বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
KM | ১০ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৩২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: একসময়ে তাঁর বাউন্সার সামলাতে না পেরে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল শচীন তেণ্ডুলকরকে। মাস্টার ব্লাস্টারকে আউট করার আনন্দে তিনি উদ্ধত আচরণ করেছিলেন। শচীনের চোয়াল শক্ত হয়ে গিয়েছিল সেই দৃশ্য দেখে। মনে মনে শচীন শপথ করেছিলেন, পরের ম্যাচে তিনি সবক শেখাবেন।
যাঁর কথা বলা হচ্ছে তিনি জিম্বাবোয়ের প্রাক্তন পেসার হেনরি ওলোঙ্গা। শচীনকে আউট করে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন তিনি।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শচীন ধরা দিয়েছিলেন অন্য অবতারে। নির্দয় হয়ে উঠেছিলেন জিম্বাবোয়ের বোলার ওলোঙ্গার উপরে। রাতারাতি আসমান থেকে জমিনে আছড়ে পড়েছিলেন এই ফাস্ট বোলার। শচীনের সেই নির্দয় প্রহার এখনও মনে রয়েছে ক্রিকেটপ্রেমীদের।
ওলোঙ্গা নিজে কি ভুলতে পেরেছেন? অ্যাডিলেড টেস্টে জিম্বাবোয়ের প্রাক্তন এই পেসারকে দেখা গিয়েছে মাঠের বাইরে। তিনি পেশা বদলেছেন। চেহারাতেও পরিবর্তন এসেছে। ছবি এঁকে অর্থ রোজগার করেন। বৈচিত্র্য পছন্দ করেন। নিজের দেশ ছেড়েছেন। অস্ট্রেলিয়া এখন তাঁর দেশ। বিয়ে করেছেন অস্ট্রেলিয়ান মহিলাকে। দুই সন্তানের বাবা ওলোঙ্গা।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সেই হেনরি ওলোঙ্গাকে মাঠের যত্রতত্র ছুড়ে ফেলেন শচীন। ৯২ বলে ১২৪ রান করে অপরাজিত থাকেন মাস্টার ব্লাস্টার। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি। শচীনকে আউট করার পরে তাঁর মুখ উদ্ভাসিত হয়েছিল কিন্তু শচীনের কাছে বেধড়ক মার খাওয়ার পরে সেই ওলোঙ্গার শরীরী ভাষাই বদলে গিয়েছিল। কাঁধ ঝুলে গিয়েছিল তাঁর।
এহেন ওলোঙ্গার জীবন বিভিন্ন খাতে বাঁক নেয়। জিম্বাবোয়ের রবার্ট মুগাবে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। দেশ ছেড়েছিলেন তিনি। ধারাভাষ্যের কাজ করেন। পেশাদার গায়ক হিসেবেও তাঁকে দেখা যায়। সেই ওলোঙ্গা এখন চিত্রশিল্পী। অস্ট্রেলিয়ায় থাকেন তিনি। অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ চলাকালীন ওলোঙ্গাকে ছবি আঁকতে দেখা গিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা ছবি এঁকে তার বিনিময়ে পারিশ্রমিক পান ওলোঙ্গা। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''আমি অস্ট্রেলিয়া ভালবাসি। আমার স্ত্রী অস্ট্রেলিয়ান। আমার দুই সন্তান। আঁকার প্রতি আমার দুর্বলতা ছিল। আমি বৈচিত্র্য পছন্দ করি।এক কাজ করতে আমার ভাল লাগে না।''
সেই কারণেই কখনও তিনি ধারাভাষ্যকার, কখনও পার্টটাইম কোচ, কখনও গায়ক আবার এখন চিত্রশিল্পী।
২০০৩ সালের বিশ্বকাপে শেষ বার ওলোঙ্গাকে জিম্বাবোয়ের জার্সিতে দেখা গিয়েছিল। ভারতের তারকা পেসার বুমরা তাঁর পছন্দের বোলার। ওলোঙ্গা বলেন, ''বুমরা সেরা। ডেলিভারি করার সময়ে ওর হাত একটু ছড়িয়ে যায়, তার ফলে উইকেট নিতে পারে শর্ট রান আপে বল করে। ওকে দেখে আমার ওয়াসিম আক্রমের কথা মনে পড়ে।''
শচীন ও ওলোঙ্গার সেই বিখ্যাত ডুয়েল প্রসঙ্গে কী বলছেন? জিম্বাবোয়ের প্রাক্তন পেসার বলছেন, ''ইউটিউবের জন্যওই ম্যাচটা সবার মনে রয়েছে। আমি ওকে আউট করেছিলাম। ফাইনালে শচীন উন্মাদ হয়ে গিয়েছিল। আমি প্রচুর রান দিয়েছিলাম। শচীন আমাকে প্রচণ্ড মেরেছিল।''
শচীনকে আউট করেই প্রচারে এসেছিলেন। আবার শচীনের কাছে মার খেয়ে তিনি মনে থেকে গিয়েছেন ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে।
#HenryOlonga#ZimbabwePacer#BorderGavaskar Trophy
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ভারত নয়, মোমেন্টাম অস্ট্রেলিয়ার সঙ্গে! ব্রিসবেন টেস্টের আগে এমন দাবি কিংবদন্তির...
শেষবার গাব্বায় খেলতে নামছেন বিরাট-রোহিতরা,ঐতিহাসিক স্টেডিয়ামে আর হবে না ক্রিকেট ...
'তোমার পাশে আমরা রয়েছি, কোহলি-নবীন বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ...
গাব্বায় কোন পজিশনে ব্যাট করবেন রোহিত? প্র্যাকটিসে মিলল বড় ইঙ্গিত...
নেট সেশনে কভার ড্রাইভ, পুল ও কাটের সমাহার, গাব্বায় রানে ফিরতে মরিয়া বিরাট ...
২০৩৪ বিশ্বকাপ সৌদি আরবে, তিন মহাদেশের ৬টি দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, বিরাট ঘোষণা ফিফার...
যত কাণ্ড অ্যাডিলেডে, সিরাজকে রাগাতে দেড় লক্ষ টাকা খরচ, বিষয়টা কী? ...
কলকাতায় এসে উচ্ছ্বসিত, ফুটবলের শহরে ফুটবলপ্রেমীদের ম্যারাথনে অংশ নেওয়ার আহ্বান জানান ক্যাম্পবেল...
কলকাতায় এসে উচ্ছ্বসিত, ফুটবলের শহরে ফুটবলপ্রেমীদের ম্যারাথনে অংশ নেওয়ার আহ্বান জানান ক্যাম্পবেল...
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে আগ্রহ তুঙ্গে, সাত মাস আগেই শেষ টিকিট বিক্রি ...
বিসিসিআইয়ের আগে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করা উচিত, বিস্ফোরক দাবি প্রাক্তন পাক অধিনায়কের...
মোহনবাগানে নির্বাচনের দামামা বেজে গেল, বছরের শুরুতেই হবে এজিএম...
সিরাজ-হেড বচসায় ফিরল 'মাঙ্কিগেট' বিতর্ক, অশনি সংকেত দেখছেন ভাজ্জি...
অ্যাডিলেডের নেটে হঠাৎ চমক, অন্য ভূমিকায় ধরা দিলেন কোহলি...
বর্ডার-গাভাসকর ট্রফির পর রো-কোর ভাগ্য নির্ধারণ? নেওয়া হতে পারে কড়া সিদ্ধান্ত...