রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২৫ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৩৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরও একধাপ এগিয়ে গেল পুলিশ। এবার পুলিশের জালে এক প্রৌঢ়। বুধবার ভোররাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ছোট জাগুলিয়া থেকে তাকে পাকড়াও করা হয়েছে। ধৃতের নাম মোক্তার আলম। ধৃতের কাছে বিভিন্ন ব্যাঙ্কের বেশ কয়েকটি এটিএম কার্ড পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি প্যান কার্ডও তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে।
সম্প্রতি জাল পাসপোর্ট মামলার তদন্তে নেমে কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখা ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের সন্দেহ, ভুয়ো নথিপত্রের মাধ্যমে একটি চক্র জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে। ওই চক্রের শিকড় খুঁজতে কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখা তদন্তে নেমেছে। কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি উত্তর ২৪ পরগনার বসিরহাটে তদন্ত চালিয়ে পুলিশ বেশ কিছু জাল পাসপোর্ট উদ্ধার করেছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।
দিন দশক আগে বারাসতে টাকি রোডের ধারের একটি বহুতল থেকে জাল পাসপোর্ট চক্রে জড়িত অভিযোগে সুরজিৎ বিশ্বাস নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে। তাকে জেরা করে পুলিশ দত্তপুকুরের মোক্তার আলমের নাম জানতে পারে। বুধবার ভোররাতে কলকাতা পুলিশের দুর্নীতির দমন শাখার আধিকারিকরা ছোট জাগুলিয়া গ্রামে আচমকা অভিযান চালান। সঙ্গে ছিল দত্তপুকুর থানার পুলিশও। তদন্তকারীরা মোক্তার আলমের বাড়িতে হানা দেন। তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে পুলিশ বেশ কিছু প্যানকার্ড উদ্ধার করে। পাওয়া গিয়েছে বেশ কয়েকটি ব্যাঙ্কের এটিএম কার্ডও।
এরপরই মোক্তার আলমকে গ্রেপ্তার করা হয়। হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে সদ্য নির্বাচিত বিধায়ক শেখ রবিউল ইসলামের বাড়ি ওই এলাকাতেই। রবিউল বলেন, 'পুলিশ জাল পাসপোর্ট কাণ্ডের তদন্ত করছে বলে শুনেছি। মোক্তার আলম নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরাও চাই, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের সঠিক তদন্ত হোক। যারা জড়িত আছে, পুলিশ তাদের গ্রেপ্তার করুক। আইন আইনের পথেই চলবে।'
পুলিশ সূত্রে খবর, ধৃত মোক্তার এলাকায় আমদানি-রফতানি ব্যাবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দিত। আড়ালে চলত তার পাসপোর্ট জালিয়াতির কাজ। বাংলাদেশ থেকে লোক পারাপারের কাজেও তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০২১ সালে পাসপোর্ট জালিয়াতিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। জেল থেকে ছাড়া পেতেই সে আবার সেই কাজে নেমে পড়ে। কিন্তু শেষরক্ষা হল না। বুধবার ভোররাতে কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখা তাকে গ্রেপ্তার করল।
পুলিশ সূত্রে আরও খবর, নভেম্বর মাসের শেষের দিকে পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে বাংলাদেশি এক নাগরিককে পুলিশ গ্রেপ্তার করে। দু’বছর আগে সে বাংলাদেশ থেকে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল। তার কাছে একটি পাসপোর্টও পাওয়া গিয়েছিল। পুলিশ জানিয়েছিল, ওই ব্যক্তির নাম সেলিম মাতব্বর। অথচ পাসপোর্টে রবি শর্মা নাম ছিল। ওই বাংলাদেশি নাম ভাঁড়িয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়ে পার্ক স্ট্রিটের হোটেলে কাজ নিয়েছিল। পাসপোর্ট জালিয়াতি চক্রের জাল অনেক পর্যন্ত বিস্তৃত বলে পুলিশ মনে করছে।
নানান খবর
নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা