বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | একটি প্রেমের মৃত্যু ও নৃশংসতার জয়জয়কার! কতটা জমল 'তালমার রোমিও জুলিয়েট'?

পরমা দাশগুপ্ত | | Editor: শ্যামশ্রী সাহা ০২ ডিসেম্বর ২০২৪ ০৮ : ৩৬Snigdha Dey


১৫৯৭ থেকে ২০২৪। 
ইতালির ভেরোনা থেকে উত্তরবঙ্গের তালমা। 
রোমিও-জুলিয়েট ফিরে এল আরও একবার। রানা আর জাহানারা হয়ে। সৌজন্যে হইচইয়ে সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘তালমার রোমিও জুলিয়েট’। অর্পণ গড়াইয়ের পরিচালনা, অনির্বাণ ভট্টাচার্যের শিল্প নির্দেশনা এবং দুর্বার শর্মার কলমে বোনা এই সিরিজের সঙ্গে উইলিয়াম শেক্সপিয়রের কালজয়ী রচনার মিল খুঁজলে অবশ্য ভুল করবেন। কারণ, নামের আদল ছাড়া এতে মূল গল্পের নির্যাসটুকুই আছে শুধু। বাকিটুকু এক ছবির মতো পাহাড়ি গ্রামে দুই পরিবারের নৃশংস শত্রুতার, তুমুল হিংস্রতার গল্প। হিংসার সঙ্গে কমেডির বুনোটে আদিবাসী গ্রামের প্রান্তিক জীবন, আধা মফস্বলী সংস্কৃতির গল্প বলা এই সিরিজ বরং উপন্যাস অবলম্বনে তৈরি একগুচ্ছ বলিউডি ছবির কথা মনে পড়ায় বেশি।   


জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রাম, পাহাড়িয়া প্রকৃতি যতটাই চোখজুড়োনো, এ গল্পে ঠিক ততটাই হাড় হিম করা বিদ্বেষে মোড়া দুই পরিবারের সম্পর্ক। বাদল মজুমদার (কমলেশ্বর মুখোপাধ্যায়) এবং লিয়াকতের (জয়দীপ মুখার্জি) শত্রুতা গড়িয়েছে পরের প্রজন্মেও। বাদলের বড় ছেলে সোমনাথ (অনুজয় চট্টোপাধ্যায়) এবং লিয়াকতের ভাইপো মোস্তাক (অনির্বাণ ভট্টাচার্য) সেই ট্র্যাডিশন বজায় রাখেন নৃশংসতার মাপকাঠিতে। এ দিকে লাগাতার হানাহানি, চোখরাঙানির ফাঁক গলে জন্ম নেয় এক মিষ্টি প্রেম। তাতেই বুক ভরে শ্বাস নিতে চায় বাদলের ছোট ছেলে রানা (দেবদত্ত রাহা) আর লিয়াকতের মেয়ে জাহানারা (হিয়া রায়)। যার পরিণতি সকলেরই জানা। 


তবে মূল গল্পে পৌঁছতে পৌঁছতেই কেটে যায় প্রায় তিন-তিনটে পর্ব। অনির্বাণ আর অর্পণের জুটি বড্ড বেশি সময় নিয়েছে চরিত্রদের, তাদের প্রেম, পারিবারিক টানাপোড়েন, হিংসা-নৃশংসতা থেকে যৌনতাকে চেনাতে। পাঁচ পর্বের এই সিরিজ দেখতে বসে প্রথম দিকে তাই ধৈর্য হারাতেই পারে। বিশেষত ইদানীং যেখানে দর্শকের অ্যাটেনশন স্প্যান তলানিতে এসে ঠেকেছে, সেখানে এই ঝুঁকিটা না নিলেও বোধহয় চলত। একেকটা পর্বের দৈর্ঘ্যও সমান নয়। সেই সঙ্গে শুরুর দিকে গল্প বলার ঢিমেতাল শেষ এবং দীর্ঘতম পর্বে এসে ক্লাইম্যাক্সে তাড়াহুড়ো করে ফেলে খানিক। এ জায়গাটা আরও একটু সুতো ছড়িয়ে গল্প বললে মন্দ লাগত না। 


এ সবের মাঝেই রানা আর হিয়ার নিষ্পাপ প্রেম, সম্পর্কের উষ্ণতায় মন ছুঁয়ে যায় দেবদত্তর অভিনয়। হিয়াও যেন এক্কেবারে পাশের বাড়ির মিষ্টি মেয়েটি। তবে উত্তরবঙ্গের এই রোমিও-জুলিয়েট নয়, এ গল্প অনেক বেশি মোস্তাক আর সোমনাথের। তাদের তুমুল প্রতিদ্বন্দ্বিতার, পৌরুষের আর দাপটের প্রতিযোগিতার। এবং অভিনয়েরও। অনির্বাণ আর অনুজয় যেন এ বলে আমায় দেখ, ও বলে আমায়! কাজলটানা চোখে অনির্বাণের শীতল হিংস্রতা যখন নজর কাড়ে, ঠান্ডা গলার অনুজয়ও টক্কর দেন সমানে সমানে। 
বাকিরাও কম যান নাকি! কমলেশ্বর বা জয়দীপের মতো বলিষ্ঠ অভিনেতারা তো বটেই, সঙ্গে সোমনাথের স্ত্রীর চরিত্রে পায়েল দে, মোস্তাকের ডান হাত সিদ্দিকীর ভূমিকায় বুদ্ধদেব দাস কিংবা রানার দুই বন্ধুর চরিত্রে উজান চ্যাটার্জি এবং শিলাদিত্য চ্যাটার্জি— প্রত্যেকেই যে যার মতো নজর কাড়েন সাবলীল অভিনয়ে।

 
যদিও অনির্বাণের মোস্তাক কেন যে বার বার ‘অথৈ’-এর গোগোকে মনে করায়! তা ছাড়া, পরিচালক বা শিল্প-নির্দেশক হয়ে এই নিয়ে তাঁর তিন-তিনটে কাজ শেক্সপিয়রকেই ঘিরে রইল। ম্যাকবেথ থেকে ‘মন্দার’, ওথেলো থেকে ‘অথৈ’, এবার ‘রোমিও-জুলিয়েট’। পাশাপাশি প্রতিটি গল্পেই প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ছুঁয়ে দেখাও পুরনো হয়ে যাচ্ছে। পরিচালক অনির্বাণের থেকে এবার একটু অন্য কিছুর প্রত্যাশা থাকবে নিঃসন্দেহে।    


তবে এ সিরিজে পাওয়ার খাতায় এক নম্বরে থাকল সৌমিক হালদারের ক্যামেরা। যার চোখে জীবন্ত হয়ে ওঠে এক প্রত্যন্ত পাহাড়ি গ্রামের পাঁচালী। তার সবুজ প্রকৃতি, বাংলা-রাজবংশী সংস্কৃতির মিলমিশ, জঙ্গলের আলো-আঁধারিতে পুরুষালি বিক্রমের দাপট— সবটাই ধরা দেয় অনবদ্য হয়ে। শুধু যদি চড়া রঙে আবেগের ওঠাপড়াকে চিনিয়ে চেওয়ার ক্লিশে ছকটুকু না থাকত!


#talmarromeojuliet#hoichoi#debduttaraha#hiyaroy#anirbanbhattacharya



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

৫ বছর পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা! নেপথ্যে শাহরুখের জনপ্রিয় ছবির পরিচালক?...

ইমতিয়াজ আলির হাত ধরে 'পুষ্পা'র খলনায়ক এবার বলিউডে! বিপরীতে থাকছেন কোন বলি-সুন্দরী?...

৩০তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়, মঞ্চে দেব-শত্রুঘ্ন-সৌরভ সহ চাঁ...

'অভিনয় থেকে অবসর নিচ্ছি না, তবে...' পোস্ট ভাইরাল হতেই মুখ খুললেন বিক্রান্ত! শুনে ভুরু কুঁচকালো নেটপাড়া ...

নিখোঁজ কৌতুকাভিনেতা সুনীল পাল? বাড়ি কেনার পর কতটা বদলে গিয়েছেন অনন্যা? ...

‘জওয়ান’-এর বিখ্যাত ‘বাপ-বেটা’ সংলাপ এবার ‘মুফাসা’র মুখে? ফাঁস করলেন শাহরুখ!...

'আইএফএফআই'-এর পর চেন্নাইয়ে 'অঙ্ক কি কঠিন', জায়গা নেই কলকাতা চলচ্চিত্র উৎসবে! কী জানালেন সৌরভ পালোধি?...

‘বিগ বস’-এর ঘরে এবার অনুরাগ কাশ্যপ! কোন পরিকল্পনা এঁটে শো-এ ঢুকছেন তিনি?...

ভয়ে আয়নায় নিজেকে দেখা বন্ধ করে দিয়েছিলেন অরিজিতা মুখোপাধ্যায়! কী ঘটেছিল অভিনেত্রীর জীবনে?...

মহারাজের থেকে চিরকালের জন্য দূরে চলে গেল পূজারিণী? সত্যিই আলাদা হল দু'জনের পথ? ফের কঠিন পরিস্থিতি 'উড়ান'-...

'সেরা প্রযোজক নয়, দেবদা আমার জন্য সেরা পরিচালক!' কেন একথা বললেন 'খাদান'-এর অভিনেত্রী ইধিকা পাল...

'রাঙামতি তিরন্দাজ'-এর ফ্লোর থেকে সোজা হাসপাতালে মাধুরিমা! কেমন আছেন? কী জানালেন অভিনেত্রী ...

সংসার চালানোর জন্য রুদালির কাজও করেছেন চাঙ্কি পাণ্ডে? শুনলে হেসে গড়িয়ে পড়বেন ...

Exclusive: সন্তোষ দত্তকে ‘সরি’ বলেছিলেন সত্যজিৎ! কেন? ‘জটায়ু’র শতবর্ষে প্রথমবার সেকথা জানালেন সন্দীপ রায়...

ফাঁকা বাড়িতে প্রাক্তন স্ত্রীর কাছাকাছি অনির্বাণ! এবার কী করবে রাই? তোলপাড় কাণ্ড 'মিঠিঝোরা'য়...



সোশ্যাল মিডিয়া



12 24