বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | নির্মাণ শ্রমিকেরা পাবেন এককালীন আড়াই লক্ষ টাকা, সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার, জানুন আবেদন করার উপায়

দেবস্মিতা | ১১ ডিসেম্বর ২০২৪ ২১ : ০৭Debosmita Mondal


অতীশ সেন, ডুয়ার্স:  নির্মাণ শ্রমিকদের জন্য এবার সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার। এই প্রকল্পে তাদের কোনও টাকা দিতে হবে না। রাজ্য সরকার শ্রমিকদের সামাজিক সুরক্ষা অ্যাকাউন্টে প্রতি মাসে ৫৫ টাকা করে জমা করে দেবে। ৬০ বছর বয়স পর সেই টাকা ফেরত পাবেন শ্রমিক। নূন্যতম পাঁচ বছর এই প্রকল্পের সদস্য থাকলে অবসরের পর এক হাজার টাকা করে পেনশন পাবেন তিনি। এছাড়া রয়েছে আরও অনেক সুবিধে। 

 

এই প্রকল্প অনুযায়ী, ১৮ বছর বয়সে কেউ নথিভুক্ত হলে তিনি ৬০ বছর বয়সে আড়াই লক্ষ টাকা পাবেন। আগামীতে সরকার জমা করা টাকার অঙ্ক বাড়ালে, অবসরের সময় পাওয়া এককালীন সুবিধার অঙ্কও বাড়বে। এই প্রকল্পে অবসরের আগে স্বাভাবিক মৃত্যুতে ৫০ হাজার টাকা, দূর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে দুই লক্ষ টাকা এবং দূর্ঘটনার ফলে শারীরিক অক্ষমতা হলে ৫০ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ শ্রমিকেরা পাবেন।

 

কারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেন? জানা গিয়েছে, ভবন নির্মাণ, সড়কপথ, রেল, সেচ-নিকাশি ও বন্যা নিয়ন্ত্রণ, জল সরবরাহ ব্যবস্থা, টেলিফোনের টাওয়ার নির্মাণ ও তার লাগানো, জলাশয় ও জলের ট্যাঙ্ক নির্মাণ, পাইপলাইন প্রভৃতি নির্মাণ, মেরামতি, রক্ষণাবেক্ষণ এমনকী তা ভাঙার কাজ করছেন কিম্বা ইট ও টালি প্রস্তুতকরণ, পাথর খাদানে ও পাথর ভাঙার কাজে নিযুক্ত রয়েছেন, এমন শ্রমিকেরা নির্মাণ কর্মী হিসাবে গণ্য হবেন এবং এই প্রকল্পে নথিভুক্ত হতে পারবেন।

 

 

এর জন্য আর কী প্রয়োজন: ১৮ থেকে ৬০ বছর বয়সী যে কোনও নির্মাণকর্মী এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এর জন্য বিগত এক বছরে নূন্যতম ৯০ দিন এই ধরনের পেশার সাথে জড়িত থাকতে হবে। তিনি যে এমন কাজ করেন সেই বিষয়ে 'সেল্ফ ডিক্লিয়ারেশান' বা নিজের করা একটি লিখিত ঘোষণা প্রয়োজন। শ্রম দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। শ্রম দপ্তরের আধিকারিকেরা জানিয়েছেন, এই বিষয়ে বিস্তারিত জানতে জলপাইগুড়ি ডেপুটি লেবার কমিশনার অফিসে ০৩৫৬১২৩০১১২ নম্বরে ফোন করা যেতে পারে।

 

 

বাগানের বাসিন্দাদের জন্য সুবিধা: চা বাগানে বসবাসকারী এমন প্রচুর মানুষ রয়েছেন যারা চা বাগানে কাজ করেন না। চলতি কথায় এদের 'নন ওয়ার্কার' বলা হয়। শ্রমিক পরিবারের সদস্য কিম্বা সদস্য নন এমন এই প্রচুর সংখ্যক মানুষ রুজিরোজগারের জন্য চা শিল্পের বাইরের ভিন্ন পেশার সাথে যুক্ত। এদের বেশিরভাগই অসংগতি ক্ষেত্রে কাজ করার ফলে কোনও রূপ সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা এতদিন পেতেন না। রাজ্য সরকারের এই 'সামাজিক সুরক্ষা যোজনা'র অধীনে চা বাগানে বসবাসকারী নির্মাণ শ্রমিকদের নিয়ে আসা হয়েছে। এবার শ্রম দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন চা বাগানে গিয়ে ক্যাম্প করে এই ধরনের শ্রমিকদের নিবন্ধনের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হল। বুধবার বানারহাট ব্লকের তেলিপাড়া ও মোরাঘাট চা বাগানে এমন দুটি শিবির আয়োজিত হয়। শিবিরগুলিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সহকারী লেবার কমিশনার রাতুল ভট্টাচার্য, শ্রম দপ্তরের ইন্সপেক্টর অনিমেষ দে, দীপক কুমার মণ্ডল সহ অনেকে।


#GovtScheme# SamajikSurakkhaPrakalpa#



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ডোমকলে পুলিশের উপর হামলা, আসামিকে ছিনতাই করে নিল গ্রামবাসীরা, নরেন্দ্রপুরে এএসআই-কে অস্ত্রের কোপ...

'চিকিৎসকেরা দায়িত্ব পালন করলে মা-কে বাঁচানো যেত': স্যালাইন-কাণ্ডে মমতা, সাসপেন্ড করা হল ১২ জন চিকিৎসককে...

পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ে আবার বাঘের আতঙ্ক, খাঁচা পেতে অপেক্ষায় বনকর্মীরা...

পাঞ্জিপারায় গুলিতে আহত পুলিশকর্মীরা কেমন আছেন?‌ দেখে গেলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ...

উধাও শীত, ঘন কুয়াশার দাপট জেলায় জেলায়, ফের ঠান্ডার আমেজ কবে থেকে? ...

যে ডিগ্রি লেখেন, তা অর্জনই করেননি! আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস পাঠাল মেডিক্যাল কাউন্সিল ...

কাজ থেকে ফেরার পথে খুন যুবক, রিষড়া কাণ্ডে ধোঁয়াশা কাটছে না কিছুতেই...

ডিভিসির ছাড়া জলে রাতারাতি ডুবে গিয়েছিল চাষের জমি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল প্রশাসন...

 ৫২ দিনে দোষী সাব্যস্ত অভিযুক্ত, দ্রুত বিচার চুঁচুড়া জেলা আদালতে...

রসের কড়াইয়ে সাঁতার কাটা মাসকলাইয়ের জিলিপি আর শাঁকালু, এই মেলার আকর্ষণ এটাই...

ভর সন্ধ্যায় পেটে ছুরি মেরে যুবক খুন, চাঞ্চল্য রিষড়ায়!...

জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার...

পৌষ সংক্রান্তির আবহে ঢেঁকির দেখা মেলে গ্রামে, হুগলির এই বাড়িতেই ভিড় জমান মহিলারা ...

পূণ্যার্থীদের ফেলা বর্জ্য পদার্থ দিয়ে গঙ্গাসাগরে তৈরি হবে নতুন রাস্তা...

'মাই এফআইআর পোর্টাল', কাজে স্বচ্ছতা আনতে বনগাঁ পুলিশের উদ্যোগ...



সোশ্যাল মিডিয়া



12 24