সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০১ ডিসেম্বর ২০২৪ ২১ : ২৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বহু বছরের তিক্ততা ভুলে ভাগ্নে ক্রুষ্ণা অভিষেককে বুকে জড়িয়ে ধরেছেন গোবিন্দা। বহুদিন পর দু’জন একসঙ্গে গানের তালে পা নাচালেন ক্যামেরার সামনে। সম্প্রতি, নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ দেখা গিয়েছে এই ‘মামা-ভাগ্নে’র এই নয়া কিসসা।বলিউডে কী না হয়, তার উপর তাঁরা তো আত্মীয়। কথা হচ্ছে, গোবিন্দ ও তাঁর ভাগ্নে তথা জনপ্রিয় কৌতুকাভিনেতা ক্রুষ্ণা অভিষেককে নিয়ে। দীর্ঘ বছরের ব্যক্তিগত ও পারিবারিক তিক্ততা ভুলে এক হলেন এই দু’জন। সম্প্রতি, নেটফ্লিক্সে কপিলের কমেডি শো-তে হাজির হয়েছিলেন গোবিন্দা, শক্তি কাপুর এবং চাঙ্কি পাণ্ডে। সেই শো-এর মঞ্চেই মঞ্চের মাঝেই পারফর্ম করাকালীন গোবিন্দাকে জড়িয়ে ধরে জোর গলায় ক্রুষ্ণা বলে ওঠেন, “অনেকদিন পর আমাদের দেখা হল। আর তোমাকে যেতে দেব না'। শুনে হাসতে হাসতে তাঁকে পরম মমতায় আরও আঁকড়ে ধরেন গোবিন্দাও। এরপর ক্রুষ্ণাকে পাশে বসিয়ে তাঁদের মধ্যে বিবাদের আসল কারণ এই প্রথম প্রকাশ্যে ফাঁস করলেন ‘হিরো নম্বর ১’।
গোবিন্দা বলেন, “একদিন পর্দায় ক্রুষ্ণার মুখে আমাকে নিয়ে কিছু সংলাপ দেখে ভীষণ রেগে গিয়েছিলাম। প্রকাশও করেছিলাম। আমার স্ত্রী সুনীতা আমাকে শান্ত করে। আমাকে ও বলেছিল, ‘গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি তো এমন করে। ক্রুষ্ণাকে কেন দোষ দিচ্ছো? ওকে তুমি কিছু বলো না। ও তো এটা করে দুটো টাকা রোজগার করছে। তুমি ওর সঙ্গে খারাপ কিছু করো না।” বলা শেষ করেই ক্রুষ্ণার কাঁধে হাত রেখে নরম গলায় গোবিন্দা বলে ওঠেন, “আমার মনে হয় সুনীতার কাছে তোর ক্ষমা চাওয়া উচিত।”
শোনামাত্রই মাথা নেড়ে এককথায় রাজি হয়ে যান ক্রুষ্ণা। মাথা ঝুঁকিয়ে ভারী গলায় বলে ওঠেন -"হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। আমিও ওঁকে যথেষ্ট ভালবাসি। যদি ওঁর মনে আঘাত দিয়ে থাকি আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমি ক্ষমা চাইছি।” ক্রুষ্ণার কথা শেষ হতেই পরম মমতায় তাঁর পিঠ চাপড়ে দেন গোবিন্দা। স্বভাবতই এই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে নিমেষে। দেখে আপ্লুত হয়েছে নেটপাড়াও।
প্রসঙ্গত, বেশ কয়েকবছর আগের ঘটনা, দ্য কপিল শর্মার শোয়ের একটা পর্বে অংশ নিতেই অস্বীকার করেছিলেন কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেক। জানা যায়, সেই শোয়ের অতিথি ক্রুষ্ণার মামা গোবিন্দা আর মামী সুনীতা আহুজা। আর সেই কারণেই শোটি এড়িয়ে গিয়েছিলেন ক্রুষ্ণা। আর তাতেই বিতর্ক তৈরি হয়। তখনই জানা গিয়েছিল ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে গোবিন্দার বিবাদের কথা।
নানান খবর
নানান খবর

ত্রিকোণ প্রেমের জটে বিশ্বনাথ-ভাস্বর! কোন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন দুই অভিনেতা?

লোকাল ট্রেনে একা পেয়ে চরম অশ্লীল প্রস্তাব! প্রভাসের নায়িকার বীভৎস অভিজ্ঞতা শুনে শিউরে উঠবেন

‘শহীদ’-এর পর এবার উজ্জ্বল নিকম? আমির সরে দাঁড়াতেই কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী চরিত্রে রাজকুমার?

খ্রিস্টান রীতিতে এবার বিয়ে করছেন কপিল! কিন্তু বৌ কি নিজের না অন্যের?

রোহিত শেট্টি অ্যাকশন থ্রিলারে যিশু সেনগুপ্ত! প্রথমবার জুটি বেঁধে কোন গল্প বলবেন পরিচালক-অভিনেতা?

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?