রবিবার ০৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা পর্যালোচনার আর্জি কৃষ্ণেন্দুর, রক্ষীদের কাছ ছাড়া না হওয়ার নির্দেশ মন্ত্রী সাবিনার

Sumit | ০৩ জানুয়ারী ২০২৫ ১৭ : ৩২Sumit Chakraborty


বিভাস ভট্টাচার্য :  নিরাপত্তা নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ চাইলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও মালদার ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। যদিও এটা তাঁর নিজের জন্য নয়। জেলায় যে সমস্ত পদাধিকারীরা রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা পেয়ে থাকেন তাঁদের সকলের কথাই তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বলে কৃষ্ণেন্দু বলেন। 

 

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে একেবারে নিজের এলাকায় খুন হন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং কাউন্সিলর দুলাল সরকার। তাড়া করে একটি দোকানে ঢুকে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে হত্যা করে। ঘটনার জন্য জেলা পুলিশের প্রবল সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। নবান্নে সরকারি মিটিং চলাকালীন তিনি বিষয়টি সম্পর্কে বলতে গিয়ে জেলা পুলিশ সুপারের ব্যর্থতার কথা তুলে ধরেন। বলেন, দুলাল সরকারের নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছিল। যেটা তিনি জানতেন না। পাশাপাশি মন্ত্রী ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন মালদায় যাওয়ার জন্য। 

 

 

শুক্রবার সরকারি নিরাপত্তা প্রসঙ্গে বলতে গিয়ে কৃষ্ণেন্দু জানান, তিনি মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন, যে বা যারা রাজ্য সরকারের নিরাপত্তারক্ষী পেয়ে থাকেন তাঁদের নিরাপত্তা ব্যবস্থা সময়ে সময়ে যেন পর্যালোচনা করে সেই অনুযায়ী বাড়ানো বা প্রয়োজনে কমানো হয়। আজকাল.ইন-কে কৃষ্ণেন্দু বলেন, 'বাম আমলে একাধিকবার আমার উপর বোমা বা গুলি নিয়ে হামলা হয়েছে। আমি নিজে এতটুকুও ভয় পাই না। কিন্তু এই ঘটনার পর আমি মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছি যে বা যারা রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা পেয়ে থাকেন তাঁদের নিরাপত্তা ব্যবস্থা যেন সময়ে সময়ে পর্যালোচনা করা হয়।' 

 

 

এর পাশাপাশি রাজ্যের প্রতিমন্ত্রী এবং মালদার মোথাবাড়ি বিধানসভার বিধায়ক সাবিনা ইয়াসমিন জানান, এই ঘটনার পিছনে যে মাথা রয়েছে তাকে ধরতে হবে। সেইসঙ্গে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি তিনি জানান, বৃহস্পতিবারের ঘটনার পর তিনি তাঁর নিরাপত্তা রক্ষীদের নির্দেশ দিয়েছেন যেন নিরাপত্তায় এতটুকু কোথাও ফাঁক না থাকে। 


সাবিনা বলেন, 'আমি নিরাপত্তা রক্ষীদের বলতাম আমি যখন কোথাও কোনও সভা করব তখন যেন তাঁরা আমার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখেন। কিন্তু বৃহস্পতিবারের ঘটনার পর আমি সবাইকে ডেকে বলেছি কোনো সময়েই কাছ ছাড়া হওয়া যাবে না।'

 


#Malda TMC leader#mamata banerjee#review security



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

এবিটি জঙ্গিদের সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণের মাস্টার-মাইন্ডের যোগ! এসটিএফ-এর হাতে চাঞ্চল্যকর তথ্য ...

দামোদরের চরে চলছিল বনভোজন, তার মাঝেই নজরে এল বহুপ্রাচীন এক মূর্তি, তারপর?...

টাকার অভাবে স্কুলে ভর্তি হতে পারেনি, অভিমানে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী ...

দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে আর ফেরা হল না, পাহাড়ি খাদে পড়ে মৃত মুর্শিদাবাদের কিশোর...

সভাপতি হওয়ার দৌড়ে সদস্য সংগ্রহ অভিযান শিকেয়, বিভ্রান্তি বিজেপির অন্দরে...

'অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন ক্ষমতালোভী সাংসদ, অশ্লীল ভাষায় কথা বলতে অভ্যস্ত', চড়া সুরে আক্রমণ কল্যাণের ...

ইসরোর ভ্রাম্যমাণ গাড়ি পৌঁছল কোচবিহারের স্কুলে, মহাকাশ সম্পর্কিত প্রদর্শনী দেখে উচ্ছ্বসিত পড়ুয়ারা...

নওদায় প্রকাশ্যে শুটআউট, গুলিবিদ্ধ যুবক, মালদহের পর চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে ...

'খুনের নেপথ্যে বড় মাথা', বিষ্ফোরক দাবি মালদার নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীর ...

আটক বাংলাদেশি মৎস্যজীবীদের ফেরাচ্ছে ভারত, বাংলাদেশ থেকেও ফিরছেন ভারতীয় মৎস্যজীবীরা...

সারাদিনের চেষ্টাতেও শেষ রক্ষা হল না, স্থানীয় যুবকের সাহায্যে কয়লা খনি থেকে উদ্ধার নিথর দেহ...

দেশি বোমা তৈরি করতে গিয়ে বিপত্তি, মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর জখম বেশ কয়েকজন...

জমি নিয়ে বিবাদ, জয়নগরে ব্যাপক বোমাবাজি, ভাঙচুর...

সাধারণ মানুষ এখন আমায় অত্যাচার করে, কারও মনুষ্যত্ব নেই, আক্ষেপ রানু মণ্ডলের...

শিল্পক্ষেত্রে সমস্যা দেখা দিলেও সমাধানে উদ্যোগী রাজ্য সরকার, আশ্বাসের বার্তা চন্দ্রনাথ সিনহার...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 25