রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৮ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৫৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ফরাক্কায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার জন্য পুরস্কৃত হলেন ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিক নীলোৎপল মিশ্র সহ মোট চারজন অফিসার। বুধবার জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ছাড়াও এই মামলার তদন্তকারী অফিসার এবং 'সিট'-এর দুই সদস্যকে পুরস্কৃত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, চার আধিকারিকের হাতে তাঁদের ভাল কাজের স্বীকৃতি স্বরূপ 'অ্যাপ্রিসিয়েশন লেটার' এবং নগদ আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়াও চার পুলিশ আধিকারিকের প্রত্যেকে নিজেদের চাকরির সার্ভিস বুকে 'গুড সার্ভিস মার্ক' পেয়েছেন।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, 'এই মামলার তদন্তের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত চার আধিকারিককে আজ পুরস্কৃত করা হয়েছে।'
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর দাদুর বাড়ির সামনে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ফরাক্কা রেল কলোনি এলাকার বাসিন্দা বছর দশকের এক নাবালিকা। এর প্রায় ৩ ঘণ্টা পর দীনবন্ধু হালদার নামে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। ফরাক্কা পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হয় দীনবন্ধু। পরে তাকে জেরা করে জানা যায় ওই নাবালিকার খুন- ধর্ষণের ঘটনায় শুভজিৎ হালদার নামে আরও এক যুবক জড়িত। তাকেও গ্রেপ্তার করে পুলিশ।
নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় মাত্র ২১ দিনের মধ্যে দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল ফরাক্কা থানার পুলিশ। এরপর ৬১ দিনের মধ্যে গোটা বিচার প্রক্রিয়ার সম্পূর্ণ হয় এবং আদালত দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে করে একজনকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে আজীবন কারাবাসের সাজা শোনায়।
গোটা তদন্ত প্রক্রিয়া যাতে 'ফুল প্রুফ' হয় তা সুনিশ্চিত করতে একদিকে যেমন পুলিশ সুপার নিজে গোটা বিষয়টির দিকে নজর রেখেছিলেন, তেমনিই ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে তদন্তকারী অফিসাররা দিনরাত এক করে বিভিন্ন তথ্য প্রমাণ এবং ফরেন্সিক রিপোর্ট দ্রুত সংগ্রহ করেছেন। রাজ্যে প্রথমবার এই মামলায় 'ড্রোন ম্যাপিং' করা হয়।
রাজ্য পুলিশের শীর্ষ স্তর থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, ফরাক্কার নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত এবং বিচার প্রক্রিয়ার বিস্তারিত জানতে ইতিমধ্যে একাধিক রাজ্যের পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। তদন্ত প্রক্রিয়ার 'ফরাক্কা মডেল' নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন 'ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে'র তরফ থেকেও বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছে।
নানান খবর
নানান খবর

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা, স্বাভাবিক হচ্ছে ধুলিয়ান, খুলছে দোকানপাট, গ্রেপ্তার ২৮৯

সাতসকালে লোকালয়ে একাধিক বাইসন, হামলায় গুরুতর জখম গ্রামবাসী, আতঙ্ক এলাকায়

উত্তরে দুর্যোগ, দক্ষিণে ফিরছে তাপপ্রবাহ! একধাক্কায় ৫ ডিগ্রি বাড়বে পারদ, বড় অ্যালার্ট হাওয়া অফিসের

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা