মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৯ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৪০Rajat Bose
অতীশ সেন, ডুয়ার্স: উত্তরবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের উদ্যোগপতিদের নিয়ে মাটিয়ালি ব্লকের বাতাবাড়িতে একদিনের শিল্প বাণিজ্য সম্মেলন ‘সিনার্জি’ অনুষ্ঠিত হল। সোমবার বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টিতে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। জানা গিয়েছে এই সম্মেলনের মাধ্যমে তিন জেলার উদ্যোগপতিদের কাছ থেকে প্রায় ৯০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। আগামী বছরে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ক্ষেত্রে উত্তরবঙ্গের এই তিন জেলায় প্রায় ৮,৬০০ কোটি টাকার বিনিয়োগ আশা করা হচ্ছে। যা প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। সম্মেলনে বেশ কয়েকজন উদ্যোগপতিকে সংবর্ধনা জানানো হয় এবং বিভিন্ন হস্তশিল্প ও ক্ষুদ্র শিল্পের স্টল প্রদর্শিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং কোচবিহার এই তিন জেলায় এমএসএমই বা মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ সেক্টরে ২০২৩–২৪ অর্থবর্ষে ৫০২৯ কোটি টাকা, ২০২৪–২৫ অর্থবর্ষে সেপ্টেম্বর পর্যন্ত ৩৭৬৪ কোটি টাকা ব্যাঙ্কের মাধ্যমে ঋণ দেওয়া হয়েছে। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত এই তিন জেলায় এমএসএমই’র সংখ্যা ৯২ হাজার ৬৭টি। রাজ্য সরকারের এসএআইপি বা ‘স্টেট অ্যাপ্রুভড ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ প্রকল্পের অধীনে জলপাইগুড়ি জেলায় মোট ১৫০ একর জমি নিয়ে ৭টি শিল্প পার্ককে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৩টি পার্ক চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং ৪টি পার্ক নীতিগত অনুমোদন পেয়েছে। দুটি পার্ক ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এই শিল্প পার্কগুলিতে ৬০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা আছে এবং এর মাধ্যমে ৭ হাজার জনের কর্মসংস্থান হতে পারে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে এই তিনটি জেলায় মোট ২৯৯৪টি ঋণের আবেদন ব্যাঙ্ক থেকে অনুমোদন পেয়েছে। অনুমোদিত অর্থের পরিমাণ ৫৬.৪২ কোটি টাকা। বিগত কয়েক বছরে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রে ব্যাঙ্ক থেকে দেওয়া ঋণের পরিপ্রেক্ষিতে আগামী বছরগুলিতে এই তিন জেলায় ৮,৬০০ কোটি টাকা বিনিয়োগ হতে পারে বলে আশা করা হচ্ছে। এর ফলে আগামীদিনে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে, জলপাইগুড়ি জেলার জেলাশাসক শমা পারভিন, কোচবিহার জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, আলিপুরদুয়ার জেলার জেলাশাসক আর ভীমলা, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, আলিপুরদুয়ারের সভাধিপতি স্নিগ্ধা সুব্বা, কোচবিহারের সভাধিপতি সুমিতা বর্মন, জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত সহ অনেকে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, রাজ্য সরকার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান তৈরির উদ্যোগ নিয়েছে। মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং প্রশাসন যেকোনও সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা নিচ্ছে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়ে বিশেষ নজর রাখছেন। এই আয়োজনকে কেন্দ্র করে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও ছিল।
নানান খবর
নানান খবর

শুকনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির খুনের রহস্যের কিনারা, খোঁজ মিলল খোয়া যাওয়া গয়নারও

থানার আধিকারিকের সই জাল করে ভুয়ো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

ভুটান সীমান্তের শহর চামুর্চীর হাট সংস্কারের উদ্যোগ নিল রাজ্য সরকার

মুর্শিদাবাদ হিংসার তদন্তে বড় সাফল্য রাজ্য পুলিশের, ওড়িশা থেকে গ্রেপ্তার ছয় জন

দলের মিছিল থেকে বেরিয়ে গিয়েই বিধায়ক মিহির গোস্বামীর উপর ক্ষোভ উগরে তৃণমূলে যোগ বিজেপির মহিলা মোর্চার নেত্রীর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০