বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৩ ডিসেম্বর ২০২৩ ১৭ : ২৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতা মুছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ এ সিরিজ জিতল ভারত। রবিবাসরীয় রাতে রুদ্ধশ্বাস ম্যাচে ৬ রানে জয় সূর্যকুমারদের। হারা ম্যাচ জেতালেন মুকেশ কুমার এবং অর্শদীপ সিং। ১৭তম ওভারে পরপর দু"বলে জোড়া উইকেট। ভারতকে ম্যাচে ফেরান মুকেশ। ১৯তম ওভারের প্রথম বলেই ম্যাচের নায়ক হতে পারতেন বাংলার পেসার। তখনই শেষ হয়ে যেতে পারত ম্যাচ। কিন্তু ম্যাথিউ ওয়েডের ক্যাচ ফস্কান ঋতুরাজ গায়কোয়াড়। অবশ্য তার খেসারত দিতে হয়নি। শুধু জয় দীর্ঘায়িত হয়।
শেষ ওভারের প্রথম বল ওয়েডের মাথার ওপর দিয়ে যায়। নিশ্চিত ওয়াইড। কিন্তু দেননি আম্পায়ার। তাতেই মনঃসংযোগ হারান অস্ট্রেলিয়ার অধিনায়ক। অর্শদীপের পরের বলে রান হয়নি। তৃতীয় বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে শ্রেয়সের হাতে ধরা পড়েন ওয়েড। অসাধারণ শেষ ওভার। জয়ের জন্য ১০ রান প্রয়োজন ছিল। কিন্তু মাত্র ৩ রান দেন অর্শদীপ। নিজের "ব্যাড ডে" তেও স্নায়ু ধরে রেখে শেষ ওভারে দুর্দান্ত বল করেন। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৬০ রান তোলে ভারত। জবাবে ২০ ওভারের শেষে ৮ উইকেটের বিনিময়ে ১৫৪ রানে শেষ হয় অজিদের ইনিংস।
বেঙ্গালুরুর ব্যাটিং পিচে ফ্লপ ভারতীয় ব্যাটিং। ৫৫ রানে ৪ উইকেট হারায় ভারত। সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংরা ব্যর্থ। চলতি সিরিজে দারুণ ছন্দে ছিলেন কেকেআরের উঠতি তারকা। কিন্তু চিন্নস্বামীর ছোট মাঠে ভুল সময়ে বড় শট খেলতে গিয়ে আউট হন রিঙ্কু। অধরা সূর্যকুমার যাদবের রেকর্ডও। ভাঙতে পারলেন না বিরাট কোহলির নজির। আজ ২০ রান করলেই অস্ট্রেলিয়া সিরিজেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দ্রুততম ২০০০ রানের মাইলস্টোন ছুঁতেন সূর্য। কিন্তু হল না। একটা সময় মনে হচ্ছিল কোনওক্রমে হয়তো ১২০ রান উঠবে। কিন্তু শ্রেয়স আইয়ারের অর্ধশতরানে ম্যাচে ফেরে ভারত। ৩৬ বলে টি-২০ তে নিজের অষ্টম অর্ধশতরানে পৌঁছন শ্রেয়স। ইনিংসে ছিল ২টি ছয়, ৫টি চার। ৩৭ বলে ৫৩ রান করে আউট হন। শুরুটা ভাল করেছিলেন যশস্বী জয়েসওয়াল। ১৫ বলে ২১ রান করে আউট হন। শেষদিকে গুরুত্বপূর্ণ রান যোগ করেন জীতেশ শর্মা (২৪) এবং অক্ষর প্যাটেল (৩১)। ২০ ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে ভারত।
রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি অস্ট্রেলিয়া। কিন্তু নিয়মিত উইকেট হারায়। শুরুতে ২৮ রান করে আউট হন ট্রাভিস হেড। বেন ম্যাকডার্মট ব্যাট করার সময় টার্গেট অজিদের ধর্তব্যের মধ্যে ছিল। ৫টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫৪ রানে আউট হন তিনি। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। একটা সময় ৪ উইকেট হারিয়ে ১০২ রান ছিল অজিদের। সেখান থেকে মাত্র ৫২ রানে পরের চার উইকেট হারায় অস্ট্রেলিয়া। জঘন্য ব্যাটিং। তবে কৃতিত্ব দিতে হবে ভারতীয় বোলারদের। চিন্নস্বামীর ব্যাটিং পিচেও অল্প রান ডিফেন্ড করেন রবি বিষ্ণোই, মুকেশ কুমার, অর্শদীপ সিংরা। ৩২ রানে ৩ উইকেট নেন মুকেশ। জোড়া উইকেট বিষ্ণোই এবং অর্শদীপের। ব্যাটে রান না এলেও ছন্দে থাকা ম্যাকডার্মটের গুরুত্বপূর্ণ ক্যাচ নেন রিঙ্কু সিং।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট, ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ...
'গতি হারিয়েছে, তবুও মেসির থেকে ভাল রোনাল্ডো', 'এলএম ১০' -কে কটাক্ষ আর্জেন্টাইন প্রাক্তনের ...
সন্তোষের শেষ চারে বাংলা, ওড়িশাকে হারালেন নরহরিরা ...
'বুমরার বাবা কনস্টাস', উইকিপিডিয়ায় বদলে গেল তরুণ অজি ক্রিকেটারের পরিচয় ...
২০২, ২০১, ১৫৩, ১৩৭...ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা, নিলামে ৯৫ লাখের ক্রিকেটারের নজির...
'আকাশ পথে প্রেম করেছি...', সিন্ধু-ভেঙ্কটের ভালবাসার গল্প হার মানাবে সিনেমাকেও...
বক্সিং ডে টেস্ট কেবল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই আয়োজিত হয় কেন? জেনে নিন আসল কারণ ...
মেলবোর্নে কোহলির বড়দিন, অনুষ্কার সঙ্গে ক্যাফেতে, হাঁটলেন ব্যস্ত রাস্তায়, ভিডিও ভাইরাল ...
'একদল নির্বোধ ১৮ বছর বয়সে আমাকে দলে নিয়েছিল', ১৯ বছরের কনস্টাসের অভিষেকের আগে বার্তা কামিন্সের ...
সান্তা সাজে ক্যাপ্টেন কুল, বক্সিং ডে টেস্টের আগে বিরাটরা কী উপহার চাইলেন মাহির কাছে?...
দর্শকদের বললেন চুপ থাকতে, মেলবোর্নে ভারতীয় দলের অনুশীলনে অন্য কোহলিকে দেখল অস্ট্রেলিয়া...
কেমন আছেন কাম্বলি? জানুন চিকিৎসক কী বলছেন
'ও তো আমেরিকায় কৃষকদের লিগে খেলে', মেসিকে তীব্র আক্রমণ কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলারের ...
অনুশীলনে বলের গ্রিপ নিয়ে রোহিতের পরীক্ষা নিরীক্ষা, মেলবোর্ন টেস্টে কি বল করবেন ভারত অধিনায়ক? ...
পাড়ুকোন ব্যাডমিন্টন স্কুল ও বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমির শীতকালীন ক্যাম্প শেষ হল বানতলায়, উঠতি খেলোয়াড়দের দক্ষতা বাড...