বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২০ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪৬Sampurna Chakraborty
মোহনবাগান - ১ (দিমিত্রি-পেনাল্টি)
এফসি গোয়া - ২ (ব্রাইসন-২)
আজকাল ওয়েবডেস্ক: আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের। বেঙ্গালুরুর পর গোয়া। মাণ্ডবীর তীরে খোয়াল সাত ম্যাচ অপরাজেয় তকমা। শুক্রবার ফাতোর্দায় এফসি গোয়ার কাছে ১-২ গোলে হার বাগানের। হোসে মোলিনার দলের কাছে এটা ওয়েক আপ কল। শুরুতে একবার পিছিয়ে পড়ে সমতা ফেরায়। কিন্তু দ্বিতীয়বার আর হল না। ট্যাকটিক্যাল লড়াইয়ে মোলিনাকে মাত দিলেন মানোলো। আইএসএলে এই নিয়ে তৃতীয়বার মোহনবাগানকে হারাল গোয়া। ১২ ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে উঠে এল গোয়া। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে একেই সবুজ মেরুন। এদিন শেষদিকে সাদিকু দুটো নিশ্চিত সিটার মিস না করলে ব্যবধান আরও বাড়তে পারত। চেন্নাই, কেরল ম্যাচের পুনরাবৃত্তি। কিন্তু রেজাল্ট মিলল না। ঘরের মাঠে দুটো ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স না হলেও প্রয়োজনীয় সময় গোল তুলে নেয় বাগান। শেষ দশ মিনিটে ম্যাচের রং বদলে দেন গ্রেগ স্টুয়ার্ট, আশিক কুরুনিয়ন। এদিনও ৮০ মিনিটের মাথায় গত ম্যাচের সেরাকে নামান মোলিনা। কিন্তু এবার আর অঙ্ক মেলেনি। গ্যালারিতে বসে আফশোস করা ছাড়া কিছু করণীয় ছিল না স্টুয়ার্টের। এদিন মাঠে স্কটিশ তারকার অভাব স্পষ্ট ছিল।
ঘরের মাঠে শুরুটা ভাল করে গোয়া। বল ধরে খেলার চেষ্টা করে মানোলো মার্কুয়েজের দল। শুরুতে একটু ব্যাকফুটে ছিল সবুজ মেরুন ব্রিগেড। দুই কোচই ৪-২-৩-১ ফার্মেশনে দল সাজান। বাগানের মাঝমাঠে জমাট ভাব ছিল না। বরং গোয়ার মাঝমাঠের দখল নিজের হাতে রাখেন বোরহা। তবে বাঁ প্রান্ত সচল রাখেন লিস্টন কোলাসো। ম্যাচের ১৩ মিনিটে ফুটবল দেবতা গোয়ার সঙ্গ দেয়। ব্রাইসন ফার্নান্দেজের শট টম অ্যালড্রেডের পায়ে লেগে গোলে ঢুকে যায়। ভাগ্যের জোরে এগিয়ে যায় গোয়া। কিছুক্ষণ পরই ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল ব্রাইসনের সামনে। তাঁর শট তালুবন্দি করেন বিশাল কাইত। প্রথম ৩০ মিনিট কিছুটা ছন্নছাড়া দেখায় বাগানকে। তবে প্রথমার্ধের শেষ কোয়ার্টারে আক্রমণ বাড়ায়। প্রথম সুযোগ ৩৪ মিনিটে। অ্যালড্রেডের হেড বাঁচায় গোয়ার গোলকিপার। তার কয়েক মিনিট পরই সুযোগ পায় দিমিত্রি। কিন্তু বাইরে মারেন অজি তারকা।
প্রথমার্ধের শেষদিকে গোয়াকে চেপে ধরে লিস্টন, মনবীররা। গোলের সুযোগও আসে। দিমির কর্নার থেকে মনবীরের শট বাঁচান বিপক্ষের কিপার ঋত্বিক। এদিন পুরোপুরি অফকালার জেমি ম্যাকলারেন। প্রথমার্ধে খুঁজেই পাওয়া যায়নি অস্ট্রেলিয়ান বিশ্বকাপারকে। তিনি যে মাঠে আছেন, বোঝাই যায়নি। একই অবস্থা গোয়ায় একমাত্র স্ট্রাইকার আর্মান্দো সাদিকুর। প্রাক্তন মোহনবাগানিকে বোতলবন্দি রাখেন মোলিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরানোর সুযোগ পায় বাগান। সাহালের দূরপাল্লার গড়ানো শট বাঁচায় গোয়া কিপার ঋত্বিক। তবে ম্যাচে ফেরার জন্য অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৫৪ মিনিটে বক্সের মধ্যে বল সাদিকুর হাতে লাগায় পেনাল্টি দেন রেফারি ক্রিস্টাল জন। ৫৫ মিনিটে জোরাল স্পট কিক থেকে গোল করেন দিমিত্রি পেত্রাতোস। তারকা ফুটবলার গোলে ফিরলেও চিন্তায় ভাঁজ মোলিনার কপালে। পেনাল্টি থেকে দলকে সমতা ফেরানোর তিন মিনিটের মধ্যে তাঁর পরিবর্তে জেসন কামিন্সকে নামান বাগানের স্প্যানিশ কোচ। মাঠ ছাড়ার সময় অসন্তুষ্ট দেখায় পেত্রাতোসকে। কিন্তু বেঞ্চে বসেই উরুতে স্ট্র্যাপ বাঁধতে দেখা যায় দিমিকে। ম্যাচের ৬৮ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় গোয়া। বোরহার ক্রসে নীচু ডাইভিং হেড ব্রাইসনের। এরপরও গোলের সুযোগ পায় দু'দলই। কিন্তু স্কোর বদলায়নি। শুক্র রাতে ডাহা ব্যর্থ বাগানের দুই বিশ্বকাপার ম্যাকলারেন এবং কামিন্স।
#Mohun Bagan#FC Goa#Indian Super League
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
রোহিতকে ফিরিয়েও উৎসবে মাতেননি মির, কেন? কারণ জানালেন স্বয়ং বোলার ...
'অজুহাত দিও না', সামিকে না খেলানোয় প্রাক্তনের তোপের মুখে গম্ভীর-সূর্য ...
সংসারে ফাটল! স্বামীর সঙ্গে সম্পর্ক শেষ করতেই চরম পদক্ষেপ করলেন অস্ট্রেলিয়ান টেনিস তারকা?...
রঞ্জিতে ব্যর্থ রোহিত-শ্রেয়সরা, এই পাক তারকার পরামর্শ মেনে চললে রান পাবেনই দ্বিতীয় ইনিংসে ...
বোর্ডের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ, অতিরিক্ত টি-২০ খেলায় ভুগতে হচ্ছে, দাবি কীর্তি আজাদের...
ইডেনে ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন...
বৃদ্ধাঙ্গুষ্ঠ আর তর্জনী মিলিয়ে অভিষেকের অভিনব উদযাপন, কেন করলেন এমন সেলিব্রেশন? ...
ইডেনে বরুণের ঘূর্ণি, ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, হেলায় ইংল্যান্ডকে হারাল ভারত ...
মেয়ে কোহলির ভক্ত, বাটলারদের খেলা দেখতে ইডেনে সামারসেটের অন্যতম স্পনসর কর্তা...
মেয়ে কোহলির ভক্ত, বাটলারদের খেলা দেখতে ইডেনে সামারসেটের অন্যতম স্পনসর কর্তা...
শিশিরের জন্য বিশেষ প্রস্তুতি সূর্যদের, কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?...
আরও একটি উপভোগ্য ম্যাচের অপেক্ষা, কেমন হবে ইডেনের পিচ?...
আরও একটি উপভোগ্য ম্যাচের অপেক্ষা, কেমন হবে ইডেনের পিচ?...
'প্লেয়ারদের মন পড়তে পারে', ইংল্যান্ড সিরিজের আগে গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ সূর্য ...
বৃদ্ধ সিংহের কাছে থামলেন আলকারাজ, অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে জোকার ...