শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ১৯ ডিসেম্বর ২০২৪ ১৬ : ১৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কবিতা ও ললিতা (নাম পরিবর্তিত)। একে অপরকে ভালবেসে একসঙ্গেই বসবাস করছিল। কিন্তু, কবিতার বাবা মেয়ের সমলিঙ্গ সম্পর্ক মেনে নিয়ে পারেননি। অভিযোগ, জোর করেই কবিতার বাবা মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যায়। মেয়ের আপত্তি সত্ত্বেও তাঁকে জোর করে সেখানে কার্যত বন্দি করে রাখা হয়। পুলিশ কবিতাকে উদ্ধার করে একটি হোমে রেখেছিল। সেই হোম থেকেই কবিতা ফের ফেরে সঙ্গী ললিতার কাছে। কিন্তু রক্ষা পায়নি। ফের মেয়েকে ধরে নিয়ে যায় বাবা। এমনকি ললিতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে কবিতাকে অপহরণের অভিযোগ তুলে মামলা করেন। পাল্টা হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করেন ললিতা। ঘটনা অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার। সেই মামলারই রায় হয়েছে মঙ্গলবার।
বেঙ্গালুরু হাইকোর্টের নির্দেশ, সমকামী ওই দম্পতি একসঙ্গে থাকবেন। তাঁদের সঙ্গী নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাও নিশ্চিৎ করা হয়েছে। বিচারপতি আর রঘুনন্দন রাও এবং কে মহেশ্বরা রাওয়ের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সাবালোক ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণ, সঙ্গী নির্বাচন ও বিয়ের সিদ্ধান্তে অভিভাবকরা জোর করে হস্তক্ষেপ করতে পারেন না।
গত এক বছর ধরে বিজয়ওয়াড়ায় একসঙ্গে বসবাস করছেন সমকামী ললিতা ও কবিতা। সমাজের চোখ রাঙানি ছিলই। মাথা ব্যথার কারণ হয় এই সম্পর্ককে কবিতার বাবা মেনে নিতে না পারা। ললিতার অভিযোগ, একদিন আচমকা জোর করেই তাঁর সঙ্গী কবিতাকে বাবা ঘর থেকে কার্যত তুলে নিয়ে গিয়ে নিজের বাড়িতে আটকে রাখেন।
এরপর কবিতা নিখোঁজের অভিযোগ দায়ের করেন। ফলে বিষয়টি সামনে আসে। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কবিতাকে তাঁর বাবার বাড়ি থেকে উদ্ধার করে। সহ্গী ললিতার সঙ্গে থাকার জেদ সত্ত্বেও কবিতাকে এরপর তাঁকে ১৫ দিনের জন্য একটি ওয়েলফেয়ার হোমে রাখে পুলিশ। এরপর গত সেপ্টেম্বরে বাবার বিরুদ্ধে তাঁর সম্পর্ক এবং অন্যান্য বিষয় নিয়ে হয়রানির অভিযোগ দায়ের করেন কবিতা। হোম তেকে পুলিশের হস্তক্ষেপের পর কবিতা বিজয়ওয়াড়ায় সঙ্গী ললিতার কাছে ফিরে আসেন। কিন্তু কবিতাকে তাঁর বাবা আবার জোর করে নিয়ে যান। এমনকি ললিতার বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ করে মামলাও দায়ের করেন।
সঙ্গী কবিতাকে ফিরে পেতে পাল্টা হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করেন ললিতা। কবিতার কৌঁসুলি, জাদা শ্রাবণ কুমার সুপ্রিম কোর্টের রায়ের উদ্ধৃতি দিয়ে হাইকোর্টে জানান যে, কবিতা দ্ব্যর্থহীনভাবে কবিতার সঙ্গেই বসবাসের ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তাঁর পিতামাতার কাছে ফিরে যাওয়ার কোনও মত ছিল না। আদালতের নির্দেশে কবিতাকে মঙ্গলবার হাইকোর্টে হাজির করেছিল বিজয়ওয়াড়া পুলিশ। তিনি তাঁর সঙ্গীর সঙ্গে বসবাসের ইচ্ছার কথা আদালতে জানান।। এরপরই ডিভিশন বেঞ্চ জানায়, ললিতার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনও ফৌজদারি কার্যক্রম শুরু করা উচিত নয়।
#lesbiancouple#lesbiancouplemarriage#andhrapradeshhighcourt#andhrapradeshhighcourtonlesbiancouplemarriage
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
জন্মদিনেই নেতাজির 'মৃত্যুর তারিখ' উল্লেখ রাহুল গান্ধীর! সমালোচনার ঝড়...
এবার চিন সফরে ভারতের বিদেশ সচিব, বেজিংকে কী বার্তা দেবে দিল্লি? ...
'অহিংসার ধারনা রক্ষার জন্য হিংসা প্রয়োজন', ইঙ্গিতে কী বার্তা প্রবীণ আরএসএস নেতার?...
ইডলিতে কামড় দিলেই দিতে হচ্ছে হাজার হাজার টাকা! কী এমন রয়েছে তাতে? সত্যি সামনে আসতেই চোখ ছানাবড়া নেটিজেনদের ...
ক্লাস চলার মাঝেই বেরিয়ে গেল, সোজা ব্যালকনিতে, তারপরেই…, পড়ুয়ার চরম পদক্ষেপে আঁতকে উঠছেন সকলে...
ফাঁকা জমির উপর হাজার হাজার তাঁবু-কাঠামো! মহাকাশ থেকে কেমন দেখাচ্ছে মহাকুম্ভকে? ...
আচমকাই ঠান্ডা গায়েব দিল্লিতে! সামনে এল জানুয়ারিতেই তাপমাত্রা বাড়াল আসল কারণ ...
সমর্থন প্রত্যাহারের চিঠি ‘বিভ্রান্তকর’! উল্টে মণিপুর রাজ্য সভাপতিকেই বরখাস্ত, ঘণ্টায় ঘণ্টায় চর্চায় নীতীশের দল ...
‘আগুন লেগেছে’, আতঙ্কে ট্রেন থেকে লাইনে ঝাঁপ দিতেই যাত্রীদের পিষে দিল অন্য ট্রেন, হতাহত বহু ...
দুমদাম সার্চ করেন! এগুলো সার্চ করেননি তো? দেখে নিন, নইলে হানা দেবে পুলিশ...
বিয়ের কয়েক মিনিট আগে উধাও পাত্রী, তরুণীর আসল পরিচয় জেনে মাথায় হাত পাত্রের ...
মেধাবী পড়ুয়াদের জন্য বিশেষ লোনের অফার, টাকার অঙ্ক জানলে চোখ কপালে উঠবে ...
শীতের পথে বড় বাধা, কোথায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর...
আইফোন চোর সন্দেহে যুবককে বেদম মার, তার মাঝেই ঘটনায় নাটকীয় মোড়! কী এমন হল? ...
সুদ পাবেন ৮.৬০ শতাংশ, কোন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করবেন দেখে নিন...