতেই তোলপাড় নেটপাড়া ...

কেরিয়ারে চরম দুরবস্থাতেও 'ওম শান্তি ওম'-এ শাহরুখের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন বিবেক! কিন্তু কেন? ...

আজ পর্যন্ত কোনওদিন এটিএম মেশিন থেকে কেন টাকা তোলেননি? অজানা কথা ফাঁস করলেন অমিতাভ ...

অস্কার দৌড়ে অন্তিম পর্যায়ে সামিল প্রিয়াঙ্কা সরকারের ছবি 'দ্য জেব্রাজ'...

খাবারের পদ থেকে অমিতাভের ছবি! 'বেবি জন'-এর সঙ্গে কী কী তুলনা করলেন বরুণ?...

Exclusive : 'খাদান'-এর সাফল্যের মাঝেই জন্মদিন দেবের, 'বার্থডে বয়'কে শুভেচ্ছা জানিয়ে কী বললেন ইধিকা...

প্রেম ভাঙার পর কী করা উচিত এবং কোনটা করা ঠিক নয়? ব্যক্তিগত অভিজ্ঞতার ঝাঁপি উপুড় করে পরামর্শ বিবেকের ...

মাঝরাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শান-এর আবাসনে! কেমন আছেন গায়ক?...

বড়পর্দায় উঠে আসবে যুবরাজ সিং-এর ছয় ছক্কার গল্প, ব্যাট হাতে সিলভার স্ক্রিনে দেখা যাবে কোন বলি তারকাকে?...

শুরু হল ‘বর্ডার ২’-এর শুটিং, ছবি প্রকাশ্যে আসতেই হইচই শুরু সমাজমাধ্যমে ...

সহ-অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক! আচমকাই নায়িকাদের অস্বস্তিতে ফেলেন বরুণ? ভয়ঙ্কর অভিযোগের কী সাফাই দিলেন 'বেবি ...



সোশ্যাল মিডিয়া



12 23