বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | ভূস্বর্গে টোটা জমজমাট! কেমন হল সৃজিত মুখোপাধ্যায়ের ‘শেষ’ ফেলুদা-অভিযান?

পরমা দাশগুপ্ত | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ ডিসেম্বর ২০২৪ ২১ : ১৫Snigdha Dey


দুধসাদা বরফে ঢাকা ছবির মতো কাশ্মীর। নীলচে রহস্য ঘেরা পর্বতমালা, চিনার গাছে মোড়া উপত্যকা, ডাল লেকে মুঠো মুঠো রং ছড়ানো শিকারা-হাউসবোটের দল, লিডার নদীর মায়া। ওটিটি নয়, ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ বড় পর্দায় মুক্তি পেলে তার জাদু আরও বেশ কয়েক গুণ বেড়ে যেত। এ কথা বোধহয় হলফ করে বলাই যায়। 


হইচইয়ে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’র দ্বিতীয় সিজন। এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের শেষ ফেলুদা-অভিযান। নিজেই জানিয়েছেন সে কথা। দর্শকের জন্য এটা নিঃসন্দেহে খারাপ খবর। কারণ, সৃজিতের ‘ফেলুদা’। সিরিজের প্রথম সিজনে ‘দার্জিলিং জমজমাট’-এর পরে এবার ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’— বাঙালির নস্টালজিয়ার সঙ্গে বেশ খানিকটাই মিলেমিশে যেতে পেরেছেন পুষ্পরাগ ‘টোটা’ রায়চৌধুরী। সত্যজিৎ রায়ের সিগনেচার ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরে এই চরিত্রে দর্শক ভালবেসেছিলেন একমাত্র সব্যসাচী চক্রবর্তীকে। হইচইয়ের এবারের সিজন বলছিল ছিপছিপে সুঠাম চেহারা, চোখে-মুখে-উজ্জ্বল হাসিতে বুদ্ধিমত্তার ঝলকে, বাঙালিয়ানায়, স্পষ্ট নির্ভুল উচ্চারণে টোটাও মন কাড়ছেন ক্রমশ। তাই কিংবদন্তি হয়ে চরিত্রটায় তাঁকে আর দেখতে না পাওয়া লোকসান বইকি!  


‘একেনবাবু’র ছায়া থেকে পুরোদস্তুর না বেরোলেও ‘জটায়ু’র জুতোয় খাপে খাপ পা গলিয়েছেন অনির্বাণ চক্রবর্তীও। লালমোহন বাবুর রসবোধ থেকে বাঙালিয়ানা, কিংবা ভুল বলে ফেলুদার বকুনি খাওয়ার মুহূর্তগুলোয় অনির্বাণের বলিষ্ঠ অভিনয় সন্তোষ দত্তকে মনে পড়িয়ে দেয় যখনতখন। 


তবে হ্যাঁ, নিরাশ করল ‘তোপসে’! চোখেমুখে সারল্য মাখা, ফেলুদার ছায়াসঙ্গী যে নিষ্পাপ কিশোর বাঙালির মনের মধ্যে বসে আছে, কল্পন মিত্র তার ধারেকাছেও পৌঁছতে পারেননি। বরং তাঁর ভাবভঙ্গী, কথা বলার ধরন কিছুটা পাকামো, কিছুটা বাড়তি ঠেকে। 
মূল গল্পটা মোটামুটি এক। শ্রীনগর যাওয়ার পথে তিন মূর্তির সঙ্গে আলাপ রিটায়ার্ড জজ সিদ্ধেশ্বর মল্লিক (রজতাভ দত্ত), তাঁর সেক্রেটারি সুশান্ত সোম (ঋদ্ধি সেন), বন্ধু ডাক্তার মজুমদার (দেবেশ চট্টোপাধ্যায়), ছেলে বিজয় (শাওন চক্রবর্তী), তার সদ্যপরিচিত বন্ধু অরুণ সরকার (অনিরুদ্ধ গুপ্ত) এবং বেয়ারা প্রয়াগের সঙ্গে। এবং সেই সূত্রেই একসঙ্গে কাশ্মীর ভ্রমণ শুরু। ‘ফেলুদা অ্যান্ড কোং’ জানতে পারে আরও এক অদ্ভুত তথ্য। জজ থাকাকালীন বেশ কিছু ফাঁসির আদেশ নিয়ে অনুতাপ, দোলাচলে ভোগা সিদ্ধেশ্বর ইদানীং প্ল্যানচেটে তাদের আত্মাকে ডাক পাঠান। শ্রীনগরের হাউসবোটে, গুলমার্গের লগকেবিনে, পহলগামের তাঁবুতে এমন কিছু সেশনে যোগও দেয় ফেলুদা-তোপসে-লালমোহনবাবু। আর এ সবের ফাঁকেই ঘটতে থাকে একের পর এক হামলা। শেষমেশ খুন হয়ে যান সিদ্ধেশ্বর স্বয়ং। এরপর কীভাবে ফেলুদা এ কেসের সমাধান করল, তা নিয়েই গল্প এগোয় সিরিজের।


কিন্তু মুশকিলটা হল, সিরিজে প্রেক্ষাপট বেশ অনেকটাই বদলে দিয়েছেন সৃজিত। ১৯৮৭-র গল্পে সময় এগিয়ে যাওয়ায় কাশ্মীরের রাজনীতির অঙ্ক, সন্ত্রাসবাদী কার্যকলাপ, ভারত-পাকিস্তানের সমীকরণ, ‘র’-এর কাজকর্ম— সবটাই হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে প্লটে। এবং সিরিজে ফেলুদা-তোপসেকে নিয়ে জটায়ু কাশ্মীর চলেছেন জ্যোতিষীর পরামর্শে, রাইটার্স ব্লক ছাড়াতে! তা ছাড়া, সাবপ্লট হিসেবে বিজয়ের ড্রাগের নেশার সংযোজন একটু বেশিই গুরুত্ব পেয়ে গিয়েছে। সেখানে গল্পে এত কাটাছেঁড়াকে বাঙালি দর্শক আপন করে নেবে কিনা, সেটা ভাবা জরুরি।      
সিরিজে রজতাভ, দেবেশের মতো জাত অভিনেতাদের কথা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। ঋদ্ধিও দারুণ। তবে এত জনের ভিড়েও কিন্তু আলাদা করে চোখ টেনেছেন দু’জন। অনিরুদ্ধ এবং শাওন। ফেলুদা-লালমোহনবাবুর কথাবার্তার দৃশ্যগুলোয় বুদ্ধিদীপ্ত  সংলাপের  মুচমুচে স্বাদও বেশ  লাগে। 


তবে যেটা ভাল লাগেনি তা হল, সিগনেচার ডায়লগ বলে ‘হাইলি সাসপিশাস’, ‘ভাল লাগছে না রে তোপসে’, ‘প্রদোষ মিত্র নয় প্রদোষ সি মিটার’-এর মতো সংলাপগুলো যত্রতত্র গুঁজে দেওয়া। পাশাপাশি কথাবার্তার দৃশ্যগুলো লম্বা হয়ে যাওয়ায় এপিসোডের দৈর্ঘ্য বজায় রাখতে গিয়ে রোমাঞ্চ, অ্যাকশন বা ট্যুইস্টের জায়গাগুলোয় কোথাও কোথাও খানিক তাড়াহুড়োও ঠেকে। আরও একটা ব্যাপার— প্রতিবারই প্ল্যানচেটে ফাঁসি হয়ে যাওয়া আত্মারা সিদ্ধেশ্বর ক্ষমা চাওয়া পর্যন্ত অপেক্ষা করে এবং ক্ষমা করে দেওয়ার সংলাপটা বলেই তড়িঘড়ি প্রস্থান করে কেন বোঝা গেল না! রোমাঞ্চ জাগায় না  এবং কানে লাগে ডাল লেকের বিখ্যাত চারচিনার দ্বীপকে চারমিনার বলে উল্লেখ করা। যত্নে সাজানো সিরিজে এই ভুলটা সৃজিতের থেকে প্রত্যাশিত ছিল না।


তবে সিরিজের সেরা চমক কোলাজে ফেলুদার সেরা কেসগুলোকে ফিরে দেখা। মাত্র দু’মিনিট। তাতেই হুশ করে এক চক্কর ঘুরে আসা নস্ট্যালজিয়া ট্রিপে। শুধু এই ভাবনাটার জন্যই সৃজিতকে কুর্নিশ!


#hoichoi#feludaseries#hoichoiseries#bhushawrgabhayankar#totaroychowdhury#srijitmukherji#tollywood#bengaliseries



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

'সিনড্রেলা' এল ঘরে, বাবা হওয়ার আনন্দের মুহূর্ত আজকাল ডট ইনের সঙ্গে ভাগ করে নিলেন সপ্তক সানাই ...

শাহরুখের হাত ধরে বড়পর্দায় রাজকুমার? কোন ছবিতে তাঁর গলায় ফের শোনা যাবে ‘জানি’ সংলাপ? ...

আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ অনিল, তুলনা করলেন কোন কিংবদন্তি বলি-পরিচালকের তুলনা অনিল কাপুরের?...

২২ বছর পার, আরিয়ান ও ইব্রাহিমকে নিয়ে তৈরি হবে ‘কাল হো না হো’র সিক্যুয়েল? ...

অটো চালকের সামনে আমিরকে বাবা বলে অস্বীকার করেছিলেন জুনেইদ! কী কারণ জানেন?...

আমিরের ছেলেকে নাচ শেখাতে গিয়ে কী দশা হয়েছিল ফারহার? 'লভইয়াপ্পা'র শুটিং ফ্লোরের গোপন তথ্য ফাঁস করলেন জুনেইদ...

Exclusive: লর্ডসে না খেললে যেমন কুলীন ক্রিকেটার হওয়া যায় না, কলকাতায় পারফর্ম না করলে সেরা শিল্পী হওয়া যায় না: পরেশ রাওয়া...

বহুদিন আগেই আলাদা হয়েছে দু'জনের পথ, প্রাক্তন স্ত্রীর হাতের রান্না খেয়ে ফের প্রেমে পড়লেন যুবক! ...

ফের পর্দায় রোম্যান্সে মজবেন অভিতাভ-রেখা? জয়ার সামনেই ফের 'সিলসিলা'য় মাতবেন 'বিগ বি'!...

বান্ধবীর বরের সঙ্গে পরকীয়া থেকে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! এই নায়িকার বাস্তব জীবনের কাছে হার মানবে হিন্দি সিরিজও ...

বাংলা বাঁচাতে জিতের সঙ্গী মিঠুন-পুত্র মিমো, চমকে ভরা 'খাকি দ্যা বেঙ্গল চ্যাপ্টার'-এর প্রথম ঝলক...

‘আশিকি ৩’ থেকে তৃপ্তির বাদ পড়ার নেপথ্যে পর্দায় ঘন ঘন যৌনদৃশ্যে অভিনয়? ফাঁস অনুরাগ বসুর...

হামলার পর প্রথমবার লাইম লাইটে ফিরলেন সইফ! কোনও নিরাপত্তা ছাড়াই কোথায় গেলেন অভিনেতা?...

‘...শিরদাঁড়ায় যেন সুচ বিঁধে রয়েছে’, এবারের সরস্বতী পুজো সোনু নিগমের ‘জীবনের অন্যতম কঠিন দিন’! কিন্তু কেন ?...

জল্পনা সরিয়ে বিয়ের পিঁড়িতে সাহেব-সুস্মিতা! প্রকাশ্যে জুটির শুভ মুহূর্তের ছবি...



সোশ্যাল মিডিয়া



12 24