মঙ্গলবার ২৮ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | জাল পাসপোর্ট কাণ্ডে দত্তপুকুর থেকে গ্রেপ্তার ১, উদ্ধার এটিএম কার্ড-সহ বহু নথি

Sumit | ২৫ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৩৯Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরও একধাপ এগিয়ে গেল পুলিশ। এবার পুলিশের জালে এক প্রৌঢ়। বুধবার ভোররাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ছোট জাগুলিয়া থেকে তাকে পাকড়াও করা হয়েছে। ধৃতের নাম মোক্তার আলম। ধৃতের কাছে বিভিন্ন ব্যাঙ্কের বেশ কয়েকটি এটিএম কার্ড পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি প্যান কার্ডও তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে।


সম্প্রতি জাল পাসপোর্ট মামলার তদন্তে নেমে কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখা ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের সন্দেহ, ভুয়ো নথিপত্রের মাধ্যমে একটি চক্র জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে। ওই চক্রের শিকড় খুঁজতে কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখা তদন্তে নেমেছে। কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি উত্তর ২৪ পরগনার বসিরহাটে তদন্ত চালিয়ে পুলিশ বেশ কিছু জাল পাসপোর্ট উদ্ধার করেছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।


‌দিন দশক আগে বারাসতে টাকি রোডের ধারের একটি বহুতল থেকে জাল পাসপোর্ট চক্রে জড়িত অভিযোগে সুরজিৎ বিশ্বাস নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে। তাকে জেরা করে পুলিশ দত্তপুকুরের মোক্তার আলমের নাম জানতে পারে। বুধবার ভোররাতে কলকাতা পুলিশের দুর্নীতির দমন শাখার আধিকারিকরা ছোট জাগুলিয়া গ্রামে আচমকা অভিযান চালান। সঙ্গে ছিল দত্তপুকুর থানার পুলিশও। তদন্তকারীরা মোক্তার আলমের বাড়িতে হানা দেন। তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে পুলিশ বেশ কিছু প্যানকার্ড উদ্ধার করে। পাওয়া গিয়েছে বেশ কয়েকটি ব্যাঙ্কের এটিএম কার্ডও।

 

 এরপরই মোক্তার আলমকে গ্রেপ্তার করা হয়। হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে সদ্য নির্বাচিত বিধায়ক শেখ রবিউল ইসলামের বাড়ি ওই এলাকাতেই। রবিউল বলেন, 'পুলিশ জাল পাসপোর্ট কাণ্ডের তদন্ত করছে বলে শুনেছি। মোক্তার আলম নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরাও চাই, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের সঠিক তদন্ত হোক। যারা জড়িত আছে, পুলিশ তাদের গ্রেপ্তার করুক। আইন আইনের পথেই চলবে।'


পুলিশ সূত্রে খবর, ধৃত মোক্তার এলাকায় আমদানি-রফতানি ব্যাবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দিত। আড়ালে চলত তার পাসপোর্ট জালিয়াতির কাজ। বাংলাদেশ থেকে লোক পারাপারের কাজেও তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০২১ সালে পাসপোর্ট জালিয়াতিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। জেল থেকে ছাড়া পেতেই সে আবার সেই কাজে নেমে পড়ে। কিন্তু শেষরক্ষা হল না। বুধবার ভোররাতে কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখা তাকে গ্রেপ্তার করল। 


পুলিশ সূত্রে আরও খবর, নভেম্বর মাসের শেষের দিকে পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে বাংলাদেশি এক নাগরিককে পুলিশ গ্রেপ্তার করে। দু’বছর আগে সে বাংলাদেশ থেকে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল। তার কাছে একটি পাসপোর্টও পাওয়া গিয়েছিল। পুলিশ জানিয়েছিল, ওই ব্যক্তির নাম সেলিম মাতব্বর। অথচ পাসপোর্টে রবি শর্মা নাম ছিল। ওই বাংলাদেশি নাম ভাঁড়িয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়ে পার্ক স্ট্রিটের হোটেলে কাজ নিয়েছিল। পাসপোর্ট জালিয়াতি চক্রের জাল অনেক পর্যন্ত বিস্তৃত বলে পুলিশ মনে করছে।


#Fake passpost#arrest #dattapukur



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

দুয়ারে সরকার, গ্রাহক পরিষেবায় প্রথম মালদহ, জানিয়ে দিল জেলা প্রশাসন  ...

ধারের টাকা মেটাতে ব্যবসায়ীকে অপহরণ, বড় অঙ্কের মুক্তিপণ আদায়, সিসিটিভি ফুটেজ ধরিয়ে দিল ৫ জনকে...

আবাসের টাকা ঢোকার পরেই কাটমানি চাওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে, মালদার হরিশচন্দ্রপুরে চাঞ্চল্য...

পিকনিকে চলল গুলি, নৈহাটিতে ব্যাপক হইচই

আইনজীবীকে নিগ্রহ, চন্দননগর আদালতে কাজ বন্ধ করলেন আইনজীবীরা...

৪৮ ঘণ্টাতেই সাফল্য, ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনার কিনারা করল আসানসেল পুলিশ, গ্রেপ্তার চার...

ভেজাল ঘি তৈরির বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩ ঘি-ব্যবসায়ী...

জলপাইগুড়ি বইমেলায় টেকনো ইন্ডিয়া স্কুলের সংবর্ধনা ক্রীড়া এবং বিজ্ঞানের কৃতি পড়ুয়াদের...

ভরা মাঘে ফের শীতের ইনিংস শুরু! হু-হু করে নামবে পারদ, রইল আবহাওয়ার বড় আপডেট ...

নজর কাড়েন প্রথম মহিলা ঢাকি দল গড়ে, পদ্মশ্রী সম্মান প্রাপ্তির পর বড় বার্তা দিলেন মছলন্দপুরের গোকুল  ...

শীতের মরশুমে উত্তরবঙ্গে বিশেষ অতিথি হাজার হাজার পাখি, রসিকবিলে শুরু হল পাখিশুমারি...

রাতবিরেতে ধারালো অস্ত্র হাতে ঘুরছে কে? ভয়ে তটস্থ গ্রামবাসীরা, আতঙ্ক কালনার গ্রামে ...

মমতা শঙ্কর থেকে অরিজিৎ সিং, বাংলার ন'জনের ঝুলিতে এল পদ্মশ্রী সম্মান, রইল তালিকা ...

নরেন্দ্রপুরের স্কুলের ক্লাসরুম থেকে উদ্ধার শিক্ষকের ঝুলন্ত দেহ, শোরগোল গোটা এলাকায় ...

চুঁচুড়ায় সাড়ম্বরে পালিত হল জাতীয় ভোটার দিবস ...



সোশ্যাল মিডিয়া



12 24