মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Kaushik Roy | ২১ ডিসেম্বর ২০২৪ ১৩ : ৪০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বর্ডার গাভাসকার ট্রফির বক্সিং ডে টেস্ট। সিরিজের চতুর্থ টেস্টের আগে ফের ভারতীয় ক্রিকেটারদের ওপর মানসিক চাপ দেওয়া চেষ্টায় অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম। বিরাট কোহলির পর এবার নিশানায় ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের অভিযোগ, সাংবাদিক সম্মেলনে ইংরেজিতে প্রশ্নের উত্তর দেননি জাদেজা। চতুর্থ টেস্টের আগে শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাড্ডু। সংবাদমাধ্যমে প্রশ্নে রবীন্দ্র জাদেজা তাঁর মাতৃভাষা হিন্দিতে উত্তর দেন। রিপোর্ট বলছে, জাদেজা ইংরেজিতে উত্তর দিতে অস্বীকার করেন।
জানান, দোভাষীর ব্যবস্থা করে হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ করে দেওয়া হোক তাঁর বক্তব্য। সেখানে অস্ট্রেলিয়ান সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। ইংরেজিতে উত্তর না দেওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। জাদেজা জানান, টিম বাস তাঁর জন্য দাঁড়িয়ে আছে। তাঁকে বাস ধরতে হবে। অস্ট্রেলিয়ান মিডিয়ার এই অভিযোগের বিরুদ্ধে এক ভারতীয় সাংবাদিক রবীন্দ্র জাদেজাকে সমর্থন করেছেন। তিনি বলেন, ‘ইংরেজিতে উত্তর দেওয়া বাধ্যতামূলক নয়। কোথাও বলা নেই ইংরেজিতেই উত্তর দিতে হবে’। ওই সাংবাদিক আরও উল্লেখ করেন, টিম বাস অপেক্ষা করছিল, তবুও জাদেজা প্রায় নয় মিনিট ধরে সাংবাদিক সম্মেলন করেন। তবে অনেকের মতে, এরকম বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে অস্ট্রেলিয়ান মিডিয়া ভারতীয় দলকে মানসিক ভাবে চাপে ফেলার চেষ্টা করছে। বক্সিং ডে টেস্টের আগে এই ধরনের বিতর্ক কেবলমাত্র খেলোয়াড়দের মনোভাবকে প্রভাবিত করার একটি প্রচেষ্টা।
উল্লেখ্য, কিছুদিন আগেই অস্ট্রেলিয়ান এই সাংবাদিকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বিরাট কোহলি। মেলবোর্ন বিমানবন্দরে পা রাখার পর এক মহিলা অজি সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন তিনি। অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ডের সাক্ষাৎকার নিচ্ছিলেন সাংবাদিকরা। সেই সময়ে কোহলি ও তাঁর পরিবারও মেলবোর্ন বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ক্যামেরা সঙ্গে সঙ্গে কোহলির দিকে ফোকাস করে। এটা দেখেই মেজাজ হারান কোহলি। মহিলা টিভি রিপোর্টারের সঙ্গে তর্ক জুড়ে দেন বিরাট। কোহলি ভেবেছিলেন, তাঁর পরিবার ও সন্তানদের ছবি তোলা হচ্ছে।কিন্তু পরিস্থিতি কিছুক্ষণ পরেই নিয়ন্ত্রণে আসে। সংশ্লিষ্ট মহিলা সাংবাদিকটি কোহলিকে জানান, তাঁর সন্তানদের ছবি ফ্রেমবন্দি করা হয়নি। রিপোর্ট অনুযায়ী, কোহলিকে পরে চ্যানেল সেভেনের সাংবাদিকের সঙ্গে হাত মেলাতে দেখা যায়।
নানান খবর
নানান খবর

কলকাতা হারল রে, প্লে অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রাহানেদের

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি