বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | ‘এবার ট্যাক্স লাগবে আলো-বাতাসেও’, পপকর্নে জিএসটি লাগু হতেই ক্ষোভে ফুঁসছে জেন-জি

Riya Patra | ২৪ ডিসেম্বর ২০২৪ ১০ : ৩৩Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: সিনেমা হল হোক কিংবা শীতের অলস বিকেল, পপকর্ণ বহুজনের অতিপ্রিয়। কেউ কেউ সিনেমা হলে পপকর্ণ কিনবেন না, তেমনটা ভাবতেই পারেন না। অনেকেই বিকেল হলে আবদার করেন পপকর্নের। কিন্তু তাতেই এবার জিএসটি। আর সেই জিএসটি লাগুর খবরে রীতিমত ফুঁসছে জেন-জি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে কটাক্ষ করে অনেকেই লিখছেন, এবার থেকে তিনি ট্যাক্স নেবেন আলো-বাতাসেও।

শনিবার ৫৫তম বৈঠকের পর জিএসটি কাউন্সিলের তরফে জানানো হয়েছে, পপকর্নের উপর বর্তমানে লাগু হওয়া জিএসটি হারে কোনও পরিবর্তন হবে না। বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পপকর্নের উপর জিএসটি হার সম্পর্কে ব্যাখ্যা করেন। অর্থমন্ত্রী জানান, কিছু রাজ্যে নোনতা, ক্যারামেলাইজড, সাধারণ পপকর্নকে নোনতা হিসেবে ধরা হয়। ক্যারামেলাইজড পপকর্নে অতিরিক্ত চিনি ব্যবহৃত হয় বলে এর উপর করের হার আলাদা থাকছে।

বর্তমানে প্যাকেটজাত এবং লেবেলযুক্ত রেডি-টু-ইট পপকর্নের উপর ১২% জিএসটি ধার্য রয়েছে। ক্যারামেলাইজড পপকর্নের উপর করের হার ১৮%। অপরদিকে, প্যাকেট ছাড়া এবং লেবেলবিহীন নোনতা ও মশলা মেশানো পপকর্নের উপর মাত্র ৫% জিএসটি ধার্য করেছে কেন্দ্রীয় সরকার। জিএসটি কাউন্সিল জানিয়েছে, পপকর্নের বৈচিত্র্যপূর্ণ গুণাগুণ এবং প্রস্তুত প্রণালীর ওপর নির্ভর করে এই জিএসটির পার্থক্য ঠিক করা হয়েছে। শীঘ্রই একটি বিবৃতি জারি করা হবে যা গোটা বিষয়টিকে আরও স্পষ্ট করবে। এই ঘোষণার পরেই সামাজিক মাধ্যমে পপকর্নের উপর জিএসটি নিয়ে মিমের ঝড় তোলেন নেটিজেনরা। 

সাধারণ মানুষ এবং পপকর্নপ্রেমীরা এই কর কাঠামো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ হাস্যরসের মাধ্যমে বিষয়টি উপভোগ করলেও অনেকেই পপকর্নের উপর জিএসটি ধার্য করা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ এই নয়া সিদ্ধান্ত নিয়ে মিম বানিয়েছেন, সেসব শেয়ার করে আবার প্রশ্ন করেছেন, এই মিম তৈরির জন্য কবে থেকে ট্যাক্স, জিএসটি ধার্য হবে? কেউ কেউ আবার বলছেন, এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এসেছে বলে মাঝখান থেকে একটু মনোযোগ পেল পপকর্ন। নইলে তো অনেকে তার কথা ভুলেই গিয়েছিলেন। পপকর্নের সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ছবি নিয়েও অনেকে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর বলছেন এবার পপকর্ন থেকে সোনার সমান টাকা পাবে কেন্দ্র। সল্টেড এবং ক্যারামেল পপকর্নের উপর আলাদা আলাদা জিএসটি ধার্য হওয়ার কথা জেনে, অনেকেই সল্টেড অ্যান্ড ক্যারামেল ফ্লেভারের পপকর্নের উপর কত জিএসটি ধার্য হবে? সেই প্রশ্ন করেছেন। কেউ কেউ বলছেন, এবার পপকর্নের অভ্যাস ছেড়ে শুকনো মুড়ি খাওয়ার অভ্যাস করবেন।


# GSTOnCaramelisedPopcorn#GSTOnPopcorn#popcorn



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

আজব কাণ্ড, মাতৃত্বকালীন ছুটি পেলেন সরকারি স্কুলের এক শিক্ষক! ...

দিল্লির সেনা এলাকা থেকে উদ্ধার নিখোঁজ নাবালিকার দেহ! ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের...

৩০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, মর্মান্তিক পরিণতি জওয়ানদের...

পুরু বরফের চাদরে ঢাকল হিমাচল প্রদেশ, মৃত ৪, ভারী তুষারপাতে বন্ধ ৩৫০ রাস্তা...

ধর্ষিতা-অ্যাসিড আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা করতে হবে, যুগান্তকারী নির্দেশ দিল্লি হাইকোর্টের ...

শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি ঢাকার, কী জানাল নয়াদিল্লি? ...

যেন লোকাল ট্রেন, ৩৬ হাজার ফুটে বিমানে চাওয়ালা! আবাক কাণ্ডে নিমেষে তাণ্ডব নেটদুনিয়ায়...

নিজেদের মধ্যে আরও বেশি সমন্বয়সাধন প্রয়োজন, দিল্লিতে বামেদের শীর্ষ নেতৃত্বের বৈঠকে গৃহীত হল সিদ্ধান্ত...

দুই স্বামী, গলায় পড়েন দু'টি মঙ্গলসূত্র! তুমুল ভাইরাল মহিলার ভিডিও...

পঞ্চম-অষ্টমের পড়ুয়াদের জন্য ‘নো ডিটেনশন পলিসি’ বাতিল কেন্দ্রের...

৩০-এর আগেই কোটিপতি, দেশের ১৫ শতাংশ আছে সেই তালিকায়, বলছে রিপোর্ট...

দামি গাড়ি হলেই নিরাপদ? বেঙ্গালুরুর ভলভো দুর্ঘটনায় ৬ যাত্রীর মৃত্যুর পর উঠল প্রশ্ন ...

পুরীর মন্দিরে জগন্নাথ দর্শনে নয়া নিয়ম, নতুন বছরের শুরু থেকেই......

রাজ্যে সুরা পান নিষিদ্ধ, বিমানে তো নয়, ৪ ঘণ্টার বিমানযাত্রায় নিমেষে শেষ দু'লক্ষের মদ...

ইচ্ছামৃত্যু চেয়েছিলেন বৃদ্ধ কৃষক, বদলে জুটল ৯.৯১ লাখ পুলিশি জরিমানা! কেন?...



সোশ্যাল মিডিয়া



12 24