শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৮ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৩৪Abhijit Das
মিল্টন সেন: অস্থায়ী কর্মীদের কর্মবিরতিকে কেন্দ্র করে আবর্জনায় পরিপূর্ণ জেলা সদর। যদিও চেয়ারম্যানের দাবি, শহরের অবস্থা ভাল। বাস্তবে ছবি বলছে অন্য কথা। শহরের সর্বত্র আবর্জনা জঞ্জালের স্তূপ। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে নোংরা। জমে রয়েছে জল, বেড়েছে মশার উপদ্রব। চরম অস্বাস্থ্যকর পরিবেশ জেলা সদর শহর চুঁচুড়ায়। কবে মিলবে পরিত্রাণ? নেই কোনও সদুত্তর। আতঙ্কিত বাসিন্দারা। এই সমস্যা চলছে চলতি মাসের ১ তারিখ থেকে।
স্থানীয় সূত্রে খবর, টানা দু'মাস বেতন হয়নি। তাই আন্দোলনে নেমেছেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মচারীরা। গত ১৮ দিন ধরে বন্ধ সাফাইয়ের কাজ। বকেয়া বেতনের দাবিতে পুরসভার প্রায় আড়াই হাজার অস্থায়ী কর্মী কাজ বন্ধ রেখেছেন। কবে বেতন হবে, বলতে পারছে না পুরসভা। সদর মহকুমাশাসকের সঙ্গে একাধিকবার বৈঠকেও বার হয়নি সমাধানসূত্র।
কোথাও বৃষ্টি নেই তবুও শহরের অনেক বাড়িতে ঢুকছে নর্দমার নোংরা জল। প্রতিকার চেয়ে সম্প্রতি রাস্তা অবরোধ করেন ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, চরম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তাঁদের বসবাস করতে হচ্ছে। চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের আন্দোলন চলছে বকেয়া বেতনের দাবীতে। কাজ করছেন না সাফাই কর্মীরা। ফলে জঞ্জালে পরিপূর্ণ শহর। নর্দমা পরিষ্কার না হওয়ায় নোংরা জল উপচে উঠছে রাস্তায়। এখনও ডেঙ্গু পরিস্থিতি বহাল রয়েছে। মাঝে মধ্যেই ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলছে। জমা জল নিয়ে প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবুও কোনও কোনও ওয়ার্ডে নর্দমার জল উপচে বাড়িতে ঢুকছে। কাউন্সিলরকে বলে কোনও কাজ হচ্ছে না।
গত ১৭ নভেম্বর পুরসভা এলাকায় জল-সহ যাবতীয় পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল অস্থায়ী কর্মীদের সংগঠন। সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লার হস্তক্ষেপে তা স্থগিত হয়। পরিস্থিতি নিয়ে চিন্তিত পুরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী। এদিন তিনি জানিয়েছেন, কিছু অস্থায়ী কর্মী, পাম্প অপারেটর এবং পুরসভার সীমিত স্থায়ী কর্মীদের জন্য পরিষেবা এখনও বহাল রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রগুলি ঠিকঠাক চলছে। অ্যাম্বুলেন্সগুলিও নিয়মিত পরিষেবা দিয়ে যাচ্ছে। বেশ কিছু অস্থায়ী সাফাইকর্মীরা কাজ করছেন না, তাই জঞ্জাল পরিষ্কারের কাজে বিলম্ব হচ্ছে। এই প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেছেন, ''শহরের অবস্থা যথেষ্টই ভাল। নির্মল বন্ধুরা পরিচ্ছনতার কাজ করছে।'' তবে চেয়ারম্যান যাই বলুক, শহরের ছবি অন্য কথা বলছে।
ছবি: পার্থ রাহা।
নানান খবর
নানান খবর

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

সারারাত ক্যাম্পাসে দাপিয়ে বেড়াল হাতি, আতঙ্কে ঘুম উড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ের পড়ুয়াদের

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?