সোমবার ১৩ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৯ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৪০Rajat Bose
অতীশ সেন, ডুয়ার্স: উত্তরবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের উদ্যোগপতিদের নিয়ে মাটিয়ালি ব্লকের বাতাবাড়িতে একদিনের শিল্প বাণিজ্য সম্মেলন ‘সিনার্জি’ অনুষ্ঠিত হল। সোমবার বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টিতে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। জানা গিয়েছে এই সম্মেলনের মাধ্যমে তিন জেলার উদ্যোগপতিদের কাছ থেকে প্রায় ৯০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। আগামী বছরে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ক্ষেত্রে উত্তরবঙ্গের এই তিন জেলায় প্রায় ৮,৬০০ কোটি টাকার বিনিয়োগ আশা করা হচ্ছে। যা প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। সম্মেলনে বেশ কয়েকজন উদ্যোগপতিকে সংবর্ধনা জানানো হয় এবং বিভিন্ন হস্তশিল্প ও ক্ষুদ্র শিল্পের স্টল প্রদর্শিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং কোচবিহার এই তিন জেলায় এমএসএমই বা মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ সেক্টরে ২০২৩–২৪ অর্থবর্ষে ৫০২৯ কোটি টাকা, ২০২৪–২৫ অর্থবর্ষে সেপ্টেম্বর পর্যন্ত ৩৭৬৪ কোটি টাকা ব্যাঙ্কের মাধ্যমে ঋণ দেওয়া হয়েছে। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত এই তিন জেলায় এমএসএমই’র সংখ্যা ৯২ হাজার ৬৭টি। রাজ্য সরকারের এসএআইপি বা ‘স্টেট অ্যাপ্রুভড ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ প্রকল্পের অধীনে জলপাইগুড়ি জেলায় মোট ১৫০ একর জমি নিয়ে ৭টি শিল্প পার্ককে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৩টি পার্ক চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং ৪টি পার্ক নীতিগত অনুমোদন পেয়েছে। দুটি পার্ক ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এই শিল্প পার্কগুলিতে ৬০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা আছে এবং এর মাধ্যমে ৭ হাজার জনের কর্মসংস্থান হতে পারে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে এই তিনটি জেলায় মোট ২৯৯৪টি ঋণের আবেদন ব্যাঙ্ক থেকে অনুমোদন পেয়েছে। অনুমোদিত অর্থের পরিমাণ ৫৬.৪২ কোটি টাকা। বিগত কয়েক বছরে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রে ব্যাঙ্ক থেকে দেওয়া ঋণের পরিপ্রেক্ষিতে আগামী বছরগুলিতে এই তিন জেলায় ৮,৬০০ কোটি টাকা বিনিয়োগ হতে পারে বলে আশা করা হচ্ছে। এর ফলে আগামীদিনে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে, জলপাইগুড়ি জেলার জেলাশাসক শমা পারভিন, কোচবিহার জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, আলিপুরদুয়ার জেলার জেলাশাসক আর ভীমলা, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, আলিপুরদুয়ারের সভাধিপতি স্নিগ্ধা সুব্বা, কোচবিহারের সভাধিপতি সুমিতা বর্মন, জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত সহ অনেকে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, রাজ্য সরকার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান তৈরির উদ্যোগ নিয়েছে। মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং প্রশাসন যেকোনও সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা নিচ্ছে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়ে বিশেষ নজর রাখছেন। এই আয়োজনকে কেন্দ্র করে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও ছিল।
#Aajkaalonline#northbengal#industry
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
পুকুর পাড়ে গুগলি ধোয়া নিয়ে বচসা, চুঁচুড়ায় চলল গুলি, আহত মা ও ছেলে...
কচুবেড়িয়ায় পুলিশ ক্যাম্পে ভয়াবহ আগুন! আতঙ্ক ছড়াল গঙ্গাসাগরে, দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে...
গত বছরের চেয়ে বেশি জনসমাগম গঙ্গাসাগরে, পুণ্যার্থীদের জন্য কী কী সুবিধা থাকছে সেখানে, জানালেন মন্ত্রী অরূপ...
স্বামী ছিলেন গরিবের চিকিৎসক, তাঁর স্মৃতিতে বসতবাড়ি সাধারণ মানুষের জন্য দান করলেন স্ত্রী...
চন্দননগরে তাক লাগানো উদ্যোগ, গাছ নিজেই দেবে তার পরিচয়! কিউআর কোড স্ক্যান করলেই মিলবে যাবতীয় তথ্য...
বিএসএফ নিষ্ক্রিয়, সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ, অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বনগাঁর পুরপ্রধানের...
হঠাৎ জল ছাড়ল ডিভিসি, বিস্তীর্ণ আলু চাষের জমি জলের তলায়, মাথায় হাত কৃষকদের ...
নিরীহ গ্রামবাসীর উপর গুলি এবং সরকারি কর্মীকে অফিসের মধ্যে মারধর, গ্রেপ্তার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ...
১০০ দিনের কাজের টাকা বন্ধ নিয়ে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ গ্রামীণ শ্রমিকদের ...
ঘুরতে যাওয়ার মরশুমে হাতছানি দিচ্ছে সুন্দরবন, পিকনিক মুডে ছুটি কাটাতে ভিড় বাড়ছে পর্যটকদের...
প্রসূতির মৃত্যুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে তোলপাড়, তদন্তে স্বাস্থ্য দপ্তর...
টেন্ডারি না ডেকেই কম্বল সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ, বিতর্কে মুর্শিদাবাদ জেলা পরিষদ...
অব্যাহত গোষ্ঠীদ্বন্দ্ব! বর্ধিত সময়েও সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছুঁতে পারল না হুগলী জেলা বিজেপি...
হরিহরপাড়া ক্যানিংয়ের পর বনগাঁ, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার তিন, অস্ট্রেলিয়া যোগ নিয়ে প্রশ্ন...
'যেতে নাহি দিব', তিন শিক্ষকের বদলি আটকাতে সজল চোখে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ খুদে পড়ুয়াদের...