মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | এবিটি জঙ্গিদের সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণের মাস্টার-মাইন্ডের যোগ! এসটিএফ-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

RD | ০৫ জানুয়ারী ২০২৫ ১৬ : ৪৫Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত এবং বর্তমানে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি এক জঙ্গি, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম (এবিটি)-এর সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গে নাশকতার ছক কষছে। রাজ্য এসটিএফ-এর হাতে এমন তথ্য আসার পর ঘুম উড়েছে সকলের। রবিবারই ওই জঙ্গিকে নিজেদের হেফাজতে নিতে চলেছে এসটিএফ।  

সম্প্রতি মুর্শিদাবাদ জেলার নওদা এবং হরিহরপাড়ায় অসম পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ-এর যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছে চার জঙ্গি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক তদন্তে এসটিএফ-এর অনুমান, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি-র একাধিক সদস্য ইতিমধ্যে এবিটি-এ নাম লিখিয়েছে। এরাই পশ্চিমবঙ্গ এবং ভারতের একাধিক জায়গায় নাশকতার ছক কষছে।
 
এসটিএফ আধিকারিকেরা আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন। গোয়েন্দা সূত্রের খবর, ২০১৪ সালে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম নামে এক জেলবন্দী জঙ্গিও এ রাজ্যে রাজ্যে এবিটি-এর সংগঠন বাড়ানোর চেষ্টা করছে।
 
অসম এসটিএফ নিজেদের রাজ্যে এবং অন্য কয়েকটি রাজ্যে অভিযান চালিয়ে ১২ জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে,অসম থেকে যে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে সেই অস্ত্র নিয়ে এসে মুর্শিদাবাদে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছিল এবিটি-র জঙ্গিরা। 

এবিটি-র জঙ্গিদের সঙ্গে খাগড়াগড়  বিস্ফোরণের ঘটনায় সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম নামে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী ওই জঙ্গির কী  সম্পর্ক রয়েছে? তা জানার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ তারিকুলকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য শনিবার বহরমপুর আদালতে আবেদন করেছে। সূত্রের খবর, রবিবারই তরিকুলকে জেল থেকে বার করে জিজ্ঞাসাবাদের জন্য অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। 

গত বছর ডিসেম্বর মাসের ১৮ তারিখে হরিহরপাড়া থানা এলাকায় এসটিএফ অভিযান চালিয়ে মিনারুল শেখ এবং আব্বাস আলী নামে দুই যুবককে গ্রেপ্তার করে। পুলিশের অনুমান, এরা এবিটি-র সদস্য। আব্বাসের বিরুদ্ধে এলাকায় একাধিক অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে সম্প্রতি আব্বাস এলাকায় একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে কাজ করছিল। 

গোয়েন্দা সূত্রের খবর, বেশ কয়েক বছর আগে পকশো আইনে গ্রেপ্তার হয়ে বহরমপুরে জেলবন্দি ছিল আব্বাস। সেই সময় তার সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড তারিকুল ওরফে সুমনের পরিচয় হয়। অভিযোগ জেলবন্দী থাকার সময়ে তারিকুল, আব্বাসের মাধ্যমে হরিহরপাড়া- নওদা এবং মুর্শিদাবাদের বাকি অংশে জঙ্গি সংগঠন বিস্তারের পরিকল্পনা করেন। 

সূত্রের খবর, পশ্চিমবঙ্গের 'চিকেন্স নেক' হিসেবে পরিচিত শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় বড়সড় নাশকতার ছক কষেছিল এবিটির সদস্যরা। কিন্তু তার আগেই অসম পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে যায় একের পর এক এবিটি জঙ্গি। এই জঙ্গিদের মধ্যে পাঁচজনের সরাসরি মুর্শিদাবাদ জেলার সঙ্গে যোগ রয়েছে। 

এসটিএফ সূত্রের খবর, বহরমপুর জেলে থেকেই খাগড়াগড় বিস্ফোরণে সাজাপ্রাপ্ত তারিকুল, মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হওয়া আব্বাস ,মিনারুল, সাজিবুল, মোস্তাকিমের মতো আরও কিছু জঙ্গির সাহায্যে রাজ্যে এবিটি-র সংগঠন বাড়ানোর চেষ্টা করছিল। তবে মুর্শিদাবাদে ধৃত জঙ্গিদের নেতা ছিল কেরল থেকে গ্রেপ্তার হওয়া মহম্মদ সাব শেখ। হরিহরপাড়া এবং নওদা, এই দু'টি ব্লকে ভোটার লিস্টে নাম রয়েছে সাবের। সাব এবং তারিকুল কীভাবে এবং কতটা জঙ্গিজাল বিস্তার করেছে সেটাই এখন রাজ্য এসটিএফ খতিয়ে দেখছে।


#Khagragarhblast#ABTmilitants#BangladeshABTmilitants



বিশেষ খবর

নানান খবর

কী কী উপসর্গ দেখলে সতর্ক হবেন? #hmpvindia #HMPV #aajkaalonline #symptoms

নানান খবর

শীতের মাঝেই বৃষ্টি আসছে জেলায় জেলায়, সঙ্গে পাহাড়ে তুষারপাত! দুইয়ের যোগে আগামী কয়েকদিন কাঁপবে বাংলা?...

পুরুলিয়ায় পুলিশ কন্যা হত্যার কিনারা, গ্রেপ্তার ১...

কী অবস্থায় রাজ্যের পরিবহন? দেখতে পথে পরিবহনমন্ত্রী ...

বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া মৎস্যজীবীদের আর্থিক সহায়তা, 'দিদি'র প্রতি কৃতজ্ঞ মৎস্যজীবীরা...

জলা বুজিয়ে পাঁচিল! বন্ধ নিকাশি, জলযন্ত্রণায় ক্ষিপ্ত প্রায় আড়াইশো পরিবার...

শুভেন্দুর জেলায় বিজেপির বিরাট অস্বস্তি, তৃণমূলের দখলে মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত...

বাড়ি ফিরলেন রবি, সোনার ছেলেকে বরণ করে নিলেন গ্রামবাসীরা, ভালবাসায় আপ্লুত ফুটবলার...

অবশেষে মুক্তি! বাংলাদেশে আটক ৯৫ জন মৎস্যজীবী ফিরলেন দেশে, ভারত থেকে ফেরানো হল ৯০ জনকে...

ভাবাদিঘি বাঁচিয়ে অবিলম্বে হোক রেলপথ, গণ কনভেনশনে মত আন্দোলনকারীদের...

শ্রমিকদের সামাজিক সুরক্ষায় নবজাগরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, শ্রীরামপুরের সভায় বললেন সাংসদ ঋতব্রত...

দামোদরের চরে চলছিল বনভোজন, তার মাঝেই নজরে এল বহুপ্রাচীন এক মূর্তি, তারপর?...

'অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন ক্ষমতালোভী সাংসদ, অশ্লীল ভাষায় কথা বলতে অভ্যস্ত', চড়া সুরে আক্রমণ কল্যাণের ...

ইসরোর ভ্রাম্যমাণ গাড়ি পৌঁছল কোচবিহারের স্কুলে, মহাকাশ সম্পর্কিত প্রদর্শনী দেখে উচ্ছ্বসিত পড়ুয়ারা...

নওদায় প্রকাশ্যে শুটআউট, গুলিবিদ্ধ যুবক, মালদহের পর চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে ...

'খুনের নেপথ্যে বড় মাথা', বিষ্ফোরক দাবি মালদার নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীর ...

আটক বাংলাদেশি মৎস্যজীবীদের ফেরাচ্ছে ভারত, বাংলাদেশ থেকেও ফিরছেন ভারতীয় মৎস্যজীবীরা...



সোশ্যাল মিডিয়া



01 25