বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Jadeja was brilliant today, says KL Rahul

খেলা | মায়ের মৃত্যুর পর ছাড়তে চেয়েছিলেন ক্রিকেট, সেই জাদেজাই এখন ভারতের মসীহা

KM | ১৭ ডিসেম্বর ২০২৪ ১৭ : ০৬Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: রবীন্দ্র জাদেজা চিরকালের ক্রাইসিস ম্যান ভারতের। দল যখনই বিপন্ন, জাদেজা তখনই আর্বিভূত হন ত্রাতা হিসেবে। 

২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে জাদেজা ও মহেন্দ্র সিং ধোনির সেই অবিস্মরণীয় জুটি ভারতকে প্রায় বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিয়েছিল। 

মার্টিন গাপ্তিলের একটা লম্বা থ্রো ভারতের স্বপ্ন শেষ করে দিয়েছিল। মহেন্দ্র সিং ধোনি রান আুট হওয়ার কিছু পরেই ফিরে যান জাদেজা। ভারতের স্বপ্নেরও সলিল সমাধি হয়। 

এহেন জাদেজা মঙ্গলবারের ব্রিসবেনে মরিয়া লড়াই করলেন। প্রথমে লোকেশ রাহুলের সঙ্গে, পরে কখনও নীতি রেড্ডি, কখনও বুমরাকে নিয়ে জাদেজা প্রায় ফলো অন বাঁচিয়ে দিয়েছিলেন। কিন্তু জাদেজা ফিনিশার নন। শেষ করে আসতে পারেন না ম্যাচ। এটাই ট্র্যাজেডি। এদিন তাঁর কাজ শেষ করে আসেন বুমরা ও আকাশদীপ। 

জাদেজা ৭৭ রান করে ফেরেন। তখনও ফলো অন বাঁচাতে ৩৩ রান দরকার ভারতের। লোকেশ রাহুলের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ভারতকে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল। সতীর্থ জাদেজা সম্পর্কে প্রশংসা উজাড় করে দেন লোকেশ রাহুল, ''ব্রিসবেনের লড়াইয়েরও তো প্রশংসা করলেন তার সতীর্থ লোকেশ রাহুল। বললেন, ''জাদেজা আজ দুর্দান্ত ব্যাট করেছে। বহু বছর ধরে নীচের দিকে ব্যাট করতে নেমে জাদেজা ভাল ব্যাটিং করছে। এটাই তো আমরা জাদেজার কাছ থেকে প্রত্যাশা করি। ও আরও একবার প্রমাণ করল লোয়ার অর্ডারে নেমেও ভাল রান করতে পারে। জাদেজা নামার পরে ওর সঙ্গে মূল্যবান পার্টনারশিপ গড়তে পেরে আমি খুশি।'' 

এহেন জাদেজা একসময়ে ক্রিকেটই ছেড়ে দিতে চেয়েছিলেন। ২০০৫ সালে এক পথ দুর্ঘটনায় জাদেজার মা লতা মারা যান। মা হারানোর শোকে মূহ্যমান জাদেজা ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলেন। তাঁর মা চাইতেন ছেলে একদিন দেশের হয়ে খেলবেন। দূর আকাশে থাকা জাদেজার মা নিশ্চয়ই বাইশ গজে ছেলের লড়াই দেখেন। পঞ্চাশের পরে তরোয়াল চালানোর মতো উদযাপনও জনপ্রিয় ক্রিকেটভক্তদের কাছে। 

ভাগ্যিস সেদিন জাদেজা ক্রিকেট ছাড়েননি। না হলে এরকম একজন লড়াকু অলরাউন্ডারকে পেতই না ভারত। 
আগে বলছিলাম জাদেজা ট্র্যাজিক নায়ক। ম্যাচ শেষ করে আসতে পারেন না। সেটাই বা বলি কী করে! আইপিএল ফাইনালে শেষ দু'বলে গুজরাট টাইটান্সকে হারানোর মুহূর্ত কে ভুলতে পারে! লোকেশ রাহুল তাঁর সতীর্থ সম্পর্কে বলছেন, ''কী করতে হবে, তা ভালই জানে জাদেজা। আগে জাদেজার বোলিং সম্পর্কে বলা হত। তবে আমার মনে হয় ও ব্যাটার হিসেবেও দারুণ পারফর্মার। ওর সঙ্গে ব্যাটিং আমি উপভোগ করি। অনুশীলনেও জাদেজাকে দেখা দারুণ অভিজ্ঞতা। খুব সহজ করে ম্যাচের পরিকল্পনা করে।'' 

দেশ হোক বা বিদেশ, জাতীয় দলের হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, যখনই বিপদে পড়বে, জাদেজাকে স্মরণ করবে। 


#KLRahul#RavindraJadeja#IndiavsAustralia



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

দুর্দান্ত লড়াই জিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ম্যাডিসন কিজ, সামনে সাবালেঙ্কা ...

সমস্যা মিটল, প্র্যাকটিসে নামলেন মহমেডানের ফুটবলাররা...

সমস্যা মিটল, প্র্যাকটিসে নামলেন মহমেডানের ফুটবলাররা...

রোহিতকে ফিরিয়েও উৎসবে মাতেননি মির, কেন? কারণ জানালেন স্বয়ং বোলার ...

'অজুহাত দিও না', সামিকে না খেলানোয় প্রাক্তনের তোপের মুখে গম্ভীর-সূর্য ...

ইডেনে ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন...

বৃদ্ধাঙ্গুষ্ঠ আর তর্জনী মিলিয়ে অভিষেকের অভিনব উদযাপন, কেন করলেন এমন সেলিব্রেশন? ...

ইডেনে বরুণের ঘূর্ণি, ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, হেলায় ইংল্যান্ডকে হারাল ভারত ...

মেয়ে কোহলির ভক্ত, বাটলারদের খেলা দেখতে ইডেনে সামারসেটের অন্যতম স্পনসর কর্তা...

মেয়ে কোহলির ভক্ত, বাটলারদের খেলা দেখতে ইডেনে সামারসেটের অন্যতম স্পনসর কর্তা...

শিশিরের জন্য বিশেষ প্রস্তুতি সূর্যদের, কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?...

আরও একটি উপভোগ্য ম্যাচের অপেক্ষা, কেমন হবে ইডেনের পিচ?...

আরও একটি উপভোগ্য ম্যাচের অপেক্ষা, কেমন হবে ইডেনের পিচ?...

'প্লেয়ারদের মন পড়তে পারে', ইংল্যান্ড সিরিজের আগে গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ সূর্য ...

বৃদ্ধ সিংহের কাছে থামলেন আলকারাজ, অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে জোকার ...



সোশ্যাল মিডিয়া



12 24