
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতের ক্রিকেটমহলে বৈভব সূর্যবংশী বিস্ময়বালক হিসেবে পরিচিতি লাভ করেছে ইতিমধ্যেই। এহেন বৈভবের বয়স নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন পাক ক্রিকেটার।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে বৈভবের একটি ছক্কা দেখার পরেই জুনেইদ খান বিস্ময় প্রকাশ করেছেন। বৈভবের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ এনেছেন জুনেইদ। প্রাক্তন পাক ক্রিকেটার বৈভবের সেই ছক্কার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন,''১৩ বছরের বাচ্চা কি এত বড় ছক্কা হাঁকাতে পারে?''
এর আগেও বৈভবের বয়স নিয়ে প্রশ্ন উঠেছিল। অনেকেই বলেছিলেন, ১৩ বছরের প্রতিভাধর ক্রিকেটার বয়স ভাঁড়িয়েছেন। কিন্তু বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী বলেছিলেন, ''বৈভবের যখন সাড়ে আট বছর বয়স, সেই সময়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের হাড় পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল। ইতিমধ্যেই অনূর্ধ্ব ১৯ ভারতের হয়ে খেলা হয়ে গিয়েছে। আমরা কাউকে ভয় পাই না। আবারও বয়স পরীক্ষায় বসতেই পারে বৈভব।''
নিলামে বৈভবকে ১ কোটি ১০ লক্ষ টাকায় নেয় রাজস্থান রয়্যালস। ছেলেকে ক্রিকেটার তৈরি করার স্বপ্ন দেখতেন বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী। ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য তিন বছর আগে জমি বিক্রি করে দেন। রাজস্থান রয়্যালস তাঁর ছেলে বৈভবকে দলে নেওয়ায় বাক্যিহারা সঞ্জীব।
সঞ্জীব তাঁর কোটিপতি ছেলের সম্পর্কে বলেন, ''আমার ছেলে কঠিন পরিশ্রম করেছে। আট বছর বয়সে অনূর্ধ্ব ১৬ ডিস্ট্রিক্ট ট্রায়াল দিয়ে উতরেছে। আমি সমস্তিপুরে ওকে ক্রিকেট কোচিংয়ের জন্য দিয়ে আসতাম।''
ক্রিকেট খেলার খরচ রয়েছে। সেই সম্পর্কে সঞ্জীব বলছেন, ''অনেক টাকা বিনিয়োগ করতে হয়েছে। খরচসাপেক্ষ ব্যাপার। কী বলব বলুন, আমি তো আমার জমি পর্যন্ত বেচে দিয়েছি। এখনও আর্থিক অবস্থার উন্নতি হয়নি।''
যে ছক্কা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জুনেইদ খান, বৈভব তা মেরেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ৬৭ রান করেছিল বৈভব। পাঁচটি চার ও পাঁচটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।
কোহলির অবসরের পর টেস্টে এবার চারে কে? এই ক্রিকেটারের উপর ধরা হল বাজি
কাটল ১৭ বছরের ট্রফি খরা, ম্যান ইউকে হারিয়ে ইউরোপা লিগ ঘরে তুলল টটেনহাম
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের
আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার
এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল
কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে
রুতুরাজের সত্যিই চোট ছিল? প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার
দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ
এবারে ব্যালন ডি'অর অনুষ্ঠান কবে? জানিয়ে দিল আয়োজক সংস্থা
আইপিএলে দুরন্ত পারফরম্যান্স, ফের টিম ইন্ডিয়ার টি২০ দলে ফিরতে চলেছেন রাহুল
ভারত সিরিজের আগে আর মদ ছোঁবেন না, জানিয়ে দিলেন ইংরেজ অধিনায়ক
বেঙ্কটেশকে ছাঁটাই করতে চলেছে কেকেআর, রাখবে না পণ্ডিতকেও
ভারত এশিয়া কাপ বয়কট করেছে! শুনেই মাথায় বাজ পড়ার অবস্থা বোর্ড সচিবের