নিজস্ব সংবাদদাতা: কঙ্গনা রানাউত অভিনীত, প্রযোজিত এবং পরিচালিত ছবি 'ইমার্জেন্সি' মুক্তি পেয়েছে ১৭ জানুয়ারি শুক্রবার। ১৯৭৫ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়ে ভারতে লাগু হওয়া জরুরি অবস্থার উপর ভিত্তি করেই এই সিনেমা তৈরি হয়েছে। 

 


জি স্টুডিও এবং কঙ্গনার মণিকর্ণিকা ফিল্মসের সহ-প্রযোজনায় মুক্তি পাওয়া ইমার্জেন্সি চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এই ছবিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, সতীশ কৌশিক, শ্রেয়াস তালপাড়ে, মহিমা চৌধুরি এবং মিলিন্দ সোমান।

 


আগেই জানা গিয়েছিল ছবিতে 'বঙ্গবন্ধু' মুজিবর রহমানের চরিত্রে দেখা যেতে চলেছে টলি অভিনেতা ঋষি কৌশিককে। ছোটপর্দায় একাধিক সফল ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা ঋষি কৌশিক। অভিনয় করেছেন হিন্দি ধারাবাহিক 'ঝনক'-এও। 'ইমার্জেন্সি'-তে মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি।‌

 

সমাজমাধ্যমে অভিনেতা ফুটিয়ে তুলেছেন 'বঙ্গবন্ধু' হয়ে ওঠার প্রতিটা মুহূর্ত। মেকআপ রুমে একটু একটু করে ঋষি কৌশিক হয়ে উঠলেন মুজিবুর রহমান। রূপটানের জেরে চেনাই দায় অভিনেতাকে। কঙ্গনার পাশে দাঁড়িয়ে একটি ছবিও ভাগ করেন তিনি। এই ছবি সমাজমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।‌