বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | নেই কর্মসংস্থান! ভারতে কাজ খুঁজতে এসে গ্রেপ্তার বাংলাদেশের যুবক

Riya Patra | ১৮ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৫২Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: অশান্ত পদ্মাপার। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক আবহে সেখানে কোনও কাজ না পেয়ে ভারতে কাজ খুঁজতে এসে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশী যুবক। সূত্রের খবর তেমনটাই। গ্রেপ্তারির ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের সুতি থানার ছাবঘাটি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মহম্মদ মেহেদি, বয়স ২৬। বাড়ি বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, ‘গতকাল রাতে সুতি থানা এলাকা থেকে এক বাংলাদেশী যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কোন উদ্দেশ্যে সে ভারতে প্রবেশ করেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।‘ ধৃত যুবকের বিরুদ্ধে ১৪ ফরেনার্স আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বুধবার তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হচ্ছে বলে খবর। 

সুতি থানার এক আধিকারিক ঘটনা প্রসঙ্গে বলেন, মঙ্গলবার রাতে তারা গোপন সূত্রে খবর পান ছাবঘাটি এলাকায় এক যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। এরপরই পুলিশের একটি টহলদারি দল ওই এলাকায় গিয়ে যুবককে আটক করে।  ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, সে বাংলাদেশে কোনও কাজ না পেয়ে ভারতে কাজের সন্ধানে অবৈধভাবে সীমান্ত পার হয়ে সুতি থানা এলাকায় এসে পৌঁছেছে। 

পুলিশের ওই আধিকারিক আরও জানান, ‘ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে বাংলাদেশে সাম্প্রতিক অশান্তির আবহে সেখানে কাজের সুযোগ ক্রমেই কমে আসছে। তার ফলে প্রচুর যুবক-যুবতী নানা পন্থায় ভারতে প্রবেশ করার চেষ্টা করছে।‘ প্রসঙ্গত, জাল নথি ব্যবহার করে কয়েকজন বাংলাদেশি নাগরিককে পাসপোর্ট পেতে সাহায্য করার জন্য কলকাতা এবং তার আশেপাশের এলাকা থেকে গত কয়েকদিনে ৫জন গ্রেপ্তার হয়েছে।   

অপরদিকে অন্য একটি ঘটনায় বাড়ির ভেতর সুড়ঙ্গ তৈরি করে গোপনে গাঁজার ব্যবসা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সুতি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম  তৈয়বুর বিশ্বাস। তার বাড়ি সুতি থানার ইসলামপুর মধ্যপাড়া এলাকায়। ধৃতের বাড়ি থেকে পুলিশ প্রায় সাড়ে ৭ কেজি  উন্নতমানের গাঁজা উদ্ধার করেছে। ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজার কারবার করছিল বলে পুলিশের কাছে খবর ছিল।  একাধিকবার তার বাড়িতে অভিযান চালিয়েও কোনও কিছু উদ্ধার হয়নি। মঙ্গলবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায়, ওই ব্যক্তি বাড়ির মধ্যে গোপনে একটি সুড়ঙ্গ তৈরি করেছে এবং সেখানেই গাঁজা লুকিয়ে রাখা হয়েছে। এরপর পুলিশের একটি দল তৈয়বুরের বাড়িতে চালিয়ে সেই গাঁজা উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে।


#Bnagladeshi Youth#Bnagladesh#Youth Arrested#arrest#Bangladesh-India



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

দার্জিলিংয়ে শুরু মেলো টি ফেস্ট, যোগ দিচ্ছে সুইডিশ রক ব্যান্ড...

তথ্যপ্রযুক্তিতে আরও এগিয়ে গেল বাংলা, ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করলেন মমতা...

কর্মবিরতির জেরে বন্ধ সাফাই, নোংরা জল সর্বত্র, অস্বাস্থ্যকর পরিবেশে প্রাণ ওষ্ঠাগত চুঁচুড়ার বাসিন্দাদের...

দুই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে উত্তাল ময়নাগুড়ি, চলল লাঠি, ফাটল কাঁদানে গ্যাসের শেল...

এক নম্বরের জন্য হাতছাড়া লটারির ১ কোটি টাকা, আত্মঘাতী যুবক...

ঘুষের বিনিময়ে ফিট সার্টিফিকেট, চিকিৎসকের কারাদণ্ডের নির্দেশ ...

ভাতারে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার, এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ...

বাড়িতে ঢুকে সাত মণ ধান সাবাড়, শুঁড়ে করে এক বস্তা ধান নিয়ে জঙ্গলে ফিরল হাতি ...

হাওড়ায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ, কবে মিলবে?

নলেনগুড়ের সঙ্গে মিশে যাচ্ছে চিনি! হুবহু এক দেখতে হলেও মিলছে না সেই একই স্বাদ, শীতের মুখেই মনখারাপ...

সচেতনতার বার্তা নিয়ে জলপথে হুগলিতে বিএসএফের মহিলা র‌্যাফটিং টিম...

খুন–ধর্ষণের মামলায় রেকর্ড সময়ে ন্যায়বিচার, ফারাক্কাবাসী দিল পুলিশ সুপারকে সংবর্ধনা ...

বাস্তবের ‘‌পুষ্পা’‌, দুই লাল চন্দন কাঠ পাচারকারীকে কঠোর শাস্তি আদালতের...

৯ মাস বয়সে হারিয়েছিলেন দৃষ্টিশক্তি, অধ্যাপক হওয়ার লক্ষ্যে কঠিন পথে লড়াই অনুপের ...

গলায় জ্বলজ্বলে বেল্টই 'রক্ষাকবচ', পথ কুকুরদের বাঁচাতে বড় উদ্যোগ যুবকের...



সোশ্যাল মিডিয়া



12 24