বুধবার ১৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | গুগল ম্যাপে ভরসাই কাল, বিহার থেকে গোয়া যেতে গিয়ে গন্তব্য কর্নাটকের জঙ্গলে!

RD | ০৭ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৫৩Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: ছুটিতে গোয়া যাবেন। তাও গাড়িতে। এমনই স্থির করেছিলেন বিহারের রঞ্জিত দাসের পরিবার। যেমন ভাবা তেমন কাজ। দীর্ঘ পথ পেরোতে ভরসা করেছিলেন গুগল ম্যাপকে। আর এই অন্ধ ভরসাই যে কাল হবে তা কল্পনাও করেননি দাস পরিবার। গোয়ার বদলে গুগল তাঁদের পৌঁছে দিল কর্নাটকের বেলাগাভির গভীর জঙ্গলে! হিংশ্র জন্তু-জানোয়ারের সঙ্গেই জঙ্গলে রাত কাটাতে হয় রঞ্জিতদের। হতে পারত প্রাণহানি। তবে, শেষমেষ উপস্থিত বুদ্ধি, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বিপদমুক্ত হন তাঁরা। সেই ঘটনা মনে পড়লেই দাস পরিবারের সদস্যরা এখনও ভয়ে শিউরে ওঠেন। 

রঞ্জিত দাস এবং তাঁর পরিবার নেভিগেশন অ্যাপ খুলেই গোয়ার দিকে এগোচ্ছিলেন। মাঝে গুগল শিরোলি এবং হেমাদাগা এলাকার মধ্য দিয়ে একটি রুট প্রস্তাব করে। শর্টকাট ভেবে সেটিতেই গাড়ি নিয়ে ঢুকে যান তাঁরা। এতেই গোল বাঁধে। পথ হারিয়ে ফেলে এই পরিবারটি। প্রথমে কেউই কিছুই টের পাননি। কিন্তু বেশ কিছুদূর এগোতেই দেখা যায় যে, মোবাইল টাওয়ার মিলছে না। রাস্তাও ঠিক লাগছে না। তখন তাঁরা বুঝতে পারেন বোধহয় কিছু গন্ডগোল হয়েছে। তবে, কোথায় পৌঁছলেন তা জিজ্ঞাসা করার লোকও দেখতে পাচ্ছিলেন না।

এভাবেই বিকেল গড়িয়ে সন্ধ্যা। গভীর হতে থাকে রাত। ঘন জঙ্গলেই শেষে রাত কাটাতে হয় তাঁদের। গভীর জঙ্গল থেকে বেরবেন কীভাবে একদিকে তার চিন্তা, অন্যদিকে বন্যপ্রাণীদের থেকে বিপদের ভয়। রীতিমত হাড়হিম পরিবেশ রাতজুড়ে। শেষে ভোরের আলো ফুটতেই গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন রঞ্জিতরা। প্রায় ৪ কিলোমিটার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার পর মোবাইল টাওয়ার মেলে। সঙ্গে সঙ্গে পুলিশের আপদকালীন নম্বর ১১২-তে ফোন করেন। অল্প সময়ই পৌঁছায় পুলিশ। উদ্ধার করা হয় বিহারের দাস পরিবারকে।

খানাপুরের পুলিশ পরিদর্শক মঞ্জুনাথ নায়ক জানিয়েছেন যে, "বেলাগাভি পুলিশ কন্ট্রোল রুম তথ্যটি খানাপুর পুলিশকে দিয়েছিল, গ্রামবাসীদের সহায়তায় তাঁদের কাছে পৌঁছানোর জন্য জিপিএস-ও ব্যবহার করা হয়।" তিনি আরও জানান, যে পরিবারটির সকলের ভাগ্য ভালো য়ে জঙ্গলে কোনও বন্যপ্রাণী আক্রমণ করেনি। কারণ ওই অঞ্চলে সাম্প্রতিক ভাল্লুকের আক্রমণে একজন কৃষক গুরুতর আহত হয়েছেন।

গুগল ম্যাপ দেখে বিপদে পড়েছেন, এরকম উদাহরণ হুদো-হুদো। কয়েক সপ্তাহ আগেই গুরুগ্রাম থেকে উত্তরপ্রদেশের বরেলি-তেএকটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়ে গাড়ি একটি ব্রিজে উঠে পড়ে।  শেষে সামলাতে না পেরে গাড়িটি ৫০ ফুট নীচে শুকিয়ে যাওয়া রামগঙ্গা নদীতে পড়ে যায়। নিহত হন তিনজন। নির্মীয়মাণ অবস্থায় ছিল ব্রিজটি। 

ভুল তথ্যের জন্য গুগল ম্যাপে এই প্রথমবার তদন্তের আওতায় এসেছে তা নয়। নভেম্বরের শেষের দিকে, অ্যাপের প্রস্তাবিত একটি রুট অনুসরণ করার সময় তাদের গাড়ি একটি অসম্পূর্ণ সেতু থেকে নেমে যাওয়ার সময় তিনজন লোক মারা যাওয়ার পরে কর্তৃপক্ষ গুগল মানচিত্রে একটি তদন্ত শুরু করে। দলটি উত্তর প্রদেশে একটি বিয়েতে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে যে চালক, গুগল ম্যাপের উপর নির্ভর করে, গাড়িটি সেতু থেকে এবং একটি নদীতে ফেলে দেয়। এ

তার আগে, ২০২৪ সালের অগস্টে, আশিস কাচোলিয়া নামে এক ব্যক্তি গুগল ম্যাপ অ্যাপের ভুল পরামর্শেবেঙ্গালুরু থেকে মুম্বইয়ের একটি ফ্লাইট মিস করেন। কারণ আশিস কাচোলিয়া, এইচএসআর লেআউট থেকে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত পৌঁছতে প্রায় ৫০ কিমি বেশি ভ্রমণ করেছিলেন। ফলে ১ ঘন্টা ৪৫ মিনিটের রাস্তা পৌঁছতে তাঁর সময় লাগে সাড়ে তিন ঘন্টার বেশি। ফলে নির্ধারিত উড়ানটি তিনি আর ধরতে পারেননি। 


#GoogleMap#Bihar#Goa#Karnataka



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

দিল্লির নির্বাচনের আগে চাপে কেজরি, আবগারি দুর্নীতিতে আইনি প্রক্রিয়া চালাতে পারবে ইডি, অনুমোদন শাহের মন্ত্রকের...

কুয়াশার চাদরে মুড়ে রয়েছে দিল্লি, দৃশ্যমানতা শূন্য, জারি শৈত্যপ্রবাহ সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস...

ফের সোনার দামে পতন, আজ কলকাতায় ২২ ক্যারাটের দাম জানলে চমকে যাবেন ...

মনোবিদের বিরুদ্ধে কাউন্সেলিং করার অছিলায় ধর্ষণের অভিযোগ!...

'পুষ্পা ২'র গানে চুটিয়ে নাচ বৃদ্ধ দম্পতির, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা...

তিন মিনিটের জন্য মৃত্যু, জেগে উঠতেই যে কাহিনি শোনালেন তাতে ভিরমি খেতে হবে!...

আর রেখে-ঢেকে নয়, 'ইন্ডিয়া' জোট নিয়ে এবার সবচেয়ে বড় সত্যিটা খোলসা করে ফেললেন শরদ পাওয়ার ...

উধাও শীত, আসছে বৃষ্টি, কোন রাজ্যগুলিতে সতর্ক করল হাওয়া অফিস জেনে নিন এখনই...

কূপ কেন গোলাকার! জানুন রহস্য

লোকসভা ভোটের ফল নিয়ে চাঞ্চল্যকর দাবি জুকারবার্গের, ফুৎকারে উড়িয়ে পাল্টা দিলেন মোদির মন্ত্রী...

ভিড়ে পদপিষ্টের পর তিরুপতির লাড্ডু কাউন্টারে লাগল আগুন, তুমুল চাঞ্চল্য...

কুম্ভমেলা থেকে যোগী সরকারর আয় হতে পারে দু’ লক্ষ কোটি টাকা! কীভাবে? বিশাল অঙ্কের হিসেব জানলে চমকে যাবেন...

হঠাৎই হইহই পড়ে গেল কুম্ভমেলা চত্বরে, গঙ্গায় ডুব দিতে কে এসেছেন জানেন?...

বাড়ির অমতে পালিয়ে বিয়ে, ১০ বছর পুরনো রাগ মেটানো হল মেয়ের সন্তান ও শাশুড়ির উপর...

রাতারাতি কিউআর কোড বদল! টাকা হাতাচ্ছে প্রতারকরা, খাজুরাহোতে হুলস্থূল ...

কুম্ভমেলার নিরাপত্তায় ভরসা সেই টেকনোলজিই, ৪৫ কোটি মানুষকে নিরাপদ রাখতে কী ব্যবস্থা নিল উত্তরপ্রদেশ পুলিশ?...

শখ গিটার বাজানো-ম্য়ারাথনে দৌড়, জানতে পেরেই রে-রে করে উঠলেন মালিক! চাকরি প্রার্থীর নিয়োগ বাতিল ...

সাপ চিনবেন কী ভাবে? ভয়ঙ্কর ফনার কবলে পড়ার আগে জানুন তার লক্ষ্মণ ...



সোশ্যাল মিডিয়া



12 24