শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ০৩ ডিসেম্বর ২০২৪ ১৭ : ০১Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: চলতি মাসে বড়দিনের আবহে মুক্তি পাবে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’। ২০ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই -এ মুক্তি পাবে ফেলুদার এই টাটকা নতুন সিরিজ। দার্জিলিং-এর পর এবার ফেলুদার গন্তব্য কাশ্মীর। সত্যজিৎ রায়ের লেখা ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর অবলম্বনেই নতুন সিরিজ তৈরি করেছেন সৃজিত মুখোপাধ্যায়। দু-বছর পর ‘ফেলুদা’কে নিয়ে ফিরছেন তিনি। চলতি বছরের প্রথম থেকেই ফেলুদার সিরিজের কাজ জোরকদমে শুরু করে দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। এরপর অতি উত্তম’ ছবির প্রচারের কাজ সামলে শুটিংয়ের দলবল নিয়ে কাশ্মীরে হাজির হন তিনি। উদ্দেশ্যে, ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর শুটিং। ‘থ্রি মার্কেটিয়ার্স’ ছাড়া এবার প্রকাশ্যে এল 'ভূস্বর্গ ভয়ঙ্কর'-এর বাকি গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেতাদের লুক।
কাশ্মীরে পহেলগাঁও, খিলানমার্গ এবং গুলমার্গ জুড়ে সাড়া হয়েছে এই সিরিজের শুটিং। সিরিজে অবসরপ্রাপ্ত বিচারক সিদ্ধেশ্বর মল্লিকের চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত। এই বিচারক আবার প্ল্যানচেট-এ বিশ্বাসী। যেসব ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ শুনিয়েছিলেন, ফাঁসিতে মৃত্যু সেসব আসামি আত্মার সঙ্গে একটি বিশেষ কারণে যোগস্থাপন করার চেষ্টা চালান তিনি। সিদ্ধেশ্বর মল্লিকের ছেলে বিজয় মল্লিক। রগচটা, বখাটে, জুয়ায় আসক্ত হলেও শিক্ষিত সে। এহেন বিজয় মল্লিকের ভূমিকায় দেখা যাবে শাওন চক্রবর্তী। ‘চালচিত্র এখন’-এ অঞ্জন দত্তর রিল লাইফের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন সাওন চক্রবর্তী। সে ছবিতে শাওনের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন অনেকেই। একটি বিশেষ চরিত্রে রয়েছেন ঋদ্ধি সেন। তাঁর অভিনীত চরিত্রের নাম সুশান্ত, অবসরপ্রাপ্ত বিচারকের আপ্ত-সহায়ক। খানিক ধূসর, খানিক রহস্যে মোড়া সুশান্তর চরিত্রটি। গল্পের ক্ষেত্রে অত্যন্ত গুরত্বপূর্ণ এই চরিত্র। সৃজিতের ফেলুদা টিমে আগের মতোই টোটা রায়চৌধুরী (ফেলুদা), অনির্বাণ চক্রবর্তী (জটায়ু) এবং কল্পন মিত্র (তোপসে) থাকছেন।
'ভূস্বর্গ ভয়ঙ্কর' সম্পর্কে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বললেন, “প্রথম কথা, ছবির কাস্টিং চোখধাঁধানো। এঁরা প্রত্যেককেই নিজেদের নিংড়ে দিয়েছেন নিজেদের চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। তার উপর কাশ্মীরের ছবির মতো সব সুন্দর জায়গায় শুটিং। সোনায় সোহাগা যাকে বলে। ফেলুদাপ্রেমীদের জন্য যে এই সিরিজ দারুণ উপহার হতে চলেছে সে ব্যাপারে আমি নিশ্চিত। ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ দর্শকের কেমন লাগে তা দেখার অপেক্ষায় বসে রয়েছি আমিও।”
২০২০ সালে প্রথম ফেলুদা সিরিজ ‘ফেলুদা ফেরত’ তৈরি করেন সৃজিত মুখোপাধ্যায়। দর্শকদের প্রশংসা পায় ‘ছিন্নমস্তার অভিশাপ’। ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে মতানৈক্যের কারণে মুক্তি পায়নি ‘যত কাণ্ড কাঠমাণ্ডু’তে। তার পর হইচই ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে হাত মিলিয়ে সৃজিত আনেন ‘ফেলুদার গোয়েন্দাগিরি’। প্রথম গল্প ছিল ‘দার্জিলিং জমজমাট।’ ২০২২ সালে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের তরফে ঘোষণা করা হয় যে, ফেলুদার পরবর্তী অভিযান তৈরি হবে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ গল্প অলম্বনে। গত বছর জানুয়ারি মাসে এই সিরিজের শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বছর ঘুরলেও সিরিজের কাজ এগোয়নি। বরং সৃজিত তাঁর ব্যোমকেশ সিরিজের শুটিং শুরু করেন। তবে চলতি বছরে ওটিটিতে যে ফেলুদা তাঁর তরুপের তাস হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
নানান খবর
নানান খবর

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

ফের 'মা'-এর চরিত্রে অরিজিতা, রহস্যময়ী হয়ে কেন ফিরলেন পুরনো মেগায়? কী জানালেন অভিনেত্রী?

'বুলেট সরোজিনী'র জন্য শেষ হচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিক! পথ চলা ফুরোচ্ছে কোন জুটির?

পালক অতীত, রাশাকে মন দিলেন ইব্রাহিম! কার্তিক নন, 'চন্দু' হওয়ার কথা ছিল সুশান্তের?

কোমরে ব্যথা ও মানসিক চাপের কারণে হাসপাতালে ভর্তি সৃজিত মুখোপাধ্যায়! এখন কেমন আছেন পরিচালক?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?

প্রেমিক সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী, কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

Exclusive: 'মঞ্চ অনুষ্ঠানই ব্রেড অ্যান্ড বাটার....,' প্লে-ব্যাকের পরও কেন এমন বললেন মানসী ঘোষ?

স্কটল্যান্ডে কীসের ছক কষছেন বরুণ? ফাঁস হল ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’র গোপন প্ল্যান!

একই ছবিতে হাসাবেনও, কাঁদাবেনও আমির— বক্স অফিসে ঝড় তুলতে কবে আসছে ‘সিতারে জমিন পর’?

‘নো এন্ট্রি ২’তে নতুন ‘এন্ট্রি’ তামান্নার! কবে থেকে শুরু শুটিং, মুক্তি-ই বা কবে পাবে?