শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৯ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৩৯Kaushik Roy
অতীশ সেন
বাংলাদেশি পর্যটকদের না আসার কোনও প্রভাবই পড়ছে না তরাই-ডুয়ার্স এবং কালিম্পং জেলার পর্যটন ব্যবসায়। শীত শুরু হতেই লাটাগুড়ি, গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়া, বক্সা, জয়ন্তী, চিলাপাতা, লাভা, লোলেগাঁও, ঝান্ডি, সুনতালেখোলা, ঝালং প্রভৃতি জনপ্রিয় জায়গায় পর্যটকেরা ভিড় জমাতে শুরু করেছেন। ভারত-বাংলাদেশের মাঝে চলা উত্তেজনার নিরিখে ভারতে বাংলাদেশি পর্যটকদের আগমনের সংখ্যা কমে গিয়েছে। তবে এর প্রভাব তরাই-ডুয়ার্স ও এই এলাকা সংলগ্ন পাহাড়ে অতি সামান্য।
হাতি-বাইসন-গন্ডার-চিতাবাঘ সহ বিভিন্ন বন্য জন্তুর বিচরণক্ষেত্র এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, বন-জঙ্গল, উদ্দাম স্রোতের নদী, দিগন্তবিস্তৃত চা বাগানের মন মাতানো দৃশ্য সম্পর্কে বাংলাদেশি পর্যটকেরা তেমন অবগত নন। সাধারণত বাংলাদেশি পর্যটকেরা দার্জিলিং, গ্যাংটক সহ উত্তর সিকিম এর প্রচলিত বিভিন্ন পর্যটন এলাকায় ভীড় জমাতেন। এই সব এলাকা ঘুরে ফিরে যাওয়ার পথে তাদের অনেকে তরাই-ডুয়ার্সে ঢুঁ দিতেন। তাই তাদের ভারতে আসার সংখ্যা কমে যাওয়াতেও উত্তরবাংলার পর্যটন ও হোটেল ব্যবসায়ীরা বিন্দুমাত্র চিন্তিত নয়।
এক ট্রাভেল এজেন্ট জানান, উত্তরবঙ্গের পর্যটন অর্থনীতিতে বাংলাদেশিদের ছাপ এতওটাই কম যে, তারা এক্কেবারে না এলেও পর্যটন ক্ষেত্র ক্ষতির সম্মুখীন হবে না। ইতিমধ্যেই শিলিগুড়ির হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গিয়েছে। 'শিলিগুড়ি গ্রেটার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন' এর পক্ষ থেকে রবিবার ঘোষণা করা হয় বাংলাদেশে উদ্ভুত বর্তমান পরিস্থিতির নিরিখে বাংলাদেশিদের আর শিলিগুড়ির কোনও হোটেলে ঠাই দেওয়া হবে না। বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকা অবমাননা এবং কিছু নাগরিকের লাগাতার ভারত বিরোধী প্ররোচনামূলক মন্তব্য করে যাওয়া, ভারতের জন্য মর্যাদাহানিকর আচরণের জেরে দুই দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতিতে তাঁরা বাংলাদেশিদের হোটেলে জায়গা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে মালদার হোটেল ব্যবসায়ীরা সেখানকার হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছিলেন। এক হোটেল ব্যবসায়ী বলেন , অনেক বাংলাদেশি পর্যটকই ভারতে এসে তাদের আত্মীয়ের বাড়িতে থেকে সেখানে থেকেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। অনেক ক্ষেত্রেই তারা নিজেদের বাংলাদেশি পরিচয় প্রকাশ না করে ভারতীয়দের জন্য নির্ধারিত হারে টিকিট কেটে বিভিন্ন পরিষেবা নিতেন। বিদেশীদের জন্য প্রযোজ্য অধিক মূল্য তাঁরা দিতেন না। এই শ্রেনীর পর্যটকদের থেকে স্থানীয় ব্যবসায়ীরা কোনও ভাবেই উপকৃত হতেন না। তাঁরা না এলেও তেমন কোনও ক্ষতি নেই।
লাটাগুড়ি রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, 'গরুমারা, লাটাগুড়ি, চাপরামারি- সহ তার চারপাশের বিভিন্ন জায়গায় প্রতি বছরেই খুব অল্পসংখ্যক বাংলাদেশি পর্যটক আসতেন। তাঁরা পাহাড় ঘুরে বাড়ি ফেরার পথে জঙ্গল সাফারি করে এক-দু দিন ডুয়ার্সে থেকে যেতেন। এবার বাংলাদেশি পর্যটক একেবারের নেই, তবে এর ফলে ব্যবসায় কোনও ক্ষতি নেই।' ইস্টার্ন ডুয়ার্স টুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেন, 'জলদাপাড়া জাতীয় উদ্যান, মাদারিহাট সংলগ্ন বিভিন্ন এলাকা সহ বক্সা, জয়ন্তী, চিতাপাতা প্রভৃতি এলাকায় বাংলাদেশি পর্যটকদের গতিবিধি একেবারেই নগণ্য। ফলে বাংলাদেশি পর্যটক একেবারে না এলেও জলদাপাড়া এলাকায় এর কোনও প্রভাব পড়ছে না।
কালিম্পং জেলার পর্যটন ব্যবসায়ী রাজেন প্রধান জানান, বাংলাদেশি পর্যটকেরা উত্তর সিকিম, পূর্ব সিকিমের জনপ্রিয় বিভিন্ন এলাকায় মূলত যেতেন৷ বাংলাদেশি পর্যটক না আসাতে ওই সমস্ত এলাকার ব্যবসায় কিছুটা পড়লেও পশ্চিমবঙ্গের পাহাড়ে এর প্রভাব অতি সামান্য। লাভা, ঋশপ, লোলেগাঁও, ইচ্ছেগাঁও, সিলারিগাঁও, ঝান্ডি, পাশাবং, সুনতালেখোলা, ঝালং, তোদে, তাংতা, রঙ্গো, সামসিং প্রভৃতি পর্যটনক্ষেত্রে বাংলাদেশিদের সংখ্যা প্রতি বছরেই খুবই কম থাকে। ফলে এবার তারা না আসাতে হোটেল, হোমস্টে, পরিবহন এবং পর্যটনের বিভিন্ন ক্ষেত্রে তেমন কোনও সমস্যা নেই।
#Local News#WB News#North Bengal News
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে ৭২ ঘণ্টা পর পুলিশের জালে এক, পরিত্যক্ত বাড়ি থেকে গ্রেপ্তার জাকির...
কাঁটাতারের বেড়ায় ঠনঠন করে কাচের বোতলের আওয়াজ, সীমান্তে বড় পদক্ষেপ বিএসএফের ...
গুড়াপ কাণ্ডে ৫৪ দিনেই ধর্ষককে ফাঁসির সাজা, রাজ্য পুলিশের হাত ধরেই এল সাফল্য...
প্রশাসনিক বৈঠক করতে মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে ...
রাজ্যের বঞ্চনা থেকে কেন্দ্রীয় প্রতিষ্ঠানে প্রতি উদাসীনতা, মোদি সরকারকে আক্রমণ দেশ বাঁচাও গণমঞ্চের...
সজোরে গাড়ির ধাক্কা, জাতীয় সড়কে লুটিয়ে পড়ল চিতাবাঘ! ফাঁসিদেওয়ায় হাড়-হিম কাণ্ড...
পোষ্য কুকুরের মাংসকে খাসির মাংস বলে বিক্রি করতে গিয়ে বাজারে গ্রেপ্তার এক...
জাল নোট ছাপার কারিগর গ্রেপ্তার দুবরাজপুরে, উদ্ধার বিভিন্ন সংস্থার লটারির টিকিট...
বিধায়ককে সেভাবে দেখা যায় না, বলাগড়ে গঙ্গা ভাঙন পরিদর্শনে গিয়ে বললেন সাংসদ রচনা ব্যানার্জি...
খবরের দাম ২ লক্ষ, গুলি কাণ্ডের 'খলনায়ক' সাজ্জাক-এর বিষয়ে পুরস্কার ঘোষণা পুলিশের ...
যে ডিগ্রি লেখেন, তা অর্জনই করেননি! আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস পাঠাল মেডিক্যাল কাউন্সিল ...
কাজ থেকে ফেরার পথে খুন যুবক, রিষড়া কাণ্ডে ধোঁয়াশা কাটছে না কিছুতেই...
ডিভিসির ছাড়া জলে রাতারাতি ডুবে গিয়েছিল চাষের জমি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল প্রশাসন...
৫২ দিনে দোষী সাব্যস্ত অভিযুক্ত, দ্রুত বিচার চুঁচুড়া জেলা আদালতে...
রসের কড়াইয়ে সাঁতার কাটা মাসকলাইয়ের জিলিপি আর শাঁকালু, এই মেলার আকর্ষণ এটাই...