বুধবার ১১ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | দক্ষিণবঙ্গ জুড়ে শুরু নবান্ন উৎসব, সর্বমঙ্গলা মন্দিরে সাদা ভাতের সঙ্গে দেবীর ভোগে একাধিক পদ

Pallabi Ghosh | ০৮ ডিসেম্বর ২০২৪ ১৫ : ১৬Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: আলুভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আখ ভাজা, বাসন্তী পোলাও, ধবধবে সাদা চালের ভাত, মুগের ডাল, দু রকমের তরকারি, চাটনি, পায়েস। সবই নতুন ধান আর বাজারে ওঠা নতুন সবজি দিয়ে তৈরি। এটা কোনও নিরামিষ পাইস হোটেলের মেনু নয়। এটা বর্ধমানের জনপ্রিয় মন্দির সর্বমঙ্গলা দেবীর নবান্নের ভোগ। আজ, রবিবার দেবীকে নতুন চালের এই ভোগ দেওয়া হবে। তার সাথে রয়েছে গুড়, চাল, মিষ্টি আর ফল দিয়ে তৈরি নবান্নের প্রসাদ। 

আজ মায়ের এই ভোগ থাকবে আমজনতার জন্যও।কাউন্সিলর স্বীকৃতি হাজরা নিজেই প্রসাদ বিতরণ করছেন। এসেছেন পুরপতি সহ ভিআইপিরাও। কার্তিকের এই নবান্নের দেশে হিমের পরশ গায়ে মেখে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে নবান্ন উৎসব শুরু হয়েছে। দেশের শস্যগোলা বর্ধমান চিরদিন কৃষিপ্রধান। নবান্ন তাই এখানে দুর্গাপজোর মতই বড় উৎসব। আমজনতার উৎসব।  সর্বমঙ্গলা বাড়ির নবান্নের দিনই অনেক গ্রামে নবান্ন শুরু হয়। গ্রামের মানুষ, শহরবাসী রবিবার প্রসাদ খেয়ে নতুন ধানে হাত দেন। বাইরে থেকেও অনেকেই মন্দিরে আসেন বেড়াতে বা দেবীদর্শনে। এদিন হাজার হাজার মানুষের ভিড়ে গমগম করছে মন্দির। 
 
প্রায় ১২০০-র বেশি ভোগ বিলি হবে। সবটাই মালসায়। বসে খাওয়ার ব্যবস্থা নেই। মালসাভোগের দক্ষিণা সামান্যই। এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে আছেন স্কাউট আর পুলিশের কর্মীরা। মন্দির কমিটির পক্ষে সঞ্জয় ঘোষ জানান, প্রতিবছরই স্বেচ্ছাসেবীরা মায়ের মন্দিরে ভক্তদের পরিষেবা দেন। এবারেও এসেছেন। ইতিহাস গবেষক সর্বজিৎ যশ জানিয়েছেন, সর্বমঙ্গলা মন্দিরের নবান্নের আলাদা আকর্ষণ রয়েছে। তিনি জানান, ফর্ম পাল্টালেও নবান্নের গৌরব একেবারে অস্তমিত হয়নি।

যাঁরা মন্দিরে সকাল থেকে এসেছেন, সেই ভক্তরা জানান, 'এখানে এসে মন ভাল হয়ে যায়। বাইরে থেকে আসায়, এটা নতুন অভিজ্ঞতা।' এই মন্দির ঘিরে অনেক কাহিনিও শোনা যায়। রাজা তেজচন্দ্রের আমলে মন্দিরটির পত্তন হয়। স্বয়ং রামকৃষ্ণ এই মন্দিরে এসেছেন বলে কথিত আছে। লোক শ্রুতি, প্রায় সাড়ে ৩০০ বছর আগে বর্ধমানের উত্তরাংশে বাহির সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেরা একটি শিলামূর্তি পেয়েছিলেন। সেটিকে প্রস্তর খণ্ড ভেবে তার উপরে শামুক–গুগলি থেঁতো করতেন তাঁরা। শামুকের খোলা নেওয়ার সময় শিলামূর্তিটি চলে যায় চুণ ভাটায়। তখন শামুকের খোলের সঙ্গে শিলামূর্তিটি পোড়ানো হয় । তবে আশ্চর্যজনকভাবে সেই সময় শিলামূর্তিটির কোনও ক্ষতি হয়নি।

রাতেই স্বপ্নাদেশ পান তৎকালীন রাজা সঙ্গম রায়। এরপর শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন তিনি। পরবর্তীতে ১৭০২ সালে টেরাকোটার নিপুণ কারুকার্য করে সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজাধিরাজ কীর্তিচাঁদ মহতাব।


#bardhaman#westbengal



বিশেষ খবর

নানান খবর

বিনম্র শ্রদ্ধা #aajkaalonline #PranabMukherjee #BirthAnniversary

নানান খবর

রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাচ্ছেন চিকেন নেক শিলিগুড়িতে...

ভুলে যাবেন দার্জিলিংয়ের কমলালেবু, কালিম্পংয়ের এই কমলালেবু একবার খেয়ে দেখুন ...

ড্রেনের কাজ হচ্ছে না কেন? বন্দুক উঁচিয়ে প্রধানকে হুমকি উপপ্রধানের...

চোখের পলকে তাপমাত্রা নেমে যাবে ১০ ডিগ্রির নীচে! সপ্তাহের শেষ থেকে কাঁপবে রাজ্যের কোন কোন জেলা?...

বাংলাদেশ দখল করতে ১৫ মিনিটের বেশি সময় লাগবে না, দাবি এই সংখ্যালঘু নেতার ...

উত্তর সিকিমে তুষারপাত, খুশির আবহাওয়া পর্যটক মহলে...

বন্ধুত্ব পাতিয়ে প্রতারণার রমরমা কারবার, গ্রেপ্তার নাইজেরিয়ান যুবক...

কুয়াশা মাখা দিনে হাতে এক প্লেট বোরোলি মাছ ভাজা, এই শীতে গজলডোবার মজাই আলাদা...

চুরি করতে গিয়ে ক্লান্ত চোর, শেষমেশ অঙ্গনওয়াড়ি স্কুলের চাল, ডাল নিয়ে চম্পট দিল ...

দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, আহতদের আর্তনাদে ভারী বাতাস...

ছাদ থেকে ছাগলকে ঢিল ছুঁড়তে গিয়েই হল বিপদ, মর্মান্তিক ঘটনা হরিহরপাড়ায়  ...

হাওড়ার শিবপুরে খুন করে মুর্শিদাবাদে গোপনে কবর দেওয়ার পরিকল্পনা, পুলিশি হানায় গ্রেপ্তার দুই ...

ক্ষুদ্র শিল্পে উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে এল ৯০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব ...

নেমে আসছে একের পর এক রসের হাঁড়ি, শীতের সকালে চলছে গুড় তৈরির কাজ  ...

‘গোপনাঙ্গ কাটার পরিকল্পনা করেই অনলাইনে ছুরি কিনেছিলাম’, ডোমজুড়ের যুবতীর বয়ানে চাঞ্চল্য...



সোশ্যাল মিডিয়া



12 24