মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: এখন কোথায় রাজনীতি নেই? ‘প্রজাপতি’-তেও তো রাজনীতি ঢুকে পড়েছিল: দেব

শ্যামশ্রী সাহা | ০৪ ডিসেম্বর ২০২৩ ১৭ : ৪৭


বেশ কয়েক বছর বড়দিন অপেক্ষা করে থাকে দেব অধিকারীর জন্য। এক, তাঁরও ২৫ ডিসেম্বর জন্মদিন। দুই, সেই উপলক্ষে তাঁর নতুন ছবিমুক্তি। ২২ ডিসেম্বর তাঁর ‘প্রধান’ ছবিকে ঘিরে এবারের উদযাপন। যেখানে তিনি সৎ পুলিশ অফিসার ‘দীপক প্রধান’। যে পর্দায় অঞ্চলপ্রধান ‘জটিলেশ্বর মুখোপাধ্যায়’ ওরফে অনির্বাণ চক্রবর্তীর বিরুদ্ধে লড়বে। ছবির ট্রেলার সপ্তাহের পয়লা দিন, সোমবার ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে। এবং ভাইরাল। কারণ, গা তাতানো বিষয়। প্রশাসন বনাম রাজনীতি। ‘টনিক’ বা ‘প্রজাপতি’তেও অন্যায়ের বিরুদ্ধে আপোস না করার বার্তা ছিল। সমাজের কুসংস্কার বা অন্যায় রীতিনীতির বিরুদ্ধে গর্জন ছিল। কিন্তু এরকম সরাসরি রাজনীতির গন্ধমাখানো ছিল না! ট্রেলারমুক্তির পরে সাংবাদিকদের মুখোমুখি দেব। সেই জায়গা থেকেই আজকাল ডট ইনের প্রশ্ন, পরপর দুটো সামাজিক ছবি বানানোর পরে দেব সচেতন ভাবেই রাজনৈতিক ছবিতে ঝুঁকলেন? এটাই কি এই ছবির ইউএসপি?

বক্তব্য জানানোর আগে ছোট্ট রসিকতা, ‘‘আমার এই ছবি অসামাজিক’’? তারপরেই সজাগ উত্তর, ‘‘একেবারেই তা নয়। একজন পুলিশ অফিসার গ্রামে গিয়েছে। তার শত্রু কে হবে? অবশ্যই রাজনৈতিক গুণ্ডারা। আমরা ‘এমএলএ ফাটাকেষ্ট’ এবং আরও ছবিতে এই ধরণের গল্প দেখেছি। ‘প্রধান’ তেমনই এক ছবি।’’ তারপরেই তিনি জুড়েছেন, সামনেই নির্বাচন। অনেকে ভাবতে পারেন, নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচারমূলক ছবি দেব বানিয়েছেন। তা কিন্তু নয়। অভিনেতা এই ধরনের ছবি বা কাজ মন থেকে অপছন্দ করেন। তাই আর যাই হোক, রাজনৈতিক প্রচারসর্বস্ব ছবি তিনি বানাবেন না। একই সঙ্গে অনুরোধ, দয়া করে একে রাজনৈতিক ছবির তকমা না দেওয়াই ভাল। এরকম ছবির কথা শুনলে দর্শক প্রেক্ষাগৃহে যাবে না। আগের ছবিগুলোর মতোই এটিও সামাজিক ছবি।

‘টনিক’, ‘প্রজাপতি’ দেখার পর কিন্তু সবাই আশা করেছিলেন, ব্লকবাস্টার ছবিদুটোর সিক্যুয়েল হবে... কথা লুফে নিয়েছেন দেব। তাঁর যুক্তি, ‘‘জানি, সবাই তাই ভেবেছিলেন। কিন্তু কতবার এক ধাঁচের গল্প বলব? এবার তাই ভিন্ন কিছু উপহার দিতে চলেছি।’’ এই প্রসঙ্গে তিনি রঞ্জিত মল্লিক অভিনীত ‘শত্রু’, তাঁর ‘চ্যালেঞ্জ ২’ ছবির উদাহরণ দেন। তারপরেই অকপট স্বীকারোক্তি, ‘‘আজকাল এমন একটা জায়গায় আমরা চলে যাচ্ছি যে সবকিছুতেই রাজনীতি। আমরা কী খাচ্ছি, শ্বাস নিচ্ছি, ছবি দেখছি— সবেতেই রাজনীতি! আমার ‘প্রজাপতি’তে কোনও রাজনীতি ছিল না, সেখানেও রাজনীতি ঢুকে গিয়েছে।’’ প্রযোজক-অভিনেতার মতে, তিনি প্রতিটি কাজ অত্যন্ত সৎ ভাবে করেছেন। তারই ফসল আগামী ছবি। বাকিটা দর্শকেরা বলবেন।

পুলিশের উর্দি গায়ে এতদিন অভিনয়। ওই বিশেষ পোশাক গায়ে দিলে এখনও দেবের রক্ত ফুটে ওঠে?



অভিনেতার দাবি, এই চরিত্রটি অন্যান্য পুলিশ অফিসারের থেকে একটু শক্ত, অন্য রকম। সদ্য বিয়ে হওয়া এক অফিসারের গ্রামে পোস্টিং। সেখানকার সমস্যার সঙ্গে পরিচিত হওয়া। সমাধানের সূত্র খোঁজা। বদলে যাওয়া অভিনয়ের সঙ্গে তার মেলাতে আগের অভিনয় ধারাকেও তিনি ধরে রাখেননি। সাংসদ হিসেবে প্রতি দিন পুলিশ অফিসারদের সঙ্গে ওঠেন বসেন। সেই জায়গা থেকেই তিনি আর পরিচালক অভিজিৎ সেন চরিত্রটি তৈরি করেছেন। ‘দীপক’-এর সাজপোশাক, কথা বলা, আচার-আচরণ—সব। ছবি দেখে দেবকে প্রযোজক অতনু রায়চৌধুরীর শংসাপত্র, ‘‘এটাই তোমার অভিনীত শ্রেষ্ঠ ছবি।’’ তিনি অবশ্য দর্শকদের মুখের দিকে তাকিয়ে।

ছবিতে দুই ‘প্রধান’-এর দ্বন্দ্ব। দেবের চোখে আসল ‘প্রধান’ কে? হাল্কা গলায় জবাব এসেছে, দর্শক তাঁর কাছে ‘প্রধান’। একই সঙ্গে তিনি প্রশংসা করে জানিয়েছেন, ছবিতে প্রত্যেক তারকা অভিনেতা তাঁর সেরাটা দিয়েছেন। তালিকায় সাবিত্রী চট্টোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, মমতাশঙ্কর, দেবাশিস মণ্ডল, সৌমিতৃষা কুণ্ডু আর এক এবং অদ্বিতীয় অনিবার্ণ চক্রবর্তী। ‘দীপক প্রধান’ উচ্ছ্বসিত ‘একেনবাবু’কে নিয়ে। স্বীকার করেছেন, একসঙ্গে কাজ না করলে এত বড় মাপের এক অভিনেতাকে কাছ থেকে চেনা হত না।  




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

শাহরুখ-সলমন-আমির তাঁর 'ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর'! কেন এত বড় কথা বললেন 'তুম্বাড়'-এর‌ নায়ক?...

‘শয্যাসঙ্গী হতে চাই’ বললেন মহিলা, শুনে অভিভূত আমির! তারপর কী করলেন ‘মিঃ পারফেকশনিস্ট’? ...

আলাপ থেকে বন্ধুত্ব হয়েই জমাট প্রেম! অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনার মাঝেই ফিরে দেখা যাক সেইসব ঘটনা ...

Breaking: বাংলা ভুলে ওড়িয়া ভাষায় কথা বলছেন জয়িতা! নতুন রূপে ধরা দেবেন কোন ধারাবাহিকে?...

মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়ানক দুর্ঘটনার কবলে মধুমিতা! দুমড়ে মুচড়ে গেল গাড়ি, কেমন আছেন অভিনেত্রী?...

অব্যর্থ নিশানায় বাজিমাত করতে আসছে 'রাঙামতি'! শেষ হচ্ছে‌ কোন ধারাবাহিক?...

৩৫ লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে অভিনয় জগতে , তারপর? মায়ানগরীর সফর নিয়ে আর কী বললেন বিক্রান্ত ম্যাসি?...

২৭৫ কোটি টাকা পারিশ্রমিক! শাহরুখ-সলমন নন, এইমুহুর্তে দেশের সবথেকে 'দামী' তারকা কে জানেন?...

বিচ্ছেদের যন্ত্রণা ভুলবেন কীভাবে? কোন ধরনের পুরুষদের থেকে দূরে থাকবেন? টিপস্ দিলেন অনন্যা পাণ্ডে...

'ইব্রাহিমের উচিত আমিরের কথা শোনা', কোন বিষয়ে নিজের থেকেও বেশি আমির খানের উপর ভরসা সইফের?...

‘ভুলভুলাইয়া ৩’র পর ফের একসঙ্গে কার্তিক-তৃপ্তি! কোন বাঙালি পরিচালকের ছবিতে জুটি বাঁধছেন? ...

তিন মাস গড়াতেই ঝাঁপ বন্ধ দেবচন্দ্রিমার হিন্দি ধারাবাহিকের, এবার কী সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? ...

Exclusive: 'আমার জীবনের গল্প বলছে এই গান', এ আর রহমানের প্রশংসায় উচ্ছ্বসিত 'বহুরূপী'র সঙ্গীত পরিচাল...

বাবা হতে গেলে করতেই হবে এই কাজ! অক্ষয়ের উপর কোন কঠিন শর্ত চাপিয়েছিলেন টুইঙ্কেল?...

মেয়েকে বড় করতে কোন কঠোর নিয়ম মানবেন দীপিকা?ঐশ্বর্য, অনুষ্কার পথ অনুসরণ করে কী সিদ্ধান্ত নিলেন?...



সোশ্যাল মিডিয়া



12 23