শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ২৫ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৩৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরও একধাপ এগিয়ে গেল পুলিশ। এবার পুলিশের জালে এক প্রৌঢ়। বুধবার ভোররাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ছোট জাগুলিয়া থেকে তাকে পাকড়াও করা হয়েছে। ধৃতের নাম মোক্তার আলম। ধৃতের কাছে বিভিন্ন ব্যাঙ্কের বেশ কয়েকটি এটিএম কার্ড পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি প্যান কার্ডও তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে।
সম্প্রতি জাল পাসপোর্ট মামলার তদন্তে নেমে কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখা ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের সন্দেহ, ভুয়ো নথিপত্রের মাধ্যমে একটি চক্র জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে। ওই চক্রের শিকড় খুঁজতে কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখা তদন্তে নেমেছে। কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি উত্তর ২৪ পরগনার বসিরহাটে তদন্ত চালিয়ে পুলিশ বেশ কিছু জাল পাসপোর্ট উদ্ধার করেছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।
দিন দশক আগে বারাসতে টাকি রোডের ধারের একটি বহুতল থেকে জাল পাসপোর্ট চক্রে জড়িত অভিযোগে সুরজিৎ বিশ্বাস নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে। তাকে জেরা করে পুলিশ দত্তপুকুরের মোক্তার আলমের নাম জানতে পারে। বুধবার ভোররাতে কলকাতা পুলিশের দুর্নীতির দমন শাখার আধিকারিকরা ছোট জাগুলিয়া গ্রামে আচমকা অভিযান চালান। সঙ্গে ছিল দত্তপুকুর থানার পুলিশও। তদন্তকারীরা মোক্তার আলমের বাড়িতে হানা দেন। তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে পুলিশ বেশ কিছু প্যানকার্ড উদ্ধার করে। পাওয়া গিয়েছে বেশ কয়েকটি ব্যাঙ্কের এটিএম কার্ডও।
এরপরই মোক্তার আলমকে গ্রেপ্তার করা হয়। হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে সদ্য নির্বাচিত বিধায়ক শেখ রবিউল ইসলামের বাড়ি ওই এলাকাতেই। রবিউল বলেন, 'পুলিশ জাল পাসপোর্ট কাণ্ডের তদন্ত করছে বলে শুনেছি। মোক্তার আলম নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরাও চাই, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের সঠিক তদন্ত হোক। যারা জড়িত আছে, পুলিশ তাদের গ্রেপ্তার করুক। আইন আইনের পথেই চলবে।'
পুলিশ সূত্রে খবর, ধৃত মোক্তার এলাকায় আমদানি-রফতানি ব্যাবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দিত। আড়ালে চলত তার পাসপোর্ট জালিয়াতির কাজ। বাংলাদেশ থেকে লোক পারাপারের কাজেও তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০২১ সালে পাসপোর্ট জালিয়াতিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। জেল থেকে ছাড়া পেতেই সে আবার সেই কাজে নেমে পড়ে। কিন্তু শেষরক্ষা হল না। বুধবার ভোররাতে কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখা তাকে গ্রেপ্তার করল।
পুলিশ সূত্রে আরও খবর, নভেম্বর মাসের শেষের দিকে পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে বাংলাদেশি এক নাগরিককে পুলিশ গ্রেপ্তার করে। দু’বছর আগে সে বাংলাদেশ থেকে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল। তার কাছে একটি পাসপোর্টও পাওয়া গিয়েছিল। পুলিশ জানিয়েছিল, ওই ব্যক্তির নাম সেলিম মাতব্বর। অথচ পাসপোর্টে রবি শর্মা নাম ছিল। ওই বাংলাদেশি নাম ভাঁড়িয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়ে পার্ক স্ট্রিটের হোটেলে কাজ নিয়েছিল। পাসপোর্ট জালিয়াতি চক্রের জাল অনেক পর্যন্ত বিস্তৃত বলে পুলিশ মনে করছে।
#Fake passpost#arrest #dattapukur
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
মাদক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে, আগাম জামিন চাইতে গিয়ে জুটলো জেল ...
অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...
কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...
নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...
বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...
মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...
বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...
আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো, র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...
বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...
বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...
অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...
বড়দিনের ‘উপহার’ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...
মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...
আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...
বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...
চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...