সোমবার ০৬ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Court awarded capital punishment and life imprisonment for two convicts in farakka crime against girl

রাজ্য | মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন, ফরাক্কায় নাবালিকা ধর্ষণ ও খুনে দুই অপরাধীকে সাজা আদালতের

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৩ ডিসেম্বর ২০২৪ ১৭ : ১৮Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: ভারতবর্ষের নতুন ফৌজদারি আইনব্যবস্থা বিএনএস, চালু হওয়ার পর এই প্রথম রাজ্য তথা দেশের কোনও আদালত ধর্ষণ-খুনের মামলায় একসঙ্গে দুই ব্যক্তির একজনকে মৃত্যুদণ্ড এবং অন্য একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হল। মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকায় বছর দশকের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে জঙ্গিপুরের অতিরিক্ত জেলা এবং সেশন জাজ অমিতাভ মুখোপাধ্যায়, দীনবন্ধু হালদার নামে এক অপরাধীকে শুক্রবার মৃত্যুদণ্ডের সাজা শোনালেন এবং শুভজিৎ হালদার নামে অপর অপরাধীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। তাদের বিরুদ্ধে খুন, গণধর্ষণ ও তথ্য প্রমান লোপাট, অপহরণ এবং পকসো  আইনের ৬ নম্বর ধারায় আনা অভিযোগ প্রমাণ করতে সফল হন সরকার পক্ষের আইনজীবীরা। বৃহস্পতিবার এই আদালত দু'জনকে দোষী সাব্যস্ত করেছিল। 

এই মামলার সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি বলেন, ''বৃহস্পতিবার বিচারক অভিযুক্তদের ভারতীয় ন্যায় সংহিতা আইনের ৬৫, ৬৬, ১৩৭, ১৪০, ১০৩, ২৩৮ এবং পকশো আইনের ৬ নম্বর ধারায় দু'জনকেই দোষী সাব্যস্ত করেছিলেন। ৬১ দিনের মাথায় গোটা বিচার প্রক্রিয়া সম্পন্ন হল। দীনবন্ধুর শুক্রাণু এবং রক্তের ছিঁটে নির্যাতিতার পোশাক এবং শরীরে পাওয়া গিয়েছিল। পরে তার ডিএনএ 'ম্যাচিং' হয়।" তিনি বলেন, "ফুল দেওয়ার লোভ দেখিয়ে ওই নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল দীনবন্ধু। এরপর দু'জনে মিলে কাপড় দিয়ে মুখ গুঁজে নাবালিকার উপর নারকীয় অত্যাচার চালায়। আমি বিভিন্ন সাক্ষ্য প্রমান দিয়ে এই ঘটনাকে বিরলতম প্রমানের চেষ্টা করেছি এবং ফাঁসির আবেদন করেছিলাম। বিচারক সমস্ত দিক বিবেচনা করে শুভজিৎ হালদারের আমৃত্যু যাবজ্জীবন কারাবাস এবং দীনবন্ধুকে ওই নাবালিকাকে অপহরণের জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং তাকে খুনের জন্য মৃত্যুদণ্ডের আদেশ দেন। এছাড়াও তথ্য প্রমান লোপাটের জন্য দু'জনকে আরও ৭ বছরের সাজা শোনান বিচারক।"

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর দাদুর বাড়ির সামনে কয়েকজন বন্ধুর সঙ্গে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর দশেকের ওই নাবালিকা। এরপর বাড়ি থেকে কিছুটা দূরে দীনবন্ধু হালদার নামে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় ওই নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ। পরে পুলিশ দীনবন্ধুকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, শুভজিৎ হালদার নামে আরও এক ব্যক্তি এই খুন এবং ধর্ষণের ঘটনায় জড়িত। ১৯ অক্টোবর তাকেও গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশি তদন্ত এবং ওই নাবালিকার পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা যায়, সাজা প্রাপ্ত দুই ব্যক্তি ওই নাবালিকাকে গণধর্ষণ করা ছাড়াও বিভিন্ন শারীরিক অত্যাচার করেছিল। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং মাথায় গুরুতর আঘাতের উল্লেখ ছিল ময়নাতদন্তের রিপোর্টে।
 
এই মামলাটিকে 'ফুল প্রুফ' করার জন্য পুলিশের তরফ থেকে একাধিক বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি, ফরেন্সিক সাইন্স ল্যাবরেটরির 'টুল কিট' ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, রাজ্যে এই প্রথম 'ড্রোন ম্যাপিং' করা হয় এই মামলায়। 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে একটি তদন্তকারী দল ২১ দিনের মাথায় এই মামলার চার্জশিট দিয়েছিল। আজ ৬১ দিনের মাথায় বিচার পেল ওই নাবালিকার পরিবার। দীনবন্ধু হালদারের আইনজীবী মহম্মদ হাবিবুল্লাহ বলেন, "আদালত দীনবন্ধুকে ফাঁসি এবং শুভজিৎ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করব।"


#BharatiyaNyayaSanhita#BNS#Farakka



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বাড়ি ফিরলেন রবি, সোনার ছেলেকে বরণ করে নিলেন গ্রামবাসীরা, ভালবাসায় আপ্লুত ফুটবলার...

অবশেষে মুক্তি! বাংলাদেশে আটক ৯৫ জন মৎস্যজীবী ফিরলেন দেশে, ভারত থেকে ফেরানো হল ৯০ জনকে...

ভাবাদিঘি বাঁচিয়ে অবিলম্বে হোক রেলপথ, গণ কনভেনশনে মত আন্দোলনকারীদের...

শ্রমিকদের সামাজিক সুরক্ষায় নবজাগরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, শ্রীরামপুরের সভায় বললেন সাংসদ ঋতব্রত...

এবিটি জঙ্গিদের সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণের মাস্টার-মাইন্ডের যোগ! এসটিএফ-এর হাতে চাঞ্চল্যকর তথ্য ...

'অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন ক্ষমতালোভী সাংসদ, অশ্লীল ভাষায় কথা বলতে অভ্যস্ত', চড়া সুরে আক্রমণ কল্যাণের ...

ইসরোর ভ্রাম্যমাণ গাড়ি পৌঁছল কোচবিহারের স্কুলে, মহাকাশ সম্পর্কিত প্রদর্শনী দেখে উচ্ছ্বসিত পড়ুয়ারা...

নওদায় প্রকাশ্যে শুটআউট, গুলিবিদ্ধ যুবক, মালদহের পর চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে ...

'খুনের নেপথ্যে বড় মাথা', বিষ্ফোরক দাবি মালদার নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীর ...

আটক বাংলাদেশি মৎস্যজীবীদের ফেরাচ্ছে ভারত, বাংলাদেশ থেকেও ফিরছেন ভারতীয় মৎস্যজীবীরা...

সারাদিনের চেষ্টাতেও শেষ রক্ষা হল না, স্থানীয় যুবকের সাহায্যে কয়লা খনি থেকে উদ্ধার নিথর দেহ...

দেশি বোমা তৈরি করতে গিয়ে বিপত্তি, মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর জখম বেশ কয়েকজন...

জমি নিয়ে বিবাদ, জয়নগরে ব্যাপক বোমাবাজি, ভাঙচুর...

সাধারণ মানুষ এখন আমায় অত্যাচার করে, কারও মনুষ্যত্ব নেই, আক্ষেপ রানু মণ্ডলের...

মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা পর্যালোচনার আর্জি কৃষ্ণেন্দুর, রক্ষীদের কাছ ছাড়া না হওয়ার নির্দেশ মন্ত্রী সাবিনার...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24