বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ০৯ ডিসেম্বর ২০২৪ ১৯ : ২৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: 'এক দেশ এক ভোট' ব্যবস্থা চালুর লক্ষ্যে চলতি অধিবেশনেই বিল আনতে পারে মোদি সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যেই 'এক দেশ এক ভোট' সংক্রান্ত রামনাথ কোবিন্দ কমিটির রিপোর্ট অনুমোদন করেছে। সরকার এখন বিলটিতে ঐক্যমত গঠন করতে চাইছে। বিশদ আলোচনার জন্য বিলটি যৌথ সংসদীয় কমিটি বা জেপিসিতে-ও পাঠাতে পারে বলে সূত্রের খবর।
জেপিসি সরকার, বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন। সেখানেই 'এক দেশ এক ভোট' বিলটির নানা দিক নিয়ে আলোচনা হবে। এই বিষয়ে অন্যান্য শরিকদেরও এই প্রক্রিয়ায় যুক্ত করা হতে পারে। সমগ্র দেশের প্রাজ্ঞদের সঙ্গেই ডাকা হতে পারে সব বিধানসভার অধ্যক্ষদেরও। এছাড়াও সাধারণ দেশবাসীদেরও পরামর্শ দিতে বলা হতে পারে।
ঐক্যমত ছাড়া 'এক দেশ এক ভোট' বিল পাশ করানো বেশ চ্যালেঞ্জ সাপেক্ষ বলে মনে করা হচ্ছে। 'এক দেশ এক ভোট' পরিকল্পনা বাস্তবায়ণের লক্ষ্যে সংবিধান সংশোধনের জন্য কমপক্ষে ৬টি বিল সম্পৃক্ত। এছাড়াও সংসদে সরকারের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। সংসদের উভয় কক্ষে এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা থাকলেও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বেশ কঠিন কাজ হতে পারে।
রাজ্যসভার ২৪৫টি আসনের মধ্যে এনডিএ-র রয়েছে ১১২টি আসন। বিরোধী দলগুলির একত্রে রয়েছে ৮৫টি। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য সরকারের কমপক্ষে ১৬৪টি ভোটের প্রয়োজন।
লোকসভায় এনডিএ-র ৫৪৫টি আসনের মধ্যে ২৯২টি আসন রয়েছে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩৬৪টি আসনের। তবে পরিস্থিতি পাল্টাতে পারে। কারণ এই বিলের উপর ভোটাভুটি যেহেতু সংসদে উপস্থিত সদস্যদের ভোটদানের উপরই নির্ভর করবে।
মোদি সরকার 'এক দেশ এক ভোট' ব্যবস্থা চালু করতে মরিয়া। কেন্দ্রীয় সরকারের যুক্তি এর ফলে, প্রথমত, বারবার নির্বাচনে বিপুল খরচে রাশ টানা যাবে। ভোটের পিছনে যেমন সরকারের খরচ কমবে, তেমন রাজনৈতিক দলগুলিরও খরচ কমবে। দ্বিতীয়ত, বারবার নির্বাচনের জন্য সরকারি কাজকর্ম, সরকারের উন্নয়ন প্রকল্পে থমকে যায়। একসঙ্গে ভোট হলে বারবার কাজ থমকে যাওয়া কমে যাবে। তৃতীয়ত, বারবার নির্বাচনের ফলে বারবার পরিশ্রম করতে হয়, ঝক্কি পোয়াতে হয় ভোটকর্মী এবং নিরাপত্তারক্ষীদের। সেটাও খানিকটা কমানো যাবে।
চতুর্থত, একসঙ্গে বিধানসভা এবং লোকসভার ভোট হলে ভোটের হার বাড়তে পারে বলেও মনে করছেন অনেকে। পঞ্চমত, রাজনৈতিক দলগুলিও সারাবছর ভোটপ্রচারের ঝক্কি না থাকায় মানুষের কাজে অনেক বেশি মনোনিবেশ করতে হবে।
প্রতিবাদে মুখর কংগ্রেস। মুখর তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলিও। বিরোধী নেতৃত্বের যুক্তি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়, সাংসদ এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যেটুকু বৈচিত্রের সম্ভাবনা রয়েছে, বিজেপির আগ্রাসী প্রচারের মুখে তা ভেঙে পড়তে পারে। দেশের একেক রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হয় একেক সময়। একসঙ্গে ভোট করাতে হলে কোনও কোনও রাজ্যের ভোট এগিয়ে আনতে হবে। কোনও কোনও রাজ্যের ভোট পিছিয়ে দিতে হবে। যা পদ্ধতিগতভাবে চরম সমস্যার। তাছাড়া লোকসভা এবং বিধানসভা ভোট চরিত্রগতভাবে আলাদা। রাজ্য এবং কেন্দ্রের ভোট একসঙ্গে হলে বিধানসভা ভোটের চরিত্র নষ্ট হতে পারে বলে আশঙ্কা বিরোধীদের। এছাড়া, কোনও রাজ্যে বা কেন্দ্রে মেয়াদের মাঝপথে সরকার পড়ে গেলে ফের সেই রাজ্যে বা কেন্দ্রে নির্বাচন করানোর প্রয়োজন পড়বে। ফলে 'এক দেশ এক ভোটের' মূল উদ্দেশ্য সাধিত হবে না।
দেশের লোকসভা ও সব রাজ্যে বিধানসভা ভোট একসঙ্গে হলে প্রতি ১৫ বছরে ১০ হাজার কোটি টাকা খরচ হবে শুধুমাত্র ইভিএমের জন্য। যা বর্তমান খরচের চেয়ে অনেক বেশি। একসঙ্গে ভোট করাতে হলে ভোটকর্মী এবং নিরাপত্তাকর্মীদের উপর অতিরিক্ত চাপ পড়বে।
#OneNationOneElection#ModiGovt#Politics
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
মাত্রাছাড়া দূষণ দিল্লিতে, একগুচ্ছ গাড়ি নিষিদ্ধ রাজধানীতে, তালিকা দেখে নিন এখনই ...
নদীতে আগুন! কালো ধোঁয়ায় ঢাকল শহর
ভুল করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা, টের পেতেই কী করলেন কৃষক?...
মোদির সামনে মাথা হেঁট হল জুকারবার্গের, বলা কথা গিলে ক্ষমা চাইলেন ফেসবুক প্রধান ...
১ টাকার নোট থেকে পেতে পারেন ৭ লক্ষ টাকা, কীভাবে জেনে নিন...
মনোবিদের বিরুদ্ধে কাউন্সেলিং করার অছিলায় ধর্ষণের অভিযোগ!...
'পুষ্পা ২'র গানে চুটিয়ে নাচ বৃদ্ধ দম্পতির, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা...
তিন মিনিটের জন্য মৃত্যু, জেগে উঠতেই যে কাহিনি শোনালেন তাতে ভিরমি খেতে হবে!...
আর রেখে-ঢেকে নয়, 'ইন্ডিয়া' জোট নিয়ে এবার সবচেয়ে বড় সত্যিটা খোলসা করে ফেললেন শরদ পাওয়ার ...
উধাও শীত, আসছে বৃষ্টি, কোন রাজ্যগুলিতে সতর্ক করল হাওয়া অফিস জেনে নিন এখনই...
কূপ কেন গোলাকার! জানুন রহস্য
লোকসভা ভোটের ফল নিয়ে চাঞ্চল্যকর দাবি জুকারবার্গের, ফুৎকারে উড়িয়ে পাল্টা দিলেন মোদির মন্ত্রী...
ভিড়ে পদপিষ্টের পর তিরুপতির লাড্ডু কাউন্টারে লাগল আগুন, তুমুল চাঞ্চল্য...
কুম্ভমেলা থেকে যোগী সরকারর আয় হতে পারে দু’ লক্ষ কোটি টাকা! কীভাবে? বিশাল অঙ্কের হিসেব জানলে চমকে যাবেন...
হঠাৎই হইহই পড়ে গেল কুম্ভমেলা চত্বরে, গঙ্গায় ডুব দিতে কে এসেছেন জানেন?...