মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৩ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৩৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ৪২ বছরে পা দিলেন মিতালি রাজ। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইছে। তারসঙ্গে আবারও ভেসে আসছে একটি অবধারিত প্রশ্ন। ৪২ এও কেন অবিবাহিত ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক? ভারতীয় সংস্কৃতিতে বিয়ে একটি রীতি। ৩০ এর কোটায় পা রাখলেই এই প্রশ্ন প্রত্যেক মেয়েকেই শুনতে হয়। বাদ যাননি মিতালিও। তবে সবকিছু উপেক্ষা করে নিজের লক্ষ্যে স্থির ছিলেন। নিজের ৪২তম জন্মদিনে বিয়ে না করার রহস্য ফাঁস করলেন মিতালি। জানান, বিয়ের পর পরিবার, বাচ্চার দেখভাল করতে একজন পাত্র তাঁকে ক্রিকেট ছাড়তে বলেছিল। মিতালির বয়স তখন মাত্র ২৫। চুটিয়ে ক্রিকেট খেলছেন। মেয়েদের ভারতীয় দলের অধিনায়ক।
ইউ টিউবে একটি শোয়ে মিতালি জানান, তাঁর মায়ের বোন বেশ কয়েকটা সম্বন্ধ এনেছিল। কিন্তু তাঁদের মধ্যে একজনও জানত না যে পাত্রী তৎকালীন ভারতীয় মহিলা দলের অধিনায়ক। সরাসরি বিয়ের পরের জীবনের শর্ত-সাপেক্ষ দিয়ে দিত পাত্ররা। প্রাথমিক কথাবার্তার পর আলোচনা ঘুরে যেত বাচ্চায়। সেই বয়সে তাঁর একমাত্র ফোকাস ক্রিকেট এবং নিজের কেরিয়ারে ছিল। তাই কখনও বিয়ের পরের ভাবনা তাঁর মাথায় আসেনি। মিতালি বলেন, 'ওদের সঙ্গে কথা বলে মনে হয়নি ওরা মিতালি রাজের সঙ্গে কথা বলছে। আমার মাসি এই সম্বন্ধগুলো এনেছিল। তাই আমি কথা বলতে রাজি হই। প্রাথমিক কথাবার্তার পর সরাসরি বাচ্চার প্রসঙ্গ তুলত পাত্রপক্ষ। তখনই আমি ব্যাকফুটে চলে যেতাম। কারণ তখন সেইসব নিয়ে আমি কোনওদিন ভাবিনি বা কারোর সঙ্গে আলোচনা করিনি। আমি সবসময় ভারতীয় ক্রিকেট নিয়ে ভাবতাম। তাই বাচ্চার প্রসঙ্গে, ক্রিকেট ছাড়ার কথা শুনে আমি ঘাবড়ে যাই।'
এছাড়াও বেশ কিছু অপ্রীতিকর এবং অদ্ভুত প্রশ্নের মুখে পড়তে হয়েছে মিতালিকে, যা তিনি কল্পনাই করতে পারেননি। এমনই একটি উদাহরণ তুলে ধরেন প্রাক্তন ভারত অধিনায়ক। মিতালি বলেন, 'আমি তখন ভারতের অধিনায়ক। একজন আমরা সরাসরি বলে, বিয়ের পর বাচ্চার দেখভাল করার জন্য ক্রিকেট ছাড়তে হবে। আমি এই প্রশ্ন হজম করার চেষ্টা করি। যদিও তাঁর নাম আমার এখন আর মনে নেই। এরপর আরও একটি অদ্ভুত প্রশ্ন আমাকে করা হয়। জিজ্ঞেস করা হয়, ওর মা অসুস্থ হলে তাঁকে দেখাশোনা করব, না ক্রিকেট খেলতে চলে যাব? আমি সঙ্গে সঙ্গে বলি, এটা কী ধরনের প্রশ্ন। তার উত্তরে আমাকে বলে, আমার জানতে হবে তোমার কাছে কোনটার গুরুত্ব বেশি। আমি বলি, সেটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। তারপর কী বলেছিলাম আমার ঠিক মনে নেই। তবে এই প্রশ্ন আমার মন মেজাজ খারাপ করে দেয়।'
তারপর এই বিষয়ে একজন বন্ধুর সঙ্গে আলোচনা করেন মিতালি। তাতে তাঁর সমস্যার সমাধান মেলে। সেই বন্ধু জানায়, এই প্রশ্ন প্রত্যেক মহিলা ক্রিকেটারকেই সম্মুখীন হতে হয়। তাতেই তিনি নিশ্চিত হয়ে যান, বিয়ের জন্য কেরিয়ারের জলাঞ্জলি দেবেন না। মিতালি বলেন, 'আমাকে একজন ক্রিকেটার বন্ধু বলে, কিছুটা মানিয়ে নিতেই হবে। কারণ আমি কোনওদিন এমন একজনকে পাব না যে আমার এই লাইফস্টাইল গ্রহণ করবে। আমি তাঁকে বলি, এইসব প্রশ্নের কোনও মানে নেই। ও পাল্টা জানায়, বেশিরভাগ ছেলেই এই প্রশ্ন করে। তখনও আমি বিয়ে নিয়ে কোনও সিদ্ধান্ত নিইনি, কিন্তু মাথায় বিষয়টা ঢুকে গিয়েছিল। আমার মনে হয়, আমার মা, বাবা এবং আমি এই জায়গায় পৌঁছতে অনেক আত্মত্যাগ করেছি। তাই এমন কারোর জন্য আমি সেটা ছাড়তে রাজি ছিলাম না, যে ভাববে আমি তাঁর বাড়ি, পরিবারকে দেখার জন্য কেরিয়ার ত্যাগ করব।' ভারতে তো বটেই, বিশ্ব ক্রিকেটেও মিতালি রাজ কিংবদন্তি। তবে তাঁর ব্যক্তিগত জীবন কখনও চর্চায় আসেনি। নিজের জন্মদিনেই বিয়ের আতঙ্ক নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক। জানিয়ে দিলেন, প্রতিবারই বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় তাঁর ক্রিকেট প্রেম।
নানান খবর
নানান খবর

কলকাতা হারল রে, প্লে অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রাহানেদের

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি