সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৯ ডিসেম্বর ২০২৪ ২০ : ০৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: হাওড়া জেলার শিবপুরে নির্মীয়মাণ একটি আবাসনে এক রাজমিস্ত্রিকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুর্শিদাবাদের সাগরদিঘি থানা এলাকা থেকে দুই অভিযুক্তকে আটক করল পুলিশ। শিবপুর থানার পুলিশ তাদের নিয়ে হাওড়ার উদ্দেশে রওনা দিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম নাসিমউদ্দিন শেখ (৩৮)। বাড়ি সাগরদিঘি থানার বারালা–হোসেনপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসখানেক আগে নাসিমউদ্দিন নিজের বছর ষোলোর ছেলে আনিসুরকে নিয়ে হাওড়ার শিবপুরে একটি আবাসনে রাজমিস্ত্রির কাজ করতে যান। ওই একই প্রকল্পে তার গ্রামের আরও কয়েকজন যুবক রাজমিস্ত্রির কাজ করছিল।
সূত্রের খবর গত ৭ তারিখ রাতের বেলায় একটি নামি কোম্পানির জলের বোতল থেকে জল খাওয়াকে কেন্দ্র করে নাসিমুদ্দিনের সঙ্গে ওই আবাসনে রাজমিস্ত্রি হিসেবে কর্মরত তার গ্রামের ৩ যুবকের গন্ডগোল বাঁধে। সেই সময় তারা নাসিমউদ্দিনকে একটি টালি দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় নাসিমউদ্দিন স্থানীয় এক চিকিৎসকের কাছে চিকিৎসা করান।
কিন্তু ওই আবাসনে ফিরে আসার কিছুক্ষণের মধ্যে সংজ্ঞা হারান নাসিমউদ্দিন। তারপর মারা যান। এরপর স্থানীয় থানায় কিছু না জানিয়ে রবিবার তার দেহ নিয়ে মুর্শিদাবাদের চলে আসে কয়েকজন। তাদের পরিকল্পনা ছিল কাউকে কিছু না জানিয়ে দেহটি কবর দিয়ে দেওয়ার।
কিন্তু সাগরদিঘি থানার পুলিশ ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় এবং নাসিমউদ্দিনের দেহ কবর দেওয়ার আগেই সেটি উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। ময়নাতদন্ত শেষ হওয়ার পর রবিবার রাতে সাগরদিঘিতে কবরস্থ করা হয় নাসিমউদ্দিনকে।
সাগরদিঘি থানার এক আধিকারিক জানান, মৃত যুবকের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় একটি জিরো এফআইআর করা হয়েছে। নাসিমউদ্দিনকে খুনের পর মনিরুল শেখ এবং ইসমাইল শেখ নামে দুই যুবক রবিবার রাতে এবং সোমবার সকালে সাগরদিঘিতে ফিরে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করে শিবপুর থানার হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর এই খুনের ঘটনায় যুক্ত আরও এক অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে।
নানান খবর
নানান খবর

থানার আধিকারিকের সই জাল করে ভুয়ো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

ভুটান সীমান্তের শহর চামুর্চীর হাট সংস্কারের উদ্যোগ নিল রাজ্য সরকার

মুর্শিদাবাদ হিংসার তদন্তে বড় সাফল্য রাজ্য পুলিশের, ওড়িশা থেকে গ্রেপ্তার ছয় জন

দলের মিছিল থেকে বেরিয়ে গিয়েই বিধায়ক মিহির গোস্বামীর উপর ক্ষোভ উগরে তৃণমূলে যোগ বিজেপির মহিলা মোর্চার নেত্রীর

নেপাল থেকে জঙ্গলের পথ ধরে সোজা ভারতে, জানাজানি হতেই নিয়ে গেলেন সরকারি কর্মীরা

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০