বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | উপহারে পাওয়া কম্পিউটার প্রিন্টার 'ফেরত' দেননি! বড়ঞার বিধায়ককে ফোন করে 'হুমকি' দিলেন কে?

Riya Patra | ১৫ ডিসেম্বর ২০২৪ ১২ : ৫২Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: 'উপহার' হিসেবে দেওয়া একটি কম্পিউটার প্রিন্টার ফেরত না দেওয়ার জন্য মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বড়ঞা (উত্তর) ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি তথা বড়ঞা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মাহে আলমের বিরুদ্ধে। 

বড়ঞা থানা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই  এই বিষয়টি  নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। 

তৃণমূল সূত্রের খবর, দিন কয়েক আগে বিধায়ককে ফোন করেছিলেন ব্লক সহ-সভাপতি। তখন তাঁদের মধ্যে যে কথোপকথন হয়েছিল তার অডিও ক্লিপ সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও এই অডিও  ক্লিপের সত্যতা আজকাল ডট ইন যাচাই  করেনি)। তবে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া কথোপকথনের দু'প্রান্তে থাকা তৃণমূল বিধায়ক এবং তৃণমূল ব্লক সহ-সভাপতি স্বীকার করে নিয়েছেন এই কথোপকথন তাঁদেরই। 

ভাইরাল হওয়া কথোপকথনে মাহে আলমকে বলতে শোনা যাচ্ছে -জীবনকৃষ্ণ সাহাকে তিনি যে প্রিন্টারটি দিয়েছিলেন তা ফেরত দেওয়ার জন্য। অন্যদিকে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা উত্তরে জানান 'দানের' জিনিস কেউ ফেরত নেয় না। এমনকি বিধায়ক এও বলেন তাঁর কাছে এই মুহূর্তে প্রিন্টারটি নেই এবং তার দাম বাবদ মাহে আলম যেন তাঁর কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে নেন। 

ফোনের উল্টো দিকে থাকা ব্লক সহ-সভাপতি  মাহে আলম বিধায়ককে বলেন- বড়ঞাতে সবার সঙ্গে মেশা গেলেও গেল তাঁর সঙ্গে মেশা যাবে না।   এরপরই হুমকির সুরে মাহে আলম বিধায়ককে হুমকি দেন। বলতে শোনা যায়, 'আমার বিরুদ্ধে কোথাও অভিযোগ করলে ২৪ ঘন্টার মধ্যে তোমার বিরুদ্ধে অভিযোগ হবে।'

প্রসঙ্গত, সম্প্রতি বড়ঞাতে একাধিক ইস্যুতে জীবনকৃষ্ণের  সঙ্গে মাহে আলমের দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। তৃণমূল বিধায়ক,মাহে আলমের নাম না করে অভিযোগ করেছেন বলেও খবর সূত্রের। এই অভিযোগের পরই   জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধেও অভিযোগ জমা পড়ে।

গোটা ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে জীবনকৃষ্ণ সাহা বলেন, 'যে প্রিন্টারটির জন্য মাহে আলম আমাকে ফোন করেছিলেন সেটি কবে কোথায় দিয়েছে আমার মনেও নেই। তাও মাহে আলম ফোন করার জন্য আমি তাকে প্রিন্টারের দাম বাবদ ১৫ হাজার টাকা দিতেও রাজি হয়েছিলাম। কিন্তু উনি আমাকে ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দিতে থাকেন।'
 
তৃণমূল বিধায়ক বলেন, 'বড়ঞাতে অবৈধ বালিরঘাট মালিকদের বিরুদ্ধে সরব হওয়ার জন্য আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে আমি কিভাবে টিকিট পাই এবং কী করে বাড়ি থেকে বার হই ,এইসব কথা বলে মাহে আলম আমাকে হুমকি দিয়েছেন।  গোটা বিষয়টি  ইতিমধ্যে দলীয় নেতৃত্বকে জানিয়েছি। আমার কাছে খবর রয়েছে মাহে আলম মুর্শিদাবাদ জেলা পরিষদের এক মহিলা সদস্যাকেও হুমকি দিয়েছেন। উনি গোটা ব্লক জুড়ে তোলাবাজি চালাচ্ছেন।'
 
অন্যদিকে ভাইরাল এই অডিও ক্লিপের বক্তব্যটি যে তাঁরাই  তা স্বীকার করে নিয়ে মাহে আলম বলেন, 'বিধায়ক দুর্নীতিগ্রস্ত। এইসব লোককে আগামী দিন বড়ঞার মানুষ উত্তর দেবেন।'


#mlareceivingthreatcalls#murshidabad#mla#tmcmla#Jibankr#ishnasaha



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

যে ডিগ্রি লেখেন, তা অর্জনই করেননি! আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস পাঠাল মেডিক্যাল কাউন্সিল ...

কাজ থেকে ফেরার পথে খুন যুবক, রিষড়া কাণ্ডে ধোঁয়াশা কাটছে না কিছুতেই...

ডিভিসির ছাড়া জলে রাতারাতি ডুবে গিয়েছিল চাষের জমি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল প্রশাসন...

 ৫২ দিনে দোষী সাব্যস্ত অভিযুক্ত, দ্রুত বিচার চুঁচুড়া জেলা আদালতে...

রসের কড়াইয়ে সাঁতার কাটা মাসকলাইয়ের জিলিপি আর শাঁকালু, এই মেলার আকর্ষণ এটাই...

ভর সন্ধ্যায় পেটে ছুরি মেরে যুবক খুন, চাঞ্চল্য রিষড়ায়!...

জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার...

পৌষ সংক্রান্তির আবহে ঢেঁকির দেখা মেলে গ্রামে, হুগলির এই বাড়িতেই ভিড় জমান মহিলারা ...

পূণ্যার্থীদের ফেলা বর্জ্য পদার্থ দিয়ে গঙ্গাসাগরে তৈরি হবে নতুন রাস্তা...

'মাই এফআইআর পোর্টাল', কাজে স্বচ্ছতা আনতে বনগাঁ পুলিশের উদ্যোগ...

শেষ যাত্রা নাকি উৎসব! বাজনা বাজিয়ে দাদুর মরদেহ শ্মশানে নিয়ে গেলেন নাতিরা, কেন?...

চারদিন বালি সেতুতে চলবে না ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের...

অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল শেখ! কীসের ইঙ্গিত? ...

রবিতেই ভরসা মুখ্যমন্ত্রীর, ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন রবীন্দ্রনাথ ঘোষ...

পরপর পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণ!  সিকিমে ভয়াবহ অগ্নিকাণ্ড বহুতলে, কোটি টাকার ক্ষয়ক্ষতি ...



সোশ্যাল মিডিয়া



12 24