বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৮ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৫৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ফরাক্কায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার জন্য পুরস্কৃত হলেন ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিক নীলোৎপল মিশ্র সহ মোট চারজন অফিসার। বুধবার জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ছাড়াও এই মামলার তদন্তকারী অফিসার এবং 'সিট'-এর দুই সদস্যকে পুরস্কৃত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, চার আধিকারিকের হাতে তাঁদের ভাল কাজের স্বীকৃতি স্বরূপ 'অ্যাপ্রিসিয়েশন লেটার' এবং নগদ আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়াও চার পুলিশ আধিকারিকের প্রত্যেকে নিজেদের চাকরির সার্ভিস বুকে 'গুড সার্ভিস মার্ক' পেয়েছেন।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, 'এই মামলার তদন্তের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত চার আধিকারিককে আজ পুরস্কৃত করা হয়েছে।'
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর দাদুর বাড়ির সামনে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ফরাক্কা রেল কলোনি এলাকার বাসিন্দা বছর দশকের এক নাবালিকা। এর প্রায় ৩ ঘণ্টা পর দীনবন্ধু হালদার নামে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। ফরাক্কা পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হয় দীনবন্ধু। পরে তাকে জেরা করে জানা যায় ওই নাবালিকার খুন- ধর্ষণের ঘটনায় শুভজিৎ হালদার নামে আরও এক যুবক জড়িত। তাকেও গ্রেপ্তার করে পুলিশ।
নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় মাত্র ২১ দিনের মধ্যে দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল ফরাক্কা থানার পুলিশ। এরপর ৬১ দিনের মধ্যে গোটা বিচার প্রক্রিয়ার সম্পূর্ণ হয় এবং আদালত দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে করে একজনকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে আজীবন কারাবাসের সাজা শোনায়।
গোটা তদন্ত প্রক্রিয়া যাতে 'ফুল প্রুফ' হয় তা সুনিশ্চিত করতে একদিকে যেমন পুলিশ সুপার নিজে গোটা বিষয়টির দিকে নজর রেখেছিলেন, তেমনিই ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে তদন্তকারী অফিসাররা দিনরাত এক করে বিভিন্ন তথ্য প্রমাণ এবং ফরেন্সিক রিপোর্ট দ্রুত সংগ্রহ করেছেন। রাজ্যে প্রথমবার এই মামলায় 'ড্রোন ম্যাপিং' করা হয়।
রাজ্য পুলিশের শীর্ষ স্তর থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, ফরাক্কার নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত এবং বিচার প্রক্রিয়ার বিস্তারিত জানতে ইতিমধ্যে একাধিক রাজ্যের পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। তদন্ত প্রক্রিয়ার 'ফরাক্কা মডেল' নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন 'ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে'র তরফ থেকেও বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছে।
#farakka#murshidabad
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বিষধর সাপ থেকে বাঘরোল, নেশা অনাথ শাবকদের উদ্ধার করা, বাড়িতেই মিনি হাসপাতাল গড়েছেন যুবক ...
হয় ব্যবস্থা নিন নয়তো ঘেরাও করব, জেলার নার্সিংহোম প্রসঙ্গে সিএমওএইচ-কে হুঁশিয়ারি বিধায়কের ...
বিশেষ চাহিদাসম্পন্নদের শংসাপত্র নিয়ে রমরমিয়ে চলছে দালাল চক্র, হাতেনাতে আটক এক...
দার্জিলিংয়ে শুরু মেলো টি ফেস্ট, যোগ দিচ্ছে সুইডিশ রক ব্যান্ড...
তথ্যপ্রযুক্তিতে আরও এগিয়ে গেল বাংলা, ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করলেন মমতা...
ঘুষের বিনিময়ে ফিট সার্টিফিকেট, চিকিৎসকের কারাদণ্ডের নির্দেশ ...
ভাতারে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার, এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ...
বাড়িতে ঢুকে সাত মণ ধান সাবাড়, শুঁড়ে করে এক বস্তা ধান নিয়ে জঙ্গলে ফিরল হাতি ...
হাওড়ায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ, কবে মিলবে?
নলেনগুড়ের সঙ্গে মিশে যাচ্ছে চিনি! হুবহু এক দেখতে হলেও মিলছে না সেই একই স্বাদ, শীতের মুখেই মনখারাপ...
সচেতনতার বার্তা নিয়ে জলপথে হুগলিতে বিএসএফের মহিলা র্যাফটিং টিম...
খুন–ধর্ষণের মামলায় রেকর্ড সময়ে ন্যায়বিচার, ফারাক্কাবাসী দিল পুলিশ সুপারকে সংবর্ধনা ...
বাস্তবের ‘পুষ্পা’, দুই লাল চন্দন কাঠ পাচারকারীকে কঠোর শাস্তি আদালতের...
৯ মাস বয়সে হারিয়েছিলেন দৃষ্টিশক্তি, অধ্যাপক হওয়ার লক্ষ্যে কঠিন পথে লড়াই অনুপের ...
গলায় জ্বলজ্বলে বেল্টই 'রক্ষাকবচ', পথ কুকুরদের বাঁচাতে বড় উদ্যোগ যুবকের...