শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | কোহলির পর এবার জাদেজাকে মানসিক চাপে ফেলার চেষ্টায় অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম, কী ঘটল সাংবাদিক সম্মেলনে?

Kaushik Roy | ২১ ডিসেম্বর ২০২৪ ১৩ : ৪০Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বর্ডার গাভাসকার ট্রফির বক্সিং ডে টেস্ট। সিরিজের চতুর্থ টেস্টের আগে ফের ভারতীয় ক্রিকেটারদের ওপর মানসিক চাপ দেওয়া চেষ্টায় অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম। বিরাট কোহলির পর এবার নিশানায় ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের অভিযোগ, সাংবাদিক সম্মেলনে ইংরেজিতে প্রশ্নের উত্তর দেননি জাদেজা। চতুর্থ টেস্টের আগে শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাড্ডু। সংবাদমাধ্যমে প্রশ্নে রবীন্দ্র জাদেজা তাঁর মাতৃভাষা হিন্দিতে উত্তর দেন। রিপোর্ট বলছে, জাদেজা ইংরেজিতে উত্তর দিতে অস্বীকার করেন।

 

 

 

জানান, দোভাষীর ব্যবস্থা করে হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ করে দেওয়া হোক তাঁর বক্তব্য। সেখানে অস্ট্রেলিয়ান সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। ইংরেজিতে উত্তর না দেওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। জাদেজা জানান, টিম বাস তাঁর জন্য দাঁড়িয়ে আছে। তাঁকে বাস ধরতে হবে। অস্ট্রেলিয়ান মিডিয়ার এই অভিযোগের বিরুদ্ধে এক ভারতীয় সাংবাদিক রবীন্দ্র জাদেজাকে সমর্থন করেছেন। তিনি বলেন, ‘ইংরেজিতে উত্তর দেওয়া বাধ্যতামূলক নয়। কোথাও বলা নেই ইংরেজিতেই উত্তর দিতে হবে’। ওই সাংবাদিক আরও উল্লেখ করেন, টিম বাস অপেক্ষা করছিল, তবুও জাদেজা প্রায় নয় মিনিট ধরে সাংবাদিক সম্মেলন করেন। তবে অনেকের মতে, এরকম বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে অস্ট্রেলিয়ান মিডিয়া ভারতীয় দলকে মানসিক ভাবে চাপে ফেলার চেষ্টা করছে। বক্সিং ডে টেস্টের আগে এই ধরনের বিতর্ক কেবলমাত্র খেলোয়াড়দের মনোভাবকে প্রভাবিত করার একটি প্রচেষ্টা।

 

 

 

উল্লেখ্য, কিছুদিন আগেই অস্ট্রেলিয়ান এই সাংবাদিকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বিরাট কোহলি। মেলবোর্ন বিমানবন্দরে পা রাখার পর এক মহিলা অজি সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন তিনি। অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ডের সাক্ষাৎকার নিচ্ছিলেন সাংবাদিকরা। সেই সময়ে কোহলি ও তাঁর পরিবারও মেলবোর্ন বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ক্যামেরা সঙ্গে সঙ্গে কোহলির দিকে ফোকাস করে। এটা দেখেই মেজাজ হারান কোহলি। মহিলা টিভি রিপোর্টারের সঙ্গে তর্ক জুড়ে দেন বিরাট। কোহলি ভেবেছিলেন, তাঁর পরিবার ও সন্তানদের ছবি তোলা হচ্ছে।কিন্তু পরিস্থিতি কিছুক্ষণ পরেই নিয়ন্ত্রণে আসে। সংশ্লিষ্ট মহিলা সাংবাদিকটি কোহলিকে জানান, তাঁর সন্তানদের ছবি ফ্রেমবন্দি করা হয়নি। রিপোর্ট অনুযায়ী, কোহলিকে পরে চ্যানেল সেভেনের সাংবাদিকের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। 


#Ind vs Aus Live#Sports News#Cricket News



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বক্সিং ডে টেস্টের আগে ফের চোটের শঙ্কা ভারতীয় শিবিরে, হাত নিয়ে কাতরাতে দেখা গেল ফর্মে থাকা ওপেনারকে...

পৃথ্বী শকে আরও একটি লাইফলাইন দিল মুম্বই ক্রিকেট সংস্থা, কোন দলকে নেতৃত্ব দেবেন বিতর্কিত তারকা? ...

মেলবোর্নে জিতলেই সিরিজ প্রায় হাতের মুঠোয়, মনে করছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার...

ইপিএফ দুর্নীতির অভিযোগ উঠল রবিন উথাপ্পার বিরুদ্ধে, জারি হল গ্রেপ্তারি পরোয়ানা...

'মহিলা ফ্যানের থেকে প্রেমপত্র', অশ্বিনের উদ্দেশে আবেগঘন পোস্ট স্ত্রী প্রীতির...

'সবকিছু না জেনে, মন্তব্য করবেন না', সমালোচকদের পাল্টা জবাব পৃথ্বীর...

ভাগ্য বদলাতে ভোল বদলালেন, বক্সিং ডে টেস্টের আগে নতুন লুকে কোহলি ...

ম্যাচটা অন্তত ড্র হওয়া উচিত ছিল, গোয়ার কাছে হেরে ভাগ্যকে দুষলেন মোলিনা...

মাণ্ডবীতে নৌকাডুবি! থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...

গোয়ায় থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...

চলতি বছর বিসিসিআইয়ের লাভ হয়েছে ৪২০০ কোটি টাকা, বোর্ডের ব্যাঙ্ক ব্যালেন্স কত জানেন?...

বিজয় হাজারের প্রথম ম্যাচে বিশ্রামে সামি, আন্তর্জাতিক প্রত্যাবর্তনের কথা ভেবে আগাম সতর্কতা...

টি-২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছুঁলেন বাংলার রিচা...

‘বাবাকে ছেড়ে দিন’, অবসর বিতর্কে বাবার মন্তব্য নিয়ে মুখ খুললেন অশ্বিন, সোশ্যাল মিডিয়ায় দিলেন স্পষ্ট বার্তা...

লিগ শিল্ডের ভাবনা দূরে সরিয়ে গোয়া ম্যাচে ফোকাস মোলিনার...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24