রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৫ ডিসেম্বর ২০২৪ ১২ : ৫২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: 'উপহার' হিসেবে দেওয়া একটি কম্পিউটার প্রিন্টার ফেরত না দেওয়ার জন্য মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বড়ঞা (উত্তর) ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি তথা বড়ঞা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মাহে আলমের বিরুদ্ধে।
বড়ঞা থানা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।
তৃণমূল সূত্রের খবর, দিন কয়েক আগে বিধায়ককে ফোন করেছিলেন ব্লক সহ-সভাপতি। তখন তাঁদের মধ্যে যে কথোপকথন হয়েছিল তার অডিও ক্লিপ সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও এই অডিও ক্লিপের সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি)। তবে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া কথোপকথনের দু'প্রান্তে থাকা তৃণমূল বিধায়ক এবং তৃণমূল ব্লক সহ-সভাপতি স্বীকার করে নিয়েছেন এই কথোপকথন তাঁদেরই।
ভাইরাল হওয়া কথোপকথনে মাহে আলমকে বলতে শোনা যাচ্ছে -জীবনকৃষ্ণ সাহাকে তিনি যে প্রিন্টারটি দিয়েছিলেন তা ফেরত দেওয়ার জন্য। অন্যদিকে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা উত্তরে জানান 'দানের' জিনিস কেউ ফেরত নেয় না। এমনকি বিধায়ক এও বলেন তাঁর কাছে এই মুহূর্তে প্রিন্টারটি নেই এবং তার দাম বাবদ মাহে আলম যেন তাঁর কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে নেন।
ফোনের উল্টো দিকে থাকা ব্লক সহ-সভাপতি মাহে আলম বিধায়ককে বলেন- বড়ঞাতে সবার সঙ্গে মেশা গেলেও গেল তাঁর সঙ্গে মেশা যাবে না। এরপরই হুমকির সুরে মাহে আলম বিধায়ককে হুমকি দেন। বলতে শোনা যায়, 'আমার বিরুদ্ধে কোথাও অভিযোগ করলে ২৪ ঘন্টার মধ্যে তোমার বিরুদ্ধে অভিযোগ হবে।'
প্রসঙ্গত, সম্প্রতি বড়ঞাতে একাধিক ইস্যুতে জীবনকৃষ্ণের সঙ্গে মাহে আলমের দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। তৃণমূল বিধায়ক,মাহে আলমের নাম না করে অভিযোগ করেছেন বলেও খবর সূত্রের। এই অভিযোগের পরই জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধেও অভিযোগ জমা পড়ে।
গোটা ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে জীবনকৃষ্ণ সাহা বলেন, 'যে প্রিন্টারটির জন্য মাহে আলম আমাকে ফোন করেছিলেন সেটি কবে কোথায় দিয়েছে আমার মনেও নেই। তাও মাহে আলম ফোন করার জন্য আমি তাকে প্রিন্টারের দাম বাবদ ১৫ হাজার টাকা দিতেও রাজি হয়েছিলাম। কিন্তু উনি আমাকে ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দিতে থাকেন।'
তৃণমূল বিধায়ক বলেন, 'বড়ঞাতে অবৈধ বালিরঘাট মালিকদের বিরুদ্ধে সরব হওয়ার জন্য আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে আমি কিভাবে টিকিট পাই এবং কী করে বাড়ি থেকে বার হই ,এইসব কথা বলে মাহে আলম আমাকে হুমকি দিয়েছেন। গোটা বিষয়টি ইতিমধ্যে দলীয় নেতৃত্বকে জানিয়েছি। আমার কাছে খবর রয়েছে মাহে আলম মুর্শিদাবাদ জেলা পরিষদের এক মহিলা সদস্যাকেও হুমকি দিয়েছেন। উনি গোটা ব্লক জুড়ে তোলাবাজি চালাচ্ছেন।'
অন্যদিকে ভাইরাল এই অডিও ক্লিপের বক্তব্যটি যে তাঁরাই তা স্বীকার করে নিয়ে মাহে আলম বলেন, 'বিধায়ক দুর্নীতিগ্রস্ত। এইসব লোককে আগামী দিন বড়ঞার মানুষ উত্তর দেবেন।'
#mlareceivingthreatcalls#murshidabad#mla#tmcmla#Jibankr#ishnasaha
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
নিমেষে পুড়ে ছাই ছ'বিঘা জমির পাকা ধান, মাথায় হাত কৃষকের ...
অবৈধ সম্পর্কের প্রতিবাদ! স্বামী ঘুমোতেই রক্তারক্তি কাণ্ড ঘরে, ছুটতে হল হাসপাতালে...
ফের বাংলার মুখ উজ্জ্বল, ইউপিএসসি'র পরীক্ষায় দেশে প্রথম আসানসোলের সিঞ্চন ...
কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ভোটগ্রহণ শুরু, আজই ফলাফল ঘোষণা! ...
মরশুমের শীতলতম দিন কলকাতায়, শৈত্যপ্রবাহে কাঁপছে একাধিক জেলা, হাড়কাঁপানো ঠান্ডা আর কতদিন? ...
প্রেমিকের সঙ্গে বিয়েতে আপত্তি পরিবারের, হতাশায় চরম পদক্ষেপ মহিলা চিকিৎসকের ...
বনদপ্তরের বড় উদ্যোগ, গবাদি পশু চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে বন্যপ্রাণী চিকিৎসক গড়ে তোলার কর্মশালা শুরু...
স্বর্ণ ব্যবসায়ীকে ধাওয়া, রাস্তায় ফেলে বন্দুক দেখিয়ে নগদ টাকা, সোনার গয়না ছিনতাই ...
সপ্তাহান্তে বাতিল একগুচ্ছ লোকাল ও দূরপাল্লার ট্রেন, হাওড়া ও শিয়ালদহ শাখায় বাড়বে ভোগান্তি ...
ঠান্ডায় অসহায় সারমেয় শাবকদের আর্তনাদ, বিরক্ত হয়ে গায়ে আগুন...
নাইলনের ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি, চেপে ধরতেই উদ্ধার শিকারী ফ্যালকন...
হাজার হাজার টাকা নিয়ে চম্পট দেওয়ার সময় চোর খুলে নিয়ে গেল সিসিটিভিও, মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের...
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দেউচা পাঁচামি প্রকল্পে চাকরি প্রদান কর্মসূচি জেলাশাসক দপ্তরের...
কেমন ছিল সেই চিঠি লেখার দিনগুলি? সোনালি অতীতে ফিরিয়ে নিয়ে গেল ভারতীয় ডাক বিভাগ...
বাধাহীন উত্তুরে হাওয়ায় মাতছে বাংলা, কোন কোন জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর...