মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | অস্কারের মাস্টারস্ট্রোকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, দু'গোলে পিছিয়ে চার গোলে জয় ইস্টবেঙ্গলের

Sampurna Chakraborty | ১৭ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪৭Sampurna Chakraborty


ইস্টবেঙ্গল - ৪ (হিজাজি, বিষ্ণু, সুরেশ-আত্মঘাতী, ডেভিড)

পাঞ্জাব এফসি - ২ (সুলিচ, ভিদাল)

আজকাল ওয়েবডেস্ক: নব্বই মিনিটের শেষে মুষ্টিবদ্ধ ডান হাত গ্যালারির দিকে তুলে ধরেন অস্কার ব্রুজো। অন্যদিকে দু'হাত মুড়ে রিজার্ভ বেঞ্চে থমথমে মুখে বসে পাঞ্জাব কোচ ডিলেমপেরিস। দুই শিবিরের ছবিই ম্যাচের সারাংশ। ইস্টবেঙ্গলে‌ শুরু অস্কার যুগ। এভাবেও ফিরে আসা যায়! দু'গোলে পিছিয়ে থেকে চার গোল। আইএসএলে ইস্টবেঙ্গলের অন্যতম সেরা ম্যাচ। লাল হলুদের অতি বড় সমর্থকও এই স্কোরলাইন কল্পনা করতে পারেনি। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ৪-২ গোলে পাঞ্জাব এফসিকে হারাল ইস্টবেঙ্গল। অস্কার ব্রুজোর একটি মাস্টারস্ট্রোকে বাজিমাত। দ্বিতীয়ার্ধের শুরুতেই মহেশের পরিবর্তে নামান পিভি বিষ্ণুকে। ডেভিডের সঙ্গে ক্লেইটনকে ওপরে তুলে ৪-৪-২ ফরমেশনে চলে যান। তাতেই ম্যাচে ফিরল লাল হলুদ। ২২ মিনিটের ঝড়ে তছনছ পাঞ্জাব। দ্বিতীয়ার্ধের শেষে ০-২ গোলে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। সেখান থেকে ম্যাচের ৬৭ মিনিটে ৪-২ গোলে এগিয়ে। বিরতিতে ড্রেসিংরুমে কী বলেছিলেন অস্কার? যাতে রাতারাতি বদলে গেল ইস্টবেঙ্গল? খাইমিনথাং লুংডিম লালকার্ড দেখায় শেষ ২৬ মিনিট দশজনে খেলতে হয় পাঞ্জাবকে। তবে সেই অজুহাত দিতে পারবেন না বিপক্ষের গ্রিক কোচ। কারণ দশজনে হওয়ার আগেই ৩-২ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তবে বিরতির পরপরই চোট পেয়ে বিদেশি স্টপার ইভান নভোসেলিচের মাঠ ছাড়া পাঞ্জাবের পতনের অন্যতম কারণ। এদিন নব্বই মিনিটকে অনায়াসেই দুই অর্ধে ভাগ করা যায়। প্রথমার্ধ পাঞ্জাবের, দ্বিতীয়ার্ধ ইস্টবেঙ্গলের। যদিও পয়েন্ট টেবিলে এর প্রভাব পড়বে না। ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই থাকবে পাঞ্জাব। সমসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের এগারো নম্বরেই লাল হলুদ। তবে এই জয় মানসিকভাবে অনেকটাই এগিয়ে দেবে অস্কারের দলকে। আইএসএলে প্রথমবার দুই গোলে পিছিয়ে থেকে জিতল ইস্টবেঙ্গল। 

চোট-আঘাত, কার্ডে জর্জরিত থাকলেও ইতিবাচক ফুটবলের প্রতিশ্রুতি দিয়েছিলেন অস্কার ব্রুজো। কিন্তু প্রথমার্ধে ঘটল বিপরীত। ঘরের মাঠে সমর্থকদের সামনে নামলেও প্রথম থেকেই খোলসের মধ্যে ঢুকে পড়ে ইস্টবেঙ্গল। এদিন কিছুটা রক্ষণাত্মক ছকে শুরু করেন স্প্যানিয়ার্ড। ৪-৪-১-১ ফরমেশনে দল সাজান অস্কার ব্রুজো। প্রথম একাদশে সুযোগ পান ডেভিড। তাঁর পেছনে ক্লেইটন। হেক্টর ইউস্তে ফেরেন প্রথম একাদশে। সেন্ট্রাল ডিফেন্সে তাঁর সঙ্গে রাখেন হিজাজিকে। পজিশন বদলে রক্ষণের সামনে ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে আনোয়ার। মূলত রক্ষণাত্মক মিডিওর ভূমিকায়। কিন্তু মঙ্গল সন্ধেয় প্রথমার্ধে চূড়ান্ত ব্যর্থ লাল হলুদের রক্ষণ। দুটো গোলই ডিফেন্সের ভুলে। প্রথমার্ধে একটা মুহূর্ত বাদ দিয়ে বাকিটা পাঞ্জাবের। 

ম্যাচের ৯ মিনিটে অফসাইডের জন্য ইস্টবেঙ্গলের গোল বাতিল হয়ে যায়। ক্লেইটনের ফ্রিকিক থেকে চলন্ত বলে বাঁ পায়ের ভলিতে গোল করেন ডেভিড লালনসাঙ্গা। এই একটি আক্রমণ বাদ দিয়ে বাকি সময়টা প্রতিপক্ষের। ম্যাচের ২১ মিনিটে এগিয়ে যায় পাঞ্জাব। ভিদালের সেন্টার থেকে চলন্ত বলে ডান পায়ের শটে দারুণ গোল আসমির সুলিচের। দর্শকের ভূমিকায় রাকিপ। ম্যাচের ৩৪ মিনিটে ভাগ্যের জোরে বাঁচে ইস্টবেঙ্গল। সামনে একা প্রভসুখন গিলকে পেয়েও গোলে ঠেলতে পারেননি লুকা মাচজেন। সিটার মিস করেন। কোনওক্রমে বাঁচান ইস্টবেঙ্গল কিপার। ফিরতি বলও বিপক্ষের কিপারের গায়ে মারেন নিহাল। ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় পাঞ্জাব। ব্যবধান বাড়াতে বিশেষ সময় লাগেনি। ম্যাচের ৩৯ মিনিটে ২-০। একক দক্ষতায় গোল পুলগা ভিদালের। থ্রো ইন থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে দুরন্ত গোল আর্জেন্টাইনের। আবারও ডিফেন্সের ব্যর্থতায়। আনোয়ার আলিকে ঘাড়ের ওপরে নিয়ে গোল করলেন ভিদাল। জঘন্য ডিফেন্ডিং। 

দ্বিতীয়ার্ধে পুরো অন্য ইস্টবেঙ্গল। দুর্ধর্ষ প্রত্যাবর্তন। দশ মিনিটের মধ্যে ম্যাচে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। ১৫ মিনিটে এগিয়ে যায়। শুরুতেই ম্যাচে ফেরে লাল হলুদ। ৪৭ মিনিটে ২-১ করেন হিজাজি মাহের। ক্লেইটন সিলভার ফ্রিকিক থেকে হেডে গোল ইস্টবেঙ্গলের ডিফেন্ডারের। ম্যাচের ৫৪ মিনিটে ২-২। পরিবর্ত ফুটবলার পিভি বিষ্ণুর গোলমুখী শট সুরেশ মিতেইয়ের পায়ে লেগে গোলে ঢুকে যায়। অবিশ্বাস্য প্রত্যাবর্তন। তার পাঁচ মিনিটের মধ্যে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। নন্দকুমারের শট ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই ঠেলেন সুরেশ মিতেই‌‌। ৬৪ মিনিটে দ্বিতীয় হলুদ, অর্থাৎ লালকার্ড দেখে মাঠ ছাড়েন খাইমিনথাং লুংডিম। ম্যাচের ৬৭ মিনিটে চতুর্থ গোল। আবার কারিগর সেই বিষ্ণু। তাঁর নীচু ক্রসে হেডে গোল ডেভিডের। দশ জনের পাঞ্জাবকে নাজেহাল করে ছাড়ে ইস্টবেঙ্গল। বিষ্ণু নামার পর ম্যাচের মোড় ঘুরে যায়। গোল না পেলেও যথেষ্ট ওয়ার্কলোড নেন ক্লেইটন। গোল করতে সাহায্য করেন। অনবদ্য ডেভিড। লাল হলুদ জার্সিতে আগমনের বার্তা দিলেন মিজো স্ট্রাইকার। 


East BengalOscar BruzonIndian Super League

নানান খবর

নানান খবর

ওয়াংখেড়েতে হবে টি-২০ মুম্বই লিগ, টুর্নামেন্টের মুখ কে?

কেকেআরের ব্যর্থতার কারণ খুঁজে বের করলেন আকাশ চোপড়া, কাঠগড়ায় দাঁড় করালেন তিন নাইটকে

খেতাব হেরে রানার্স আপ ট্রফি নিতে অস্বীকার করলেন সাবালেঙ্কা, আরও একটা পোর্শে হাতছাড়া

কেকেআরের থেকেও বেশি সমালোচিত রাসেল, ক্যারিবিয়ান তারকার পাশে এবার দেশের অন্যতম ম্যাচ উইনার

চেন্নাইয়ের খারাপ সময়ে উজ্জ্বল শিবম দুবে, ৭০ হাজার করে দেওয়ার প্রতিশ্রুতি, জানুন পুরো ঘটনা

কলকাতা হারল রে, প্লে অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রাহানেদের

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?‌ 

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’‌কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

সোশ্যাল মিডিয়া